Food SI/PSC ক্লার্ক/WBP Gk Set - 03
1. হিন্দু ও মুসলমানদের পৃথক নির্বাচকমন্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল ?
Ⓐ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্ট, 1935
Ⓑ মন্তেগু চেমসফোর্ড রিফর্মস
Ⓒ মরলে-মিন্টো রিফর্মস *
Ⓓ মাউন্টব্যাটেন পরিকল্পনা
1909 ব্রিটিশ সংসদের একটি আইন যা আইন পরিষদে কয়েকটি সংস্কার প্রবর্তন করে
ভারতের সেক্রেটারি অফ স্টেট জন মর্লে এবং ভারতের ভাইসরয় মিন্টোর নামানুসারে এটিকে মর্লে-মিন্টো সংস্কার বলা হয়
2. কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কুঠী নির্মাণ করেন ?
Ⓐ জাহাঙ্গীর *
Ⓑ শাহজাহান
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ প্রথম বাহাদুর শাহ
3. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর টিতে যুদ্ধ করেছিলেন ?
Ⓐ সিন্ধু
Ⓑ ঝিলাম *
Ⓒ রবি
Ⓓ ইরাবতী
পাঞ্জাব অঞ্চলের ঝিলাম নদীর তীরে, মহান আলেকজান্ডার এবং পৌরব রাজ্যের রাজা পুরু (পোরাস)-এর মধ্যে 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাস্পিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল।
4. শিবাজীর রাজ্যাভিষেক কোন সালে হয়েছিল ?
Ⓐ 1672
Ⓑ 1673 *
Ⓒ 1674
Ⓓ 1675
5. বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন ?
Ⓐ কুশিনগর
Ⓑ বুদ্ধগয়া
Ⓒ কাশী
Ⓓ সারনাথ *
6. 'তাহকিক-ই-হিন্দ' কে রচনা করেছিলেন ?
Ⓐ আলবিরুনি *
Ⓑ আল বিলাদরি
Ⓒ সুলেমান
Ⓓ অল মাসুদি
7. নিম্নোক্ত দিল্লি সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্বজয় করতে চেয়েছিলেন ?
Ⓐ আলাউদ্দিন খলজী *
Ⓑ গিয়াসউদ্দিন বলবন
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ উপরের কেউ নয়
8. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?
Ⓐ চীন
Ⓑ ইরান
Ⓒ রাশিয়া
Ⓓ সুমেরু *
9. কোন সালে তিলক 'কর দেব না' অভিযান করেছিলেন ?
Ⓐ 1896
Ⓑ 1898
Ⓒ 1895
Ⓓ 1899 *
10. স্বদেশী দলের উদ্দেশ্য ছিল -
Ⓐ সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন
Ⓑ কংগ্রেসের কর্মসূচী বর্জন
Ⓒ আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা *
Ⓓ চরম পন্থা অবলম্বন করা
11. NH - 6 নিম্নের কোন দুই স্থান সংযোগ করে ?
Ⓐ কলকাতার সঙ্গে মুম্বাই *
Ⓑ দিল্লির সঙ্গে অমৃত্সর
Ⓒ কলকাতার সঙ্গে নিউ জলপাইগুড়ি
Ⓓ দিল্লির সঙ্গে ভোপাল
12. নেপানগরে উৎপন্ন হয় -
Ⓐ তামা
Ⓑ দুধ
Ⓒ সংবাদপত্র ছাপানো *
Ⓓ কন্ট্যাক্ট লেন্স
13. নিম্নের কোন রাজ্যটিতে আখ একটি প্রধান ফসল রূপে চাষ করা হয় ?
Ⓐ বিহার
Ⓑ রাজস্থান
Ⓒ উত্তরপ্রদেশ *
Ⓓ পাঞ্জাব
14. ভারতবর্ষে যে প্রকার বনভূমি সর্বাধিক এলাকা জুড়ে বিস্তৃত তা হল -
Ⓐ ক্রান্তীয় আদ্র পর্ণমোচী
Ⓑ ক্রান্তীয় আদ্র চিরহরিৎ অরণ্য
Ⓒ ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী *
Ⓓ উপ-ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ অরণ্য
15. ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি হল -
Ⓐ মরান
Ⓑ বম্বে হাই
Ⓒ ডিগবয় *
Ⓓ অঙ্কালেশ্বর
16. আবহমন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষে হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় ?
Ⓐ পার এসিটাইল নাইট্রেট
Ⓑ নাইট্রোজেন মনোক্সাইড
Ⓒ আল্ট্রা ভায়োলেট রশ্মি *
Ⓓ হাইড্রোকার্বন
17. নিম্নের কোনটি একটি ভৌত পরিবর্তন নয় ?
Ⓐ দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি করা
Ⓑ আয়োডিনের ঊর্ধ্বপাতন
Ⓒ চায়ে চিনি মেশানো
Ⓓ মোমবাতির দহন *
18. পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর -
Ⓐ লোহা ও তামা
Ⓑ তামা ও টিন
Ⓒ তামা ও এলুমিনিয়াম
Ⓓ তামা ও দস্তা *
19. লাইসিন হল একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড -
Ⓐ এটি খুব দুর্লভ
Ⓑ প্রোটিন তৈরির গুরুত্বপূর্ণ উপাদান
Ⓒ খুব উচ্চ পুষ্টিগুণ
Ⓓ এটি শরীরে তৈরি হয় না, খাদ্য থেকে উৎপন্ন হয় *
20. প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন ?
Ⓐ রবার্ট হুক
Ⓑ লিউয়েন হুক *
Ⓒ পারকিনজি
Ⓓ রবার্ট ব্রাউন
21. নিম্নলিখিত কোনটি একটি সংক্রমণজনিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ ?
Ⓐ কনজাংটিভাইটিস
Ⓑ ডিপথেরিয়া *
Ⓒ ইনফ্লুয়েঞ্জা
Ⓓ মিসেলস
22. সেপ্টিসেমিয়া হলো -
Ⓐ মানসিক অসুস্থতা
Ⓑ রক্তের বিষক্রিয়া *
Ⓒ খাদ্য বিষক্রিয়া
Ⓓ কোনোটাই না
23. তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য ?
Ⓐ জম্মু ও কাশ্মীর *
Ⓑ মিজোরাম
Ⓒ মণিপুর
Ⓓ নাগাল্যান্ড
24. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদে ছিলেন না, তিনি হলেন -
Ⓐ চরণ সিং
Ⓑ বিশ্বনাথ প্রতাপ সিং
Ⓒ চন্দ্রশেখর
Ⓓ মোরারাজি দেশাই *
25. পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয় -
Ⓐ 1994 *
Ⓑ 1995
Ⓒ 1993
Ⓓ 1997
26. অর্থনীতিতে কালো টাকার যোগান খুব বেড়ে গেলে -
Ⓐ আয়ের বৈষম্য বাড়বে *
Ⓑ উৎপন্নের গুনগত মান কমবে
Ⓒ প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নত হবে
Ⓓ (B) ও (C) উভয়ই
27. কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ হিমাচলপ্রদেশ *
Ⓓ আসাম
28. ডিপোর ভিল রামসার সাইট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ আসাম *
Ⓑ ত্রিপুরা
Ⓒ সিকিম
Ⓓ কেরালা
29. নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম হয় ?
Ⓐ জাভা *
Ⓑ লিনাক্স
Ⓒ এন্ড্রইড
Ⓓ iOS
30. ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ মুম্বাই
Ⓑ বেঙ্গালুরু
Ⓒ কলকাতা
Ⓓ নিউ দিল্লী *
স্থাপিত - 2008