WBCS/Rail/SSC পরীক্ষার জন্য পৃথিবীর বিখ্যাত প্রণালী/চ্যানেল এর অবস্থান এবং যোগসূত্রের তালিকা ******************** নাম অবস্থান যোগসূত্র 8 ডিগ্রী চ্যানেল ভারত মহাসাগর মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ 9 ডিগ্রী চ্যানেল আরব সাগর লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ 10 ডিগ্রী চ্যানেল ভারত মহাসাগর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইংলিশ চ্যানেল উত্তর সাগর লন্ডন ও ফ্রান্সের মধ্যে বাংলা চ্যানেল বঙ্গপ্রসাগর টেকনাফের শাহ ও সেন্ট মার্টিন আইল্যান্ডের মাঝে ( বাংলাদেশ ) বাব-এল-মান্দেব সৌদি আরব ও আফ্রিকা লোহিত সাগর ও আরবসাগর ডোভার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্স আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগর মালাক্কা মালয়েশিয়া এবং সুমাত্রা জাভা সাগর এবং বঙ্গপ্রসাগর পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা বঙ্গপ্রসাগর ও আরবসাগর বেরিং প্রণালী আলাস্কা ও এশিয়া আর্কটিক মহাসাগর ও বেরিংসাগর ফ্লোরিডা ফ্লোরিডা ও বাহামা দ্বীপপুঞ্জ আটলান্টিক ও মেক্সিকো উপসাগর জিব্রাল্টার প্রণালী স্পেন ও আফ্রিকার মরক্কো ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর ম্যাজেলান দক্ষিন আমেরিকা ও তিয়েরা দেশ ফুয়েগো দ্বীপপুঞ্জ দক্ষিন প্রশান্ত মহাসাগর ও দক্ষিন আটলান্টিক মহাসাগর হাডসন প্রণালী...