SSC MTS 01/09/2023 Shift - 03 1. একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 5544 বর্গসেমি । যদি গোলকের ব্যাসার্ধ দ্বিগুন করা হয় তবে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো (বর্গসেমি) : [A] 22,176 * [B] 22,761 [C] 20,761 [D] 20,176 2. একজন নাবিক একটি নৌকা 6 ঘন্টায় 36 কিমি অনুকূলে এবং 24 কিমি প্রতিকূলে বাইতে পারে । যখন এটি 24 কিমি অনুকূলে এবং 36 কিমি প্রতিকূলে যায় তখন সময় লাগে 6 1/2 ঘন্টা । স্রোতের বেগ হলো : [A] 1.5 km/h [B] 4 km/h [C] 3 km/h [D] 2 km/h * 3. 8 × 6 × 6 একক মাপের একটি আয়তঘনক থেকে 0.5 × 0.5 × 0.5 একক মাপের ছোটো ছোটো ঘনক কেটে নেওয়া হলো । এমন কতগুলি ছোটো ঘনক কেটে নেওয়া যাবে ? [A] 576 [B] 1152 [C] 2304 * [D] 1552 4. নিচের টেবিলে 2015 থেকে 2018 পর্যন্ত বিভিন্ন স্ট্রিমের স্টুডেন্ট দেখানো হয়েছে । 2015 থেকে 2018 পর্যন্ত লিবারেল আর্টসে ভর্তি হওয়া গড় স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়া গড় স্টুডেন্ট থেকে কত কম বা বেশি ? [A] কম, 140 * [B] কম, 127 [C] বেশি, 140 [D] বেশি, 127 5. বৃহত্তম দুই অঙ্কের সংখ্যা নির্ণয় করো যাকে দিয়ে 219, 365, 511 কে ভাগ করা হলে যথাক্রমে 3...