রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ | Bankura District Health Department Recruitment 2023
রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ | Bankura District Health Department Recruitment 2023 হ্যালো বন্ধুরা, রাজ্যের জেলা ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। বিজ্ঞপ্তি নাম্বার ➼ 3387 পদের নাম ➼ Community Health Assistant মোট শূন্যপদ ➼ ০৪ টি (UR : ০২ টি, SC : ০১ টি, OBC : ০১ টি।) শিক্ষাগত যোগ্যতা ➼ ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স করা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ➼ প্রার্থীর বয়স নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ➼ ১...