আগামী পরীক্ষার জন্য TOP 10 জিকে গাইড Part - 156

 

আগামী পরীক্ষার জন্য TOP 10 জিকে গাইড Part - 156


***********************

❖ 1. রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয়েছে তাকে কি হলে ? 
Ans : অন্ধবিন্দু 

❖ 2. রেটিনার কোন অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় ? 
Ans : পীতবিন্দু 

❖ 3. কর্নিয়া চোখের কি হিসেবে কাজ করে ? 
Ans : প্রতিসারক মাধ্যম 

❖ 4. চোখের কোন অংশ কোরয়েড কে রক্ষা করে ? 
Ans : স্ক্লেরা বা শ্বেতমন্ডল 

❖ 5. নিশাচর প্রাণীদের কোন কোশ বেশি থাকায় অন্ধকারেও দেখতে পায় ? 
Ans : রড কোশ

❖ 6. স্বাভাবিক ব্যক্তির চোখে রড কোশের সংখ্যা কত ? 
Ans : 11-12.5 কোটি 

❖ 7. স্বাভাবিক ব্যক্তির চোখে কোন কোশের সংখ্যা কত ? 
Ans : 63-68 লক্ষ 

❖ 8. তারারন্ধ্র বা পিউপিলের ব্যাস কত হয় ? 
Ans : 1-8 মিলিমিটার 

❖ 9. চোখের লেন্সটি কোন পেশির সাহায্যে আটকে থাকে ? 
Ans : সাসপেনসরি লিগামেন্ট 

❖ 10. অক্ষিগোলককে আদ্র রাখতে সাহায্য করে কোন গ্রন্থি ? 
Ans : অশ্রু গ্রন্থি