দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 25/02/2022, 26/02/2022, 27/02/2022 ও 28/02/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 25/02/2022, 26/02/2022, 27/02/2022 ও 28/02/2022 **************************** 25/02/2022 ❖ 1. ভারতীয় লেখক অনিরুধ সূরী নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'The Great Tech Game: Shaping Geopolitics and the Destinies of Nations' ❖ 2. কর্ণাটকের হাম্পি তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এবং কেন্দ্রীয় সরকার 2 দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স 'Devayatanam - An odyssey of India temple architecture' এর আয়োজন করলো, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি এই কনফারেন্সের উদ্বোধন করলেন ❖ 3. সংস্কৃতি এবং এক্সটার্নাল আফফায়ার্স প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখী 'বন্দে ভারতম' এর সিগনেচার টিউন প্রকাশ করলেন, এটি রচনা করেছেন Ricky Kej এবং বিক্রম ঘোষ ❖ 4. মহাত্মা গান্ধী NREGA এর জন্য Ombudsperson অ্যাপ লঞ্চ করলেন রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং ❖ 5. বিশাখাপত্তনমে ভারতীয় নৌ-বাহিনীর বহুপাক্ষিক অনুশীলন 'MILAN 2022' শুরু হলো ❖ 6. IDBI ব্যাংকের MD এবং CEO পদে রাকেশ শর্মা ক...