দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 06/02/2022, 07/02/2022, 08/02/2022, 09/02/2022 ও 10/02/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 06/02/2022, 07/02/2022, 08/02/2022, 09/02/2022 ও 10/02/2022


****************************


06/02/2022
✿ 1. 92 বছর বয়সে সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মুঙ্গেশকর জি প্রয়াত হলেন, 1969 সালে তাঁকে পদ্মভূষণ, 1999 সালে পদ্মবিভূষণ এবং 2001 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয় 
✿ 2. ফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে এই নিয়ে পঞ্চমবার অনুর্দ্ধ - 19 ক্রিকেট বিশ্বকাপ জিতলো ভারত 
✿ 3. শ্রীলংকা কে সাহায্যের জন্য $ 500 মিলিয়ন ক্রেডিট লাইন বৃদ্ধি করলো Exim ব্যাংক 
✿ 4. ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (NCERT) এর নব নিযুক্ত ডিরেক্টর হলেন প্রফেসর দীনেশ প্রসাদ সাকলানি
✿ 5. গ্রামীন মহিলাদের শিল্প উদ্যোগী হওয়ার সাহায্য করতে কর্ণাটকের সাথে চুক্তি স্বাক্ষর করলো আমাজন ইন্ডিয়া 
✿ 6. বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠতে চলেছে রাজস্থানের জয়পুরে 
✿ 7. সোলার প্রজেক্ট গুলোকে অর্থ সাহায্য করতে টাটা পাওয়ারের সাথে মিলিত হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) 'Surya Shakti Cell' লঞ্চ করলো 
✿ 8. মহারাষ্ট্রের 'Majhi Vasundhara' ক্যাম্পেইন কে সমর্থন করতে UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) মহারাষ্ট্র সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করলো 
✿ 9. পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড (PNGRB) এর চেয়ারম্যান পদে প্রাক্তন অয়েল সেক্রেটারি তরুণ কাপুর কে নির্বাচিত করা হলো 
✿ 10. কাশ্মীরের স্কাইয়ার আরিফ খান একমাত্র ভারতীয় হিসেবে 2022 বেজিং শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছে

07/02/2022
➤ 1. প্রবীণতম খাদি ইনস্টিটিউশান মুম্বাই এর "Khadi Emporium" এর লাইসেন্স বাতিল করলো খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC)
➤ 2. আইআইটি-হায়দ্রাবাদ সম্প্রতি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চাকরির প্লাটফর্ম 'Swarajability' লঞ্চ করলো 
➤ 3. মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ নগর এর নাম নর্মদাপুরম, শিবপুরী এর নাম কুণ্ডেশ্বর ধাম এবং বাবাই এর নাম মাখন নগর পরিবর্তনের অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার 
➤ 4. পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি খোলা আকাশের নিচে শিক্ষা 'পাড়ায় শিক্ষালয়' নামক প্রকল্প লঞ্চ করলো 
➤ 5. 2028 গ্রীষ্মকালীন অলিম্পিকে নতুন তিনটি খেলা সার্ফিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিং এর মান্যতা দিলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)
➤ 6. হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দি সেমি এরিড ট্রপিক্স (ICRISAT) এর 50 তম বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
➤ 7. ব্যবহৃত গাড়ির ইন্সুরেন্স এর জন্য কোটাক মাহিন্দ্রা জেনারেল ইন্সুরেন্স সংস্থা CARS24 এর সাথে জোটবদ্ধ হলো 
➤ 8. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস-চ্যান্সেলর পদে শান্তিশ্রী পন্ডিত কে নিযুক্ত করা হলো
➤ 9. প্রাক্তন গ্রিস রাষ্ট্রপতি Christos Sartzetakis প্রয়াত হলেন 
➤ 10. লাইফ ইন্স্যুরেন্সের ডিজিটাল ডিস্ট্রিবিউশন এর জন্য Policybazaar এর সাথে জোটবদ্ধ হলো LIC

09/02/2022
❐ 1. ক্লিন এনার্জি টেকনোলজির উপর কেরালা সরকার Social Alpha's Energy Lab এর সাথে চুক্তি স্বাক্ষর করলো
❐ 2. সম্প্রতি জম্মু-কাশ্মীরে তিনদিন ব্যাপী Kanchoth উৎসব পালিত হলো 
❐ 3. বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন কে MediBuddy সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো 
❐ 4. 'মাইক্রোসফট ক্লাউড ফর রিটেইল' লঞ্চ করার জন্য Sonata সফ্টওয়্যার, মাইক্রোসফট এর সাথে জোটবদ্ধ হলো 
❐ 5. SAMRIDH ইনিশিয়েটিভ এর অধীনে নীতি আয়োগ, US Agency for International Development (USAID) এর সাথে জোটবদ্ধ হলো 
❐ 6. মহাভারত খ্যাত অভিনেতা প্রবীণ কুমার সোবতি সম্প্রতি প্রয়াত হলেন 
❐ 7. Pfizer India এর চেয়ারম্যান পদে ওয়ার্ল্ড ব্যাংক এর প্রাক্তন পরামর্শদাতা প্রদীপ শাহ কে নিযুক্ত করা হলো 
❐ 8. ফুটওয়ার ব্র্যান্ড বাটা ইন্ডিয়া লিমিটেড এর ব্র্যান্ড আম্বাসাডর পদে দিশা পাটানি কে নিযুক্ত করা হলো 
❐ 9. ভারতের সংস্কৃতি মন্ত্রক 'Reimaging Museums in India' এর উপর 2 দিন ব্যাপী অনলাইন গ্লোবাল সামিট এর আয়োজন করতে চলেছে
❐ 10. বিক্রম সরাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর পদে এস উন্নীকৃষ্ণান নায়ার কে নিযুক্ত করা হলো

10/02/2022
➪ 1. মধ্যপ্রদেশের খান্ডয়া জেলায় ভারতের প্রথম বায়োমাস ভিত্তিক হাইড্রোজেন প্লান্ট গড়ে উঠতে চলেছে 
➪ 2. প্রতিবছর 10 ই ফেব্রুয়ারি World Pulses Day পালন করা হয়, এবছরের থিম - Pulses to empower youth in achieving sustainable agrifood systems
➪ 3. মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস এর সেক্রেটারি পদে সঞ্জয় মালহোত্রা কে নিযুক্ত করা হলো 
➪ 4. শক্তি মন্ত্রী আর কে সিং টেকনোলজি চালিত সলিউশনের উপর হ্যাকাথন কম্পিটিশন 'Powerthon-2022' লঞ্চ করলেন 
➪ 5. Bloomberg Billionaires সূচী অনুযায়ী মুকেশ আম্বানি কে অতিক্রম করে এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন গৌতম আদানী 
➪ 6. সম্প্রতি ইনস্টাগ্রাম সমস্ত দেশে 'Take a Break' নামক ফিচার লঞ্চ করলো, এটি 'Break Zaroori Hai' নামক ক্যাম্পেইন থেকে ভারতে প্রমোট করা হবে
➪ 7. স্টাফ সিলেকশন কমিশনের (SSC) নতুন চেয়ারম্যান পদে এস কিশোর কে নিযুক্ত করা হলো 
➪ 8. 2022 বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডের ব্র্যান্ড আম্বাসাডর পদে বলিউড অভিনেতা অক্ষয় কুমার কে নিযুক্ত করা হলো
➪ 9. মানুষ পাচার রুখতে ইন্ডিয়ান রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) সম্প্রতি 'AAHT অপারেশন' লঞ্চ করলো 
➪ 10. ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড এ 'World's Longest Highway Tunnel above 10,000 Feet' এর তকমা পেলো হিমাচল প্রদেশের অটল টানেল