রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Paschim Medinipur District Assistant Account Recruitment 2023

রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Paschim Medinipur District Assistant Account Recruitment 2023 হ্যালো বন্ধুরা, রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফে Paschim Medinipur District Assistant Account Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মিড-ডে-মিল প্রকল্পে অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করানো হবে। এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। বিজ্ঞপ্তি নাম্বার ☛ 33/MDM পদের নাম ☛ Assistant Account (অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট)। মোট শুন্যপদ ☛ ০৩ টি। শিক্ষাগত যোগ্যতা ☛ আবেদনকারীকে অবশ্যই Government Retired Employee হতে হবে। আবেদনকারীর বয়সসীমা ☛ ৩১শে জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ☛ পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ১১,০০০ টাকা। আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। আবেদন কীভাবে করবেন ☛ সরাসরি ইন্টারভিউয়ের দিন...