দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 31/03/2021

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 31/03/2021

********************



1. গ্লোবাল উইন্ড রিপোর্ট 2021 অনুযায়ী কোন সালকে Wind Industry এর জন্য সেরা বছর ঘোষণা করা হলো ?

Ans : 2020

☛ এই বছর 93 GW ক্যাপাসিটির ইউনিট স্থাপন করা হয়েছে 
☛ চীন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ইউনিট স্থাপন করা হয়েছে 


2. সম্প্রতি কোন সংস্থা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 প্রকাশ করলো ?

Ans : ওয়ার্ল্ড ব্যাংক 

☛ ওয়ার্ল্ড ব্যাংক HQ - ওয়াশিংটন 
☛ ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট - ডেভিড মালপাস


3. Asiamoney Best Bank আওয়ার্ড এ কোন ব্যাংক কে 'India's Best Bank for SMEs' সম্মান দেওয়া হলো ?

Ans : HDFC ব্যাংক 

☛ HDFC ব্যাংক HQ - মুম্বাই 
☛ MD & CEO - শশীধর জগদিশান


4. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন প্রাক্তন ডেপুটি গভর্নর প্রয়াত হলেন ?

Ans : KC Chakrabarty

☛ 2009 - 2014 পর্যন্ত তিনি ডেপুটি গভর্নর ছিলেন 
☛ RBI বর্তমান গভর্নর - শক্তিকান্ত দাস 


5. কোন কেন্দ্রীয় মন্ত্রী TB Mukt Bharat উদ্দেশ্যে 'Tribal TB Initiative' লঞ্চ করলেন ?

Ans : ড: হর্ষবর্ধন

☛ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষবর্ধন এটি লঞ্চ করলেন 
☛ এছাড়া জয়েন্ট একশন প্লানের গাইডেন্স নোট 'ALEKH' প্রকাশ করা হলো 


6. বঙ্গপ্রসাগরে ভারত এবং কোন দেশের মধ্যে নৌ-অনুশীলন PASSEX সম্পন্ন হলো ?

Ans : আমেরিকা যুক্তরাস্ট্র

☛ ভারতের পক্ষ থেকে Shivalik যুদ্ধ জাহাজ এটিতে অংশগ্রহণ করলো 
☛ নৌসেনা প্রধান - অ্যাডমিরাল করমবীর সিং 


7. প্রখ্যাত সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা Vinod Kapri এর একটি বই প্রকাশিত হতে চলেছে, যার নাম - 

Ans : 1232 km : A Long Journey Home

☛ HarperCollins India এটির প্রকাশনা করবে 
☛ পরিযায়ী শ্রমিকদের জীবনের উপর এই বইটি লেখা হয়েছে 


8. কোন রেঞ্জ অফিসার 'International Ranger Award' জিতলেন ?

Ans : মাহিন্দার গিরি 

☛ রাজাজি টাইগার রিজার্ভের এই রেঞ্জ অফিসার কে IUCN এর পক্ষ থেকে এই সম্মান দেওয়া হলো 
☛ IUCN HQ - গ্ল্যান্ড, সুইজারল্যান্ড


9. বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কোথায় 'Nature Safari' এর উদ্বোধন করলেন ?

Ans : নালন্দা তে

☛ 500 একর জমির উপর 19 কোটি টাকায় এটি তৈরি করা হয়েছে 
☛ বিহার রাজধানী - পাটনা
☛ রাজ্যপাল - ফাগু চৌহান


10. সপ্তম NATHEALTH বার্ষিক সম্মেলনে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্ভাষণ করলেন ?

Ans : হর্ষবর্ধন

☛ হেল্থ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন এটিতে অংশগ্রহণ করলেন 
☛ এই সামিটের থিম - Indian Health System Expansion in Post-COVID Era
















Daily One - Liner Current Affairs



☛ 1. গ্লোবাল উইন্ড রিপোর্ট 2021 অনুযায়ী 
2020 সালকে Wind Industry এর জন্য সেরা বছর ঘোষণা করা হলো

☛ 2. সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 প্রকাশ করলো

☛ 3. Asiamoney Best Bank আওয়ার্ড এ HDFC ব্যাংক কে 'India's Best Bank for SMEs' সম্মান দেওয়া হলো

☛ 4. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর KC Chakrabarty প্রয়াত হলেন 

☛ 5. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষবর্ধন TB Mukt Bharat উদ্দেশ্যে 'Tribal TB Initiative' লঞ্চ করলেন

☛ 6. বঙ্গপ্রসাগরে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে নৌ-অনুশীলন PASSEX সম্পন্ন হলো

☛ 7. প্রখ্যাত সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা Vinod Kapri এর একটি বই প্রকাশিত হতে চলেছে, যার নাম - '1232 km : A Long Journey Home'

☛ 8. রাজাজি টাইগার রিজার্ভের রেঞ্জ অফিসার মাহিন্দার গিরি 'International Ranger Award' জিতলেন

☛ 9. বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নালন্দা তে 'Nature Safari' এর উদ্বোধন করলেন

☛ 10. সপ্তম NATHEALTH বার্ষিক সম্মেলনের সম্ভাষণ করলেন হেল্থ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন