Food SI/PSC ক্লার্ক/WBP Gk Set - 01

 



1. আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে ?
Ⓐ 1575 সালে *
Ⓑ 1568 সালে
Ⓒ 1571 সালে
Ⓓ 1562 সালে

এটি 1575 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর (1556-1605) কর্তৃক ফতেপুর সিক্রিতে নির্মিত একটি সভাগৃহ ছিল। এটি বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রের আধ্যাত্মিক নেতাদের একত্রিত করার জন্য নির্মিত করা হয়েছিল যাতে সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের শিক্ষার উপর আলোচনা করা যায়

2. মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণআন্দোলনটি
-
Ⓐ অসহযোগ আন্দোলন *
Ⓑ ভারত-ছাড়ো আন্দোলন
Ⓒ নীল বিদ্রোহ
Ⓓ লবন আন্দোলন

ভারতব্যাপী অহিংস গণ-আইন অমান্য আন্দোলনগুলির মধ্যে সর্বপ্রথম। ১৯২০ সালের সেপ্টেম্বর থেকে ১৯২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে “গান্ধী যুগ”-এর সূত্রপাত ঘটায়

3. নিম্নের কে পেশায় ছিলেন সাংবাদিক, যুগান্তরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং অরবিন্দ ঘোষের অনুজ ?
Ⓐ বীরেন্দ্রনাথ শাসমল
Ⓑ বারিন্দ্রকুমার ঘোষ *
Ⓒ ভুপেন্দ্রনাথ দত্ত
Ⓓ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

4. কোন বাহমনি শাসক মাহমুদ গাওয়ান (Mahmud Gawan) কে 'চিফ অফ দি মার্চেন্ট' উপাধি প্রদান করেছিলেন ?
Ⓐ হুমায়ুন শাহ *
Ⓑ আলাউদ্দিন হাসান বাহমান শাহ
Ⓒ মুহাম্মদ শাহ
Ⓓ ফিরোজ শাহ

5. বিংশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের কোন অংশে অনুশীলন সমিতি সক্রিয় ছিল ?
Ⓐ বোম্বে
Ⓑ পাঞ্জাব
Ⓒ বাংলা *
Ⓓ মাদ্রাস

6. রেগুলেটিং এক্ট 1773 এর অধীনে কোন শহরে সুপ্রিমকোর্ট স্থাপন করা হয় ?
Ⓐ মাদ্রাস
Ⓑ আসাম
Ⓒ ক্যালকাটা *
Ⓓ নতুন দিল্লী

আইন, 1773 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।
1773 সালের রেগুলেটিং অ্যাক্ট কলকাতার ফোর্ট উইলিয়ামে একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিল।
হরিলাল জেকিশনদাস কানিয়া ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি।
1950 সালের 26শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট অস্তিত্ব লাভ করে

7. নিম্নের কোন যুদ্ধে ভারতে প্রথমবার কামানের ব্যবহার হয় এবং বাবরকে মুঘল সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করে ?
Ⓐ চান্দেরির যুদ্ধ
Ⓑ পানিপথের প্রথম যুদ্ধ *
Ⓒ খানোয়ার যুদ্ধ
Ⓓ ঘর্ঘরার যুদ্ধ

1526

8. আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ বাবর
Ⓑ আকবর
Ⓒ রাজা ভোজ
Ⓓ সিকান্দার লোদী *

9. 1342 সালে হাজী ইলিয়াস খান যিনি ______ উপাধি ধারণ করেন এবং ইলিয়াস শাহী সাম্রাজ্য স্থাপন করেন
Ⓐ শামস-উদ-দিন ইলিয়াস শাহ *
Ⓑ গিয়াসউদ্দিন আজম
Ⓒ সুলতান আবু আল-মুজাহিদ
Ⓓ সুলতান সাইফুদ্দিন

10. 1784 সালে বাংলায় নিম্নের কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
Ⓐ লর্ড ম্যাকাউলে
Ⓑ স্যার উইলিয়াম জোন্স *
Ⓒ লর্ড কর্নওয়ালিস
Ⓓ ওয়ারেন হেস্টিংস

11. ভারতীয় মরুভূমি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য নিম্নে উল্লেখিত আছে। এগুলির মধ্যে কোনটি সত্য নয় ?
Ⓐ প্রতি বছর এখানে 500 mm বৃষ্টিপাত হয় *
Ⓑ এখানে বালিয়াড়ি দেখা যায়
Ⓒ আরাবল্লী পর্বতের উত্তর-পশ্চিমে এটি অবস্থিত
Ⓓ এটি মরুস্থলী নামেও পরিচিত

12. নিম্নের কোনটি কৃষ্ণা নদীর শাখানদী নয় ?
Ⓐ কয়না
Ⓑ বীনা *
Ⓒ ঘটপ্রভা
Ⓓ পাঁচগঙ্গা

13. 2011 এর সেনসাস অনুযায়ী ভারতের সর্বোচ্চ সাক্ষরতা সম্পন্ন রাজ্যটি হলো -
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ কেরল *
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ তামিলনাড়ু

14. পৃথিবীর বয়স নিম্নের কোন পদ্ধতিতে নির্ণয় করা যেতে পারে ?
Ⓐ জীবাশ্ম পদ্ধতি
Ⓑ রেডিও-মেট্রিক ডেটিং *
Ⓒ অভিকর্ষ পদ্ধতি
Ⓓ জিওলজিক্যাল টাইম স্কেল

15. সিন্ধু নদী নিম্নের কোন স্থান থেকে উৎপত্তিলাভ করেছে ?
Ⓐ হিন্দুকুশ রেঞ্জ
Ⓑ হিমালয় রেঞ্জ
Ⓒ কারাকোরাম রেঞ্জ
Ⓓ কৈলাস রেঞ্জ *

এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী। মানস সরোবর -এর পার্শ্ববর্তী এলাকায় তিব্বতীয় মালভূমি থেকে উদ্গত হয়ে নদীটি জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে গিলগিট-বালতিস্তান ও হিন্দুকুশ সীমান্তের দিকে অগ্রসর হয় এবং তারপর সিন্ধে করাচির বন্দর নগরীর নিকটবর্তী আরব সাগরে মিলিত হবার জন্য সমগ্র পাকিস্তান জুড়ে দক্ষিণ অভিমুখে প্রবাহিত হয়।[১][২] এটি পাকিস্তানের দীর্ঘতম নদী এবং জাতীয় নদী

16. অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত কত ?
Ⓐ 11 : 1
Ⓑ 14 : 3 *
Ⓒ 11 : 3
Ⓓ 14 : 1

NH3

17. তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ-বিকর্ষণ সূত্র কে আবিষ্কার করেছেন ?
Ⓐ আর এ মিল্লিকান
Ⓑ হান্স ক্রিশ্চিয়ান ওস্টেড
Ⓒ জন মিশেল
Ⓓ চার্লস অগাস্টিন কুলম্ব *

■ একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে‌
■ দুটি স্থির বিন্দু আধান এর মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের পরিমাণ এর গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক

18. পরিবারের সেই সকল সদস্য যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় -
Ⓐ আইসোটোপ *
Ⓑ আইসোটোন
Ⓒ আইসোবার
Ⓓ আইসোট্রন

19. নিম্নের মধ্যে কোনটিতে 93.05% মিথেন,নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড, প্রোপেন এবং অল্প পরিমাণ ইথেন আছে, এছাড়া এটি স্বাদহীন ও অবিষাক্ত দ্রব্য ?
Ⓐ LPG
Ⓑ ক্লোরিন
Ⓒ CNG *
Ⓓ গোবর গ্যাস

20. নিম্নের কোনটি কোশের ভিতরকার পরিবেশকে বাইরের কোষীয় তরল থেকে পৃথক করে ?
Ⓐ সাইটোপ্লাজমিক পর্দা
Ⓑ রেস্ট্রিকশন পর্দা
Ⓒ নিউক্লিয়ার পর্দা
Ⓓ প্লাজমা পর্দা

21. একটি পাগল কুকুর কামড়ালে আমাদের শরীরে নিম্নলিখিত কোন রোগটির সংক্রমণ ঘটে ?
Ⓐ লিউকোডার্মা
Ⓑ হাইড্রোফোবিয়া *
Ⓒ হাইপারটেনশন
Ⓓ আর্থ্রাইটিস

22. নিম্নের কোন গ্রন্থিকে অন্ত:গ্রন্থি ও বহিঃগ্রন্থি উভয়ই বলা হয় ?
Ⓐ পিটুইটারি গ্রন্থি
Ⓑ থাইরয়েড গ্রন্থি
Ⓒ অগ্ন্যাশয় *
Ⓓ ক্ষুদ্রান্ত্র

23. ভারতীয় রাজনীতি সিস্টেমে, প্রকৃত এক্সিকিউটিভ ক্ষমতা কার হাতে থাকে ?
Ⓐ রাজ্যপাল
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ উপ-রাষ্ট্রপতি
Ⓓ প্রধানমন্ত্রী এবং মন্ত্রী-পরিষদ *

24. Fugdi লোকনৃত্যটি মূলত কোন হিন্দু উৎসবে পরিবেশন করা হয় ?
Ⓐ দিওয়ালি
Ⓑ হলি
Ⓒ দুর্গা পূজা
Ⓓ গণেশ চতুর্থী *

25. থাইপুসম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় ?
Ⓐ কেরল
Ⓑ আসাম
Ⓒ তামিলনাড়ু *
Ⓓ অরুণাচল প্রদেশ

26. দিল্লীতে অবস্থিত কুতুব মিনারের আনুমানিক উচ্চতা কত ?
Ⓐ 75 মিটার
Ⓑ 77 মিটার
Ⓒ 73 মিটার *
Ⓓ 71 মিটার

ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে ১১৯৩ খ্রিষ্টাব্দে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় তবে ১৩৮৬ খ্রিষ্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক

27. আজিজ ওয়ারসি, নুসরাত ফতেহ আলী খান নিম্নের ধরনের সঙ্গীতের সাথে যুক্ত ?
Ⓐ কাওয়ালি *
Ⓑ শাবাদ
Ⓒ ভাটিয়ালি
Ⓓ ভজন

28. ব্যাংকরাপ্টসি লেজিসলেটিভ রিফর্মস কমিটি (BLRC) কোন সালে গঠিত হয় ?
Ⓐ 2010
Ⓑ 2009
Ⓒ 2014 *
Ⓓ 2012

29. নিচের কোনটি ভারতীয় সংবিধানের একক বৈশিষ্ট্য?
Ⓐ ক্ষমতা বন্টন
Ⓑ লিখিত সংবিধান
Ⓒ দৃঢ়তা
Ⓓ একক নাগরিকত্ব *

30. নিম্নের কোন শহর ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত ?
Ⓐ মুম্বাই
Ⓑ কলকাতা
Ⓒ গান্ধীনগরে
Ⓓ ব্যাঙ্গালুরু *