বিএসএফ কনস্টেবল নিয়োগ ২০২৩ || BSF Constable Recruitment 2023
বিএসএফ কনস্টেবল নিয়োগ ২০২৩ || BSF Constable Recruitment 2023
হ্যালো বন্ধুরা,
Border Security Force-এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কনস্টেবল পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। উক্ত পদে আবেদনের জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে প্রদান করা হলো-
BSF কনস্টেবল নিয়োগ ২০২৩
❏ পদের নাম:: Constable
❏ মোট শূন্যপদ:: ১৪১০টি (পুরুষ-১৩৪৫, মহিলা-৬৭)
❏ যে যে পদে নিয়োগ করা হবে::
Cobbler, Tailor, Plumber, Painter, Electrician, Pump Operator, Draughtsman, Upholster, Tin Smith, Butcher, Cook, Water Carrier, Washer Man, Barber, Sweeper, Waiter, Mali, Khoji
❏ শিক্ষাগত যোগ্যতা::
প্রার্থীকে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন
❏ বয়সসীমা:: প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে
❏ মাসিক বেতন:: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা
❏ আবেদন পদ্ধতি:: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
❏ নিয়োগ পদ্ধতি:: প্রার্থীদের Physical Standards Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে
❏ আবেদন শেষ:: বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে
অফিসিয়াল নোটিফিকেশন :: এই লিঙ্কে
অফিসিয়াল ওয়েবসাইট :: এই লিঙ্কে