দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 25/02/2022, 26/02/2022, 27/02/2022 ও 28/02/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 25/02/2022, 26/02/2022, 27/02/2022 ও 28/02/2022
****************************
25/02/2022
❖ 1. ভারতীয় লেখক অনিরুধ সূরী নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'The Great Tech Game: Shaping Geopolitics and the Destinies of Nations'
❖ 2. কর্ণাটকের হাম্পি তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এবং কেন্দ্রীয় সরকার 2 দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স 'Devayatanam - An odyssey of India temple architecture' এর আয়োজন করলো, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি এই কনফারেন্সের উদ্বোধন করলেন
❖ 3. সংস্কৃতি এবং এক্সটার্নাল আফফায়ার্স প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখী 'বন্দে ভারতম' এর সিগনেচার টিউন প্রকাশ করলেন, এটি রচনা করেছেন Ricky Kej এবং বিক্রম ঘোষ
❖ 4. মহাত্মা গান্ধী NREGA এর জন্য Ombudsperson অ্যাপ লঞ্চ করলেন রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং
❖ 5. বিশাখাপত্তনমে ভারতীয় নৌ-বাহিনীর বহুপাক্ষিক অনুশীলন 'MILAN 2022' শুরু হলো
❖ 6. IDBI ব্যাংকের MD এবং CEO পদে রাকেশ শর্মা কে পুনরায় নিযুক্ত করা হলো
❖ 7. Dish TV India স্টার ক্রিকেটার রিষব পান্থ কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো
❖ 8. 'Sustainable Cities India program' এর উপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান আফফায়ার্স চুক্তি স্বাক্ষর করলো
❖ 9. বেঙ্গালুরুর Parachute Regiment Training Centre এর Four Parachute ব্যাটালিয়ন কে প্রেসিডেন্সিয়াল কালার সম্মান প্রদান করলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল এম এম নারাভানে
❖ 10. সাউথ এশিয়ান এথিলেটিক ফেডারেশন (SAAF) ক্রস-কান্ট্রি চ্যাম্পিয়নশিপ এবং 56 তম ন্যাশনাল ক্রস-কান্ট্রি এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নাগাল্যান্ডের কোহিমা তে অনুষ্ঠিত হতে চলেছে
26/02/2022
➢ 1. সিঙ্গাপুর ওয়েটলিফটিং ইন্টারন্যাশনাল এ ভারতীয় স্টার ভারোত্তোলক মিরাবাই চানু গোল্ড মেডেল জিতলেন
➢ 2. ওড়িশার প্রথম ট্রাইবাল মুখ্যমন্ত্রী হেমানন্দ বিসওয়াল সম্প্রতি প্রয়াত হলেন
➢ 3. NPCI এর সহযোগিতায় ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI) 'Union MSME RuPay Credit Card' লঞ্চ করলো
➢ 4. ইন্টারন্যাশনাল Intellectual Property সূচী 2022 অনুযায়ী ভারত 43 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
➢ 5. মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ তে MSME টেকনোলজি সেন্টার গড়ে উঠতে চলেছে, MSME মন্ত্রী নারায়ণ রানে এটির ঘোষণা করলেন
➢ 6. Brickworks Ratings সংস্থা 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 8.3% নির্ধারণ করলো
➢ 7. তৃতীয় ভারত-জাপান যৌথ অনুশীলন 'EX DHARMA GUARDIAN - 2022' কর্ণাটকের বেলাগাভী তে শুরু হলো
➢ 8. গ্লোবাল ব্যাঙ্কিং গ্রুপ স্ট্যান্ডার্ড চ্যাটার্ড, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) এর সাথে জোটবদ্ধ হয়ে ভারতের এয়ারলাইন ইন্ডাস্ট্রির জন্য পেমেন্ট প্লাটফর্ম লঞ্চ করলো
➢ 9. Indus Towers এ ভোডাফোনের 4.7% শেয়ার কিনে নিলো ভারতী এয়ারটেল
➢ 10. ডিজিটাল ইন্ডিয়া CEO অভিষেক সিং কে ন্যাশনাল ই-গভারন্যান্স ডিভিশন চিফ পদে নিযুক্ত করা হলো
27/02/2022
⦿ 1. সাইবার অ্যাটাক রুখতে IBM সংস্থা বেঙ্গালুরু তে নতুন সাইবার সিকিউরিটি হাব লঞ্চ করলো
⦿ 2. Moody's সংস্থা 2022 বর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 7% থেকে বাড়িয়ে 9.5% নির্ধারণ করলো
⦿ 3. চুক্তি অনুযায়ী US কোম্পানি Boeing ভারতকে 12 তম P-8I অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট সরবরাহ করলো
⦿ 4. হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL) Nitin Paranjpe কে নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করলো
⦿ 5. বিশাখাপত্তনমে ড্রেজিং মিউজিয়াম 'Nilarshan Sadan' এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সনোওয়াল
⦿ 6. প্রতিবছর 27 শে জানুয়ারি বিশ্ব NGO দিবস পালন করা হয়, এছাড়াও এই দিনটি জাতীয় প্রোটিন দিবস হিসেবে পালিত হয়, এবছরের থিম - Food Futurism
⦿ 7. ডিজিটাল মিশন বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরে 'Janbhagidari Empowerment' পোর্টাল লঞ্চ করলো
⦿ 8. ডিজিটাল পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার কে প্রমোট করতে মাস্টারকার্ড, SBI পেমেন্টস এর সাথেও জোটবদ্ধ হলো
⦿ 9. সঞ্জীব সান্যাল কে স্থায়ীভাবে 2 বছরের জন্য Economic Advisory Council to the Prime Minister (EAC-PM) পদে নিযুক্ত করা হলো
⦿ 10. ইন্টারন্যাশনাল রাবার স্টাডি গ্রুপের (IRSG) নতুন চেয়ারম্যান পদে কে এন রাঘবন কে নিযুক্ত করা হলো
28/02/2022
✍ 1. রাশিয়ার মস্কো তে অনুষ্ঠিত Wushu Stars চ্যাম্পিয়নশিপ 2022 এ ভারতের Sadia Tariq গোল্ড মেডেল জিতলেন
✍ 2. দ্বিতীয় LG কাপ আইস হকি চ্যাম্পিয়নশিপ 2022 জিতলো লাদাখ স্কাউট রেজিমেন্টাল সেন্টার
✍ 3. ভারতের প্রথম ইলেকট্রনিক বর্জ্য পদার্থ দিয়ে তৈরি ইকো পার্ক দিল্লিতে গড়ে ওঠার অনুমোদন দিলো দিল্লী মন্ত্রী পরিষদ
✍ 4. প্রতিবছর 28 শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়, এবছরের থিম - Integrated Approach in S&T for Sustainable Future
✍ 5. Cameron Norrie কে হারিয়ে স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল মেক্সিকান ওপেন 2022 জিতলেন
✍ 6. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডভিয়া বায়োমেডিক্যাল ইনোভেশন এবং এন্ত্রাপ্রিনিউরশিপের উপর ICMR/DHR পলিসি লঞ্চ করলেন
✍ 7. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সম্প্রতি 'ভাষা সার্টিফিকেট সেলফি' নামক ক্যাম্পেইন লঞ্চ করলো
✍ 8. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংকটের কারণে সংযুক্ত রাজ্যে আয়োজিত বহুদেশীয় বায়ু অনুশীলন 'Cobra Warrior 22' থেকে সরে দাঁড়ালো ভারতীয় বায়ু সেনা
✍ 9. প্রাক্তন ICICI ব্যাংকার Madhabi Puri Buch কে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর প্রথম মহিলা চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন অজয় ত্যাগী
✍ 10. যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার 'অপারেশন গঙ্গা' লঞ্চ করলো