WBPSC-এর মাধ্যমে কর্মী নিয়োগ | WBPSC Assistant Director of Agriculture Recruitment 2023

 WBPSC-এর মাধ্যমে কর্মী নিয়োগ | WBPSC Assistant Director of Agriculture Recruitment 2023


হ্যালো বন্ধুরা,

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।


এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।


বিজ্ঞপ্তি নাম্বার ➠ 05/2023


পদের নাম ➠ Assistant Director of Agriculture


মোট শূন্যপদ ➠ ১২২ টি।

UR : ৫২ টি।

SC : ২৫ টি।

ST : ৭ টি।

OBC : ২০ টি।

EWS : ১২ টি।

PwBD : ৬ টি।


শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে চার বছরের ডিগ্রী কোর্স সহ কৃষি বিভাগীয় বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে সাম্যক জ্ঞান থাকতে হবে।


আবেদনকারীর বয়সসীমা ➠ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে।


মাসিক বেতন ➠ ৫৬,১০০/- থেকে ১,৪৪,৩০০/- টাকা।


আবেদন পদ্ধতি ➠  ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদন ফি বা মূল্য

সাধারণ এবং ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ২১০ টাকা।

তপশিলি জাতিভুক্ত এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।


নিয়োগ পদ্ধতি ➠ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করানো হবে।


গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু => ২৫শে জুলাই ২০২৩

আবেদন প্রক্রিয়া শেষ => ১৭ই আগস্ট ২০২৩


✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।


গুরুত্বপূর্ণ লিংক ➠

অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে 

অফিসিয়াল ওয়েবসাইট : এই লিঙ্কে