Food SI/PSC ক্লার্ক/WBP Gk Set - 04


1. কত সালে এবং কোথায় মুসলিম লীগ 'পাকিস্তান প্রস্তাব' গ্রহণ করেছিল ? 

Ⓐ 1929, লাহোর

Ⓑ 1930, এলাহাবাদ

Ⓒ 1940, লাহোর * 

Ⓓ 1940, ঢাকা 


22–24 March 1940, at Iqbal Park, Lahore


2. নিম্নের কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন ?

Ⓐ স্যার সৈয়দ আহমেদ খান

Ⓑ ধন্দ কেশব কার্ভে * 

Ⓒ স্যার উইলিয়াম হান্টার

Ⓓ স্যার আশুতোষ মুখোপাধ্যায় 


3. সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল - 

Ⓐ ভারতের সংবিধান সংস্কারের জন্য *

Ⓑ শিক্ষা সংস্কারের জন্য

Ⓒ প্রশাসনিক সংস্কারের জন্য

Ⓓ কারা আইন সংস্কারের জন্য 


4. ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নের কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল ? 

Ⓐ লর্ড কার্জন

Ⓑ লর্ড লিটন

Ⓒ লর্ড রিপন *

Ⓓ লর্ড হার্ডিঞ্জ 


5. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

Ⓐ মেকলে মিনিট

Ⓑ হান্টার কমিশন

Ⓒ চার্টার এক্ট

Ⓓ উডস ডেস্প্যাচ *


6. 'কংগ্রেসের আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ' উক্তিটি কার ? 

Ⓐ স্যার সৈয়দ আহমেদ খান *

Ⓑ রঞ্জিত সিং

Ⓒ জওহরলাল নেহেরু

Ⓓ অরবিন্দ ঘোষ


7. ইংরাজীতে প্রকাশিত লিডার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

Ⓐ সন্তোষ সিং

Ⓑ কাজী নজরুল ইসলাম

Ⓒ এম কে গান্ধী

Ⓓ মদন মোহন মালব্য *


1909, এলাহাবাদ প্রকাশিত হয় 


8. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে খাদি পরিধান করা বাধ্যতামূলক ছিল ? 

Ⓐ বেলগাঁও অধিবেশন, 1924

Ⓑ গুয়াহাটি অধিবেশন, 1926 * 

Ⓒ লাখনৌ অধিবেশন, 1916

Ⓓ সুরাট অধিবেশন, 1907


9. নিম্নের কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন ? 

Ⓐ বাল গঙ্গাধর তিলক

Ⓑ লালা লাজপত রায় * 

Ⓒ মহাত্মা গান্ধী

Ⓓ জওহরলাল নেহেরু


10. ভারত শাসন আইনকে নিম্নের কে 'Chartar of Slavery' বলেছিলেন ? 

Ⓐ মহাত্মা গান্ধী

Ⓑ বল্লভভাই প্যাটেল

Ⓒ বাল গঙ্গাধর তিলক

Ⓓ জওহরলাল নেহেরু *


11. কোন ধরনের কয়লার তাপনমূল্য সবচেয়ে বেশি ? 

Ⓐ কোককয়লা

Ⓑ অ্যানথ্রাসাইট *

Ⓒ বিটুমিনাস

Ⓓ লিগনাইট 


12. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ? 

Ⓐ 4 টি

Ⓑ 5 টি * 

Ⓒ 6 টি 

Ⓓ 7 টি


Odisha, Jharkhand, Bihar, Sikkim and Assam



13. দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

Ⓐ মধ্যপ্রদেশ

Ⓑ উত্তরপ্রদেশ *

Ⓒ কর্ণাটক

Ⓓ আসাম 


14. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

Ⓐ পশ্চিমবঙ্গ

Ⓑ মণিপুর * 

Ⓒ মেঘালয়

Ⓓ গোয়া


15. ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ রয়েছে ? 

Ⓐ কেরল

Ⓑ কর্ণাটক * 

Ⓒ তামিলনাড়ু

Ⓓ অন্ধ্রপ্রদেশ


16. কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত ? 

Ⓐ সুরাট * 

Ⓑ কোটা

Ⓒ মুম্বাই

Ⓓ কালপক্কম


17. একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুন এবং তাপমাত্রাও দ্বিগুন করা হলে ঐ গ্যাসের চাপ -

Ⓐ অপরিবর্তিত থাকবে *

Ⓑ দ্বিগুন হবে

Ⓒ এক-চতুর্থাংশ হবে

Ⓓ চারগুন হবে



18. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো -

Ⓐ 4f থেকে বেশী

Ⓑ 4f থেকে কম

Ⓒ 2f এর সমান *

Ⓓ 4f এর সমান 


19. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে - 

Ⓐ থার্মোস্ট্যাট

Ⓑ মোটর *

Ⓒ ডায়নামো 

Ⓓ রেক্টিফায়ার 


20. মাটির পাত্রকে এনামেল ও চকচক করার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয় ? 

Ⓐ এমোনিয়া

Ⓑ ফ্লুওরিন

Ⓒ বোরাক্স *

Ⓓ নাইট্রিক এসিড


Na2B 4O7 . 10H2O

মোমবাতি শিল্পে, ঔষধী সাবান তৈরি করতে


21. জেনেটিক ইনফরমেশন কিসের দ্বারা পরিবাহিত হয় ? 

Ⓐ ফ্যাটি এসিড

Ⓑ প্রোটিন

Ⓒ নিউক্লিক এসিড *

Ⓓ কার্বোহাইড্রেট 


22. নেইল পালিশ রিমুভারে নিম্নের কোনটি উপস্থিত থাকে ? 

Ⓐ সাইট্রিক এসিড

Ⓑ বেঞ্জিন

Ⓒ অ্যাসিটোন * 

Ⓓ ইথিলিন 


23. FIR এর পূর্ণ রূপ কি ? 

Ⓐ First Investigation Report

Ⓑ First Information Report *

Ⓒ First Incident Report

Ⓓ First Instance Report


24. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ভারতের কোন শহরে অবস্থিত ? 

Ⓐ হায়দ্রাবাদ *

Ⓑ চেন্নাই

Ⓒ তিরুবনন্তপুর

Ⓓ ব্যাঙ্গালুরু 


25. বি সি রায় পুরষ্কার নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয় ? 

Ⓐ সঙ্গীত

Ⓑ ঔষধ *

Ⓒ সাংবাদিকতা

Ⓓ পরিবেশ


26. 'মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ' বইটি কার লেখা ?  

Ⓐ মহাত্মা গান্ধী * 

Ⓑ লুই ফিসার

Ⓒ জেমস মরিস

Ⓓ মাইকেল এন্ডারসন 


27. কোন দিনটিতে জাতিসংঘ দিবস পালন করা হয় ?

Ⓐ 24 শে অক্টোবর *

Ⓑ 21 শে অক্টোবর

Ⓒ 24 শে অক্টোবর

Ⓓ 6 ই নভেম্বর


28. সেলিম চিস্তির দরগা নিম্নের কোথায় অবস্থিত ? 

Ⓐ লাল কেল্লা

Ⓑ জামা মসজিদ

Ⓒ ফতেপুর সিকরি *

Ⓓ হুমায়ুন টম্ব


29. ধোপখেল ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত আঞ্চলিক খেলা ? 

Ⓐ মেঘালয়

Ⓑ নাগাল্যান্ড

Ⓒ মণিপুর

Ⓓ আসাম *


30.আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (IMF) সদর দপ্তর কোথায় অবস্থিত ? 

Ⓐ ভিয়েনা

Ⓑ জেনেভা

Ⓒ ওয়াশিংটন ডিসি * 

Ⓓ প্যারিস