Food SI/PSC ক্লার্ক/WBP Gk Set - 02

 





1. ফরোয়ার্ড ব্লক নিম্নের কে প্রতিষ্ঠা করেন ? 

Ⓐ সুভাষচন্দ্র বসু *

Ⓑ রাসবিহারী বসু

Ⓒ যদুগোপাল মুখোপাধ্যায়

Ⓓ হেমচন্দ্র ঘোষ 


2. 1907 সালে মাদাম কামা কোথায় ত্রিরঙ বিশিষ্ট পতাকা উত্তোলন করেন ? 

Ⓐ স্টুটগার্টে * 

Ⓑ প্যারিস

Ⓒ মস্কো

Ⓓ কলকাতা


3. 'স্তুপ' শব্দটি গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনার সাথে সম্পর্কিত ?

Ⓐ জন্ম 

Ⓑ মৃত্যু *

Ⓒ প্রথম উপদেশ

Ⓓ জ্ঞান লাভ 


4. নবম শতাব্দীতে নিম্নের কে বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?  

Ⓐ বল্লাল সেন

Ⓑ কুমারগুপ্ত

Ⓒ ধর্মপাল *

Ⓓ গোপাল 


5. হর্ষবর্ধন এর বল্লভী বিজয়ের কথা কোন প্রশস্তিতে পাওয়া যায় ? 

Ⓐ আইহোল পিলার প্রশস্তি

Ⓑ জুনাগড় প্রশস্তি

Ⓒ নাভসারি কপার প্লেট প্রশস্তি *

Ⓓ দামোদরপুর কপার প্লেট প্রশস্তি


6. লর্ড কার্জনের আমলে নিম্নের কোনটি করা হয় নি ? 

Ⓐ বাংলা ভাগ

Ⓑ পাঞ্জাব ল্যান্ড অ্যালিয়েশন এক্ট

Ⓒ দুর্ভিক্ষ কমিশন গঠন

Ⓓ হান্টার কমিশন গঠন *


1882 সালে লর্ড রিপন হান্টার কমিশন গঠন করেন


7. নিম্নের কোনটিতে প্রস্তাব দেওয়া হয় 'Constitution should give India Domination Status' ?

Ⓐ ক্যাবিনেট মিশন প্লান

Ⓑ ক্রিপস মিশন *

Ⓒ মাউন্টব্যাটেন প্লান

Ⓓ সাইমন কমিশন 


8. 1929 সালে পাবলিক সেফটি বিলের প্রতিবাদে ভগৎ সিং এর সাথে নিম্নের কে সেন্ট্রাল লেজিসলেটিভ এসেম্বলিতে বোমা নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছিলেন ? 

Ⓐ সুভাষচন্দ্র বসু

Ⓑ চন্দ্রশেখর আজাদ

Ⓒ রাজগুরু

Ⓓ বটুকেশ্বর দত্ত *


9. বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং কোন সম্রাটের রাজত্বকালে ভারত সফরে আসেন ? 

Ⓐ অশোক

Ⓑ সমুদ্রগুপ্ত

Ⓒ প্রথম চন্দ্রগুপ্ত

Ⓓ হর্ষবর্ধন *


10. প্রাচীন ভারতে রাজাদের প্রশংসার কথা উল্লেখ করে যে ইন্সক্রিপশন রচনা করা হয়েছে, তাকে _____ বলে 

Ⓐ সূত্র

Ⓑ জাতকা

Ⓒ ত্রিপিটক

Ⓓ প্রশস্তি *


11. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ K2 কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত ? 

Ⓐ লাদাখ রেঞ্জ

Ⓑ পূর্ব কারাকোরাম রেঞ্জ *

Ⓒ পির পাঞ্জাল রেঞ্জ

Ⓓ জাস্কার রেঞ্জ 


12. ভারতের দক্ষিণতম পর্বতমালাটি হল -

Ⓐ নীলগিরি

Ⓑ আন্নামালাই

Ⓒ কার্ডামোম (Cardamome) পর্বতমালা * 

Ⓓ নাল্লামালাই (Nallamalai) পর্বতমালা 


এটি দক্ষিণ পশ্চিমঘাটের অংশ, কেরল দক্ষিণপূর্বে এবং তামিলনাড়ুর দক্ষিণ পশ্চিমে অবস্থিত 


13. অন্যান্য অঞ্চলের তুলনায় ভারতের কোথায় সবথেকে বেশি ঋতু পরিবর্তন পরিলক্ষিত হয় ? 

Ⓐ ভারতের অভ্যন্তরীণ অঞ্চল *

Ⓑ ভারতের উপকূলীয় অঞ্চল

Ⓒ ভারতের পার্বত্য অঞ্চল

Ⓓ ভারতের দ্বীপসমূহ 


14. নিম্নের কোন রাজ্যের ওড়িশার সাথে কোনো সীমারেখা নেই ? 

Ⓐ ঝাড়খন্ড

Ⓑ পশ্চিমবঙ্গ

Ⓒ বিহার * 

Ⓓ ছত্তিশগড় 


15. পারমাণবিক তত্ত্ব ছাড়া আর কোন বিষয়ে ডালটন গবেষণা করেছেন ? 

Ⓐ উদ্ভিদ

Ⓑ বর্ণান্ধতা *

Ⓒ পেনিসিলিন

Ⓓ প্লাস্টিক


16. নিম্নের কোন জোড়টি পুরুষদের সেক্স ক্রোমোজোম ? 

Ⓐ XX

Ⓑ XXY

Ⓒ XY *

Ⓓ XYY


17. নিম্নের কোন ভিটামিনের অভাবে জেরপথ্যালমিয়া রোগটি ঘটে ? 

Ⓐ ভিটামিন - A *

Ⓑ ভিটামিন - B

Ⓒ ভিটামিন - C

Ⓓ ভিটামিন - D 


18. মানব মস্তিষ্কের কোন অংশটি অ্যালকোহল দ্বারা প্রভাবিত হয় ? 

Ⓐ সেরিব্রাম

Ⓑ সেরিবেলাম *

Ⓒ মেডুলা অবলংগাটা

Ⓓ করপাস ক্যালোসাম 


19. ম্যালেরিয়ার জন্য দায়ী হলো - 

Ⓐ এন্টামিবা হিস্টোলাইটিকা

Ⓑ লিসম্যানিয়া

Ⓒ ক্লসট্রিডিয়াম

Ⓓ প্লাসমোডিয়াম * 


20. নিম্নের কোন মৌল শোষণে ভিটামিন C সাহায্য করে ? 

Ⓐ লোহা *

Ⓑ ক্যালসিয়াম

Ⓒ আয়োডিন

Ⓓ সোডিয়াম 


21. পাচক রস তৈরির ক্ষেত্রে নিম্নের কোন হরমোন অগ্ন্যাশয়কে উদ্দীপিত করে ? 

Ⓐ রেনিন

Ⓑ ট্রিপসিন

Ⓒ সিক্রেটিন *

Ⓓ পেপ্সিন 


22. সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

Ⓐ মধ্যপ্রদেশ

Ⓑ গুজরাট

Ⓒ রাজস্থান *

Ⓓ উত্তরপ্রদেশ 


23. অটল পেনশন যোজনা কোন সালে চালু হয় ? 

Ⓐ 2019

Ⓑ 2015 *

Ⓒ 2018

Ⓓ 2016


24. রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান ? 

Ⓐ রাষ্ট্রপতি

Ⓑ প্রধানমন্ত্রী

Ⓒ হাইকোর্টের প্রধান বিচারপতি *

Ⓓ ভারতের প্রধান বিচারপতি 


25. শুরুর দিকে ভারতীয় সংবিধানে কতগুলি ধারা ছিল ? 

Ⓐ 395 টি * 

Ⓑ 396 টি

Ⓒ 398 টি

Ⓓ 399 টি 


26. নিম্নের কে চিত্রশিল্পে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ? 

Ⓐ প্রভিন সুলতানা

Ⓑ টি এন কৃষ্ণন

Ⓒ রাম কিঙ্কর

Ⓓ রাজা রবি বর্মা *


27. কাটি বিহু উৎসবে কোন গাছের সম্মুখে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয় ?

Ⓐ কলা গাছ

Ⓑ নিম গাছ

Ⓒ তুলসী গাছ *

Ⓓ বট গাছ 


28. বিসমিল্লা খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ? 

Ⓐ হারমোনিয়াম

Ⓑ সানাই *

Ⓒ সেতার

Ⓓ বাঁশি 


29. ধীমসা কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য ? 

Ⓐ কর্ণাটক

Ⓑ মহারাষ্ট্র

Ⓒ অন্ধ্রপ্রদেশ *

Ⓓ রাজস্থান 


30. স্টেট এমব্লেমে উল্লেখিত 'সত্যমেব জয়তে' কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে ? 

Ⓐ কথা

Ⓑ কেনা

Ⓒ মুন্ডক *

Ⓓ বৃহদারণ্যক