পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) IX - X, XI - XII এবং আপার প্রাইমারি নিয়োগের গেজেট প্রকাশিত হলো

 স্কুল সার্ভিস কমিশনের (SSC) IX - X, XI - XII  SLST পরীক্ষা এবং আপার প্রাইমারি নিয়োগের গেজেট প্রকাশিত হলো ! এখনই দেখে নাও

******************************















বাংলায় সারসংক্ষেপ ::

স্কুল সার্ভিস কমিশন এর নবম দশম, একাদশ দ্বাদশ এর নিয়োগের নতুন গেজেট প্রকাশিত হলো।  

🛑 লিখিত পরীক্ষা ৬০ নম্বর 

🛑 অ্যাকাডেমিক ১০ নম্বর 

🛑 ইন্টার্ভিউ ১০ নম্বর 

🛑 ডেমোনস্ট্রেশান ১০ নম্বর 

🛑 শিক্ষকতার অভিজ্ঞতা ১০ নম্বর 


মোট ১০০ নম্বর থাকছে ।

******************************


উচ্চ প্রাথমিক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) :

🛑 টেট ওয়েটেজ ৪০ নম্বর 

(ধরুন কেউ টেট পরীক্ষা তে ১৫০ এর মধ্যে ৯০ পেয়েছে।  সে এই ৪০ এর মধ্যে ২৪ পাবে।  টেট স্কোর ১০৫ পেলে এখানে সে ২৮
 পাবে।) 

🛑 আলাদা লিখিত পরীক্ষা ২৫ নম্বর

🛑 অ্যাকাডেমিক ১০ নম্বর

(স্নাতকে বা স্নাতকোত্তরে ৬০% পেলে এখানে পুরো ১০ পাওয়া যাবে) 


🛑 শিক্ষকতার অভিজ্ঞতা ৫ নম্বর 
(অন্তত পাঁচ বছর সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করলে এখানে পুরো পাঁচ নম্বর পাওয়া যাবে) 

🛑 ইন্টারভিউ ১৫ নম্বর 

🛑 ডেমনস্ট্রেশন ৫ নম্বর 


মোট ১০০ নম্বর