মাধ্যমিক পাশে কোল্ড ফিল্ডস লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | SECL Mining Sirdar Recruitment Notification 2023
মাধ্যমিক পাশে কোল্ড ফিল্ডস লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | SECL Mining Sirdar Recruitment Notification 2023
হ্যালো বন্ধুরা,
ভারত সরকারের সাউথ ইস্টার্ন কোল্ড ফিল্ডস লিমিটেডের তরফে SECL Mining Sirdar Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৪০৫টি শূন্যপদে মাইনিং শিড়দার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ▶ SECL/BSP/MP/HQ/2023/477
পদের নাম ▶ Mining Sirdar (মাইনিং শিড়দার)।
মোট শূন্যপদ ▶ ৩৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা ▶ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Mining Sirdar/ Surveyor Certificate কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা ▶ প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ▶ পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৩১,৮৫২ টাকা।
পদের নাম ▶ Mining Sirdar (সার্ভেয়ার)।
মোট শূন্যপদ ▶ ৫৫ টি।
শিক্ষাগত যোগ্যতা ▶ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Mining Sirdar/ Surveyor Certificate কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা ▶ প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ▶ পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৩১,৮৫২ টাকা।
আবেদন ফি বা মূল্য ▶ Unreserved/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১১৮০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি ▶ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ▶ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ▶ এই পদের জন্য আবেদন শুরু 03/02/2023 এবং আবেদন শেষ 23/02/2023
অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে
আবেদন করো : এই লিঙ্কে
অফিসিয়াল ওয়েবসাইট : এই লিঙ্কে