ব্যাংক অফ বরোদাতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Bank of Baroda Acquisition Officers Recruitment 2023

 ব্যাংক অফ বরোদাতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Bank of Baroda Acquisition Officers Recruitment 2023



হ্যালো বন্ধুরা,

ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে Bank of Baroda Acquisition Officers Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৫০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।


এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।


পদের নাম ➜ Acquisition Officers


মোট শুন্যপদ ➜ ৫০০ টি।


শিক্ষাগত যোগ্যতা ➜ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


আবেদনকারীর বয়সসীমা ➜ প্রার্থীর বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।


আবেদন ফি বা মূল্য ➜ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা ও SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা।


আবেদন পদ্ধতি ➜ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদন কীভাবে করবেন ➜ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।


নিয়োগ পদ্ধতি ➜ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।


নিয়োগ স্থান ➜ কলকাতা, মুম্বাই, চেন্নাই, লখনৌ, পাটনা, এলাহাবাদ, আমেদাবাদ, চন্ডিগড়, হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে নিয়োগ করানো হবে।


গুরুত্বপূর্ণ তারিখ ➜ আবেদন শুরু 22/02/2023 এবং আবেদন শেষ 14/03/2023


অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে 

অনলাইনে আবেদন : এই লিঙ্কে 

অফিসিয়াল ওয়েবসাইট : এই লিঙ্কে