ভারতের বন জরিপ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ 2025

ভারতের বন জরিপ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ 2025 : হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে Job News App এ অনেক অনেক স্বাগত । আজ আরো একটি চাকরির তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি । ভারতের বন জরিপ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ 2025, অনেকগুলি শূন্যপদে নিয়োগের আবেদন চলছে । এ ব্যাপারে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো -



 ভারতের বন জরিপ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ 2025 

 Job News

Latest Job Recruitment


ভারতের বন জরিপ দপ্তরে কর্মী নিয়োগ 2025
তথ্য  বিস্তারিত 
নিয়োগকারী সংস্থা  ভাততের বন জরিপ দপ্তর
পদের নাম  বিভিন্ন, বিস্তারিত নিম্নে দেওয়া হলো
আবেদন পদ্ধতি   অফলাইন 
মোট শূন্যপদ   22 টি
আবেদন কি ভাবে করা যাবে  অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে পড়ে অফলাইনের মাধ্যমে ডকুমেন্ট সহ নিম্নের ঠিকানায় জমা করতে হবে
নির্বাচন পদ্ধতি  কেবল ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ তারিখ  আবেদন প্রক্রিয়া শেষ : 29/03/2025 (কিছু পদের ক্ষেত্রে 32/03/2025)
আবেদন মূল্য 0 /-
বয়স সীমা  সর্বনিম্ন বয়স সীমা - 35 বছর
সর্বোচ্চ বয়স সীমা - 56 বছর 
শিক্ষাগত যোগ্যতা  আবেদনকারীকে B.E/ B.Tech, MCA, M.Sc, ME/M.Tech ডিগ্রি করে থাকতে হবে
নিয়োগকারী বোর্ড  ভারতীয় বন জরিপ দপ্তর
অফিসিয়াল বিজ্ঞপ্তি  এই লিঙ্কে 
অফিসিয়াল সাইট এই লিঙ্কে
আবেদন ফর্ম এই লিঙ্কে
মাসিক বেতন  বিভিন্ন পদের জন্য বিভিন্ন


কোন কোন পদে নিয়োগ হচ্ছে ::
সিপারিন্টেন্ডেন্ট, টেকনিক্যাল এসোসিয়েট, সিনিয়র টেকনিক্যাল এসোসিয়েট, উচ্চ বিভাগীয় ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড I, সিনিয়র ড্রাফটসম্যান 

আবেদন জমা করার ঠিকানা ::
ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহ নিচের ঠিকানায় স্পিড পোস্ট বা নিজে গিয়ে জমা করতে হবে 
ঠিকানাটি হলো - জয়েন্ট ডিরেক্টর (FGD), ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, কৌলাগড় রোড, PO IPE, দেরাদুন - 248195