ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ | Kolkata Indian Statistical Institute Recruitment 2023

 ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ | Kolkata Indian Statistical Institute Recruitment 2023


হ্যালো বন্ধুরা,

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রজেক্ট লিংক পার্সন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার ➣ PU/507/ADV/349

পদের নাম ➣ Project Linked Person (Linguistics)

মোট শূন্যপদ ➣ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা ➣ Linguistics/ Applied Linguistics অথবা Allied Disciplines with Sound Knowledge in Bengali Lexicon, Part-of-Speech, Semantics, WordNet and Lexicography ইত্যাদি বিষয়ে ভারতের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➣ ১লা জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➣ ২৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ➣ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু => ইতিমধ্যেই শুরু হয়ে গেছে

আবেদন প্রক্রিয়া শেষ => ৩১শে জুলাই ২০২৩

✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক


অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে 

অফিসিয়াল সাইট : এই লিঙ্কে


অফিসিয়াল সাইট : এই লিঙ্কে