দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/02/2022, 22/02/2022, 23/02/2022 ও 24/02/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/02/2022, 22/02/2022, 23/02/2022 ও 24/02/2022


****************************


21/02/2022
⧑ 1. উমা দাস গুপ্ত নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'A History of Sriniketan: Rabindranath Tagore's Pioneering Work in Rural Construction'
⧑ 2. Energy Meet and Excellence আওয়ার্ড এ কোল ইন্ডিয়া লিমিটেড 'India's Most Trusted Public Sector' কোম্পানি আওয়ার্ড জিতলো 
⧑ 3. টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা কে Adidas এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো 
⧑ 4. হেল্থ সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান কে আরো উন্নত করতে কেন্দ্রীয় সরকার 'Heal by India' ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছে 
⧑ 5. ভারতের মুম্বাই 2023 ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেশন হোস্ট করতে চলেছে, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে
⧑ 6. প্রতিবছর 21 শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, এ বছরের থিম - Using Technology for multilingual learning: Challenges and opportunities
⧑ 7. দাদাবসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম উৎসব আওয়ার্ড 2022 এ ফিল্ম অফ দি ইয়ার আওয়ার্ড পেলো - Pushpa: The Rise, বেস্ট ফিল্ম আওয়ার্ড - Shershaah, শ্রেষ্ঠ অভিনেতা - রণবীর সিং, শ্রেষ্ঠ অভিনেত্রী - কৃতি শানন
⧑ 8. প্রাক্তন ইন্ডিয়ান এক্সপ্রেসের ব্যুরো চিফ, সিনিয়র জার্নালিস্ট রাভিশ তিওয়ারি প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শকুন্তলা চৌধুরী, এছাড়াও পশ্চিমবঙ্গের মন্ত্রী সাধন পান্ডে প্রয়াত হলেন
⧑ 9. 'সেন্ট্রাল ফোর্স স্যালারি প্যাকেজ' প্রদান করার জন্য ব্যাংক অফ বরোদা, আসাম রাইফেলস এর সাথে চুক্তিবদ্ধ হলো 
⧑ 10. 48 তম খাজুরাহ নৃত্য উৎসব সম্প্রতি মধ্যপ্রদেশে শুরু হলো, এক সপ্তাহ ব্যাপী চলবে এই উৎসব

22/02/2022
➠ 1. ভারতের প্রথম বায়োসেফটি লেভেল-3 মোবাইল ল্যাবরেটরি মহারাষ্ট্রের নাসিকে উদ্বোধন করা হলো 
➠ 2. Honda Cars India লিমিটেডের নতুন প্রেসিডেন্ট এবং CEO পদে Takuya Tsumura কে নিযুক্ত করা হলো 
➠ 3. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এথলেটিস' কমিশন ফিনল্যান্ডের আইস হকি খেলোয়াড় Emma Terho কে চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত করলো 
➠ 4. হিমাচল প্রদেশের প্রথম বায়োডাইভার্সিটি পার্ক মান্ডির ভুলাহ ভ্যালিতে গড়ে উঠতে চলেছে 
➠ 5. রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান স্কীমের সময়সীমা 2026 সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
➠ 6. রাজস্থানের যোধপুরে ভারতীয় এয়ার ফোর্স (IAF) এবং ওমান রয়্যাল এয়ার ফোর্স (RAFO) দ্বিপাক্ষিক বায়ু অনুশীলন Eastern Bridge-VI এর আয়োজন করলো 
➠ 7. টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ 6 (SEA-ME-WE-6) আন্ডারসী কেবিল কনসর্টিয়াম এ যুক্ত হলো 
➠ 8. Jimmy Soni নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'The Founders: The Story of Paypal and the Entrepreneurs Who Shaped Silicon Valley'
➠ 9. প্রতিবছর 22 শে ফেব্রুয়ারি World Thinking Day পালিত হয়, এ বছরের থিম - Our World, Our Equal Future
➠ 10. সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অন কালচার (CABC) এর সদস্য হিসেবে সুধা রঘুনাথন কে নিযুক্ত করা হলো

23/02/2022
⎈ 1. গারুদা এরোস্পেস প্রাইভেট লিমিটেডের ইনিশিয়েটিভ 'কিষান ড্রোন যাত্রা' এর শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন 100 টি কিষান ড্রোনের শুভ সূচনা করা হলো 
⎈ 2. তনিষ্কা কোটিয়া এবং ঋদ্ধিকা কোটিয়া কে হরিয়ানার গুরুগ্রাম জেলায় 'বেটি বাঁচাও বেটি পড়াও' স্কিমের ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো 
⎈ 3. ফেরি পরিষেবার জন্য আসাম সরকার ভারতের প্রথম রাত্রি নেভিগেশন মোবাইল অ্যাপ লঞ্চ করলো 
⎈ 4. কনিষ্ঠতম ATP 500 চ্যাম্পিয়ন হলো 18 বছর বয়সী স্পেনের Carlos Alcaraz
⎈ 5. SEBI সম্প্রতি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট পলিসি অ্যাডভাইজারি কমিটি পুন:গঠন করলো, এটির চেয়ারম্যান হলেন ইনফোসিস সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি 
⎈ 6. অন্ধ্রপ্রদেশ শিল্পমন্ত্রী Mekapati Goutham Reddy সম্প্রতি প্রয়াত হলেন 
⎈ 7. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর পদে সঞ্জয় মালহোত্রা কে নিযুক্ত করা হতে চলেছে 
⎈ 8. গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করতে কেরালা স্টার্টআপ মিশন, গুগলের সাথে জোটবদ্ধ হলো 
⎈ 9. আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে এক সপ্তাহ ব্যাপী সায়েন্স এক্সিহিবিশন 'বিজ্ঞান সর্বত্র পূজ্যতে' এর আয়োজন করলো কেন্দ্রীয় সরকার 
⎈ 10. ভারতের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে R Praggnanandhaa বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন কে হারিয়ে ইতিহাস গড়লো

24/02/2022
★ 1. সংযুক্ত রাজ্যের ওয়েডিংটনে আয়োজিত বহুদেশীয় বায়ু অনুশীলন 'Excercise Cobra Warrior 22' এ ভারত অংশগ্রহণ করতে চলেছে 
★ 2. প্রতিবছর 24 শে ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সসাইজ দিবস পালিত হয় 
★ 3. India Ratings সংস্থা 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ পরিবর্তন করে 8.6% নির্ধারণ করলো
★ 4. রিলায়েন্সের জিও এর New Subsea Cable 'India-Asia-Xpress' মালদ্বীপ কে যুক্ত করতে চলেছে
★ 5. উত্তরাখণ্ডে কৃষকদের জন্য আইআইটি রুরকি 'KISAN' মোবাইল অ্যাপ লঞ্চ করলো 
★ 6. প্রখ্যাত বর্ষীয়ান মালয়ালাম অভিনেত্রী KPAC Lalitha 74 বছর বয়সে প্রয়াত হলেন 
★ 7. পাবলিক ডোমেনে রুরাল কানেক্টিভিটি GIS ডেটা প্রকাশ করলেন রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতীরাজ মন্ত্রী গিরিরাজ সিং 
★ 8. ভারত দেশের বাইরে সংযুক্ত আমীরশাহী তে প্রথম আইআইটি ব্রাঞ্চ গড়ে তুলতে চলেছে
★ 9. প্রিয়ম গান্ধী মোদী নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'A Nation To Protect'
★ 10. অফশোর উইন্ড প্রজেক্ট গড়ে তুলতে টাটা পাওয়ার এবং জার্মানির RWE রিনউএবেল GmbH জোটবদ্ধ হলো