ভারতীয় স্টেট ব্যাংকে 1497 পদে কর্মী নিয়োগ
*********************
1497 টি পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ 2024 |
---|
তথ্য | বিস্তারিত |
---|---|
পদের নাম | স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার |
কর্মস্থল | সারা ভারত জুড়ে |
শিক্ষাগত যোগ্যতা | কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, IT, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech, M.Tech, MCA বা M.Sc ডিগ্রি থাকতে হবে (বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ আছে) |
বেতনক্রম | Rs. 48,480 - 93,960/- |
গুরুত্বপূর্ণ তারিখ | আবেদনের শুরু - 14/09/2024 আবেদন শেষ - 04/10/2024 |
মোট শূন্যপদ | 1497 টি |
আবেদনের বয়স সীমা | নূন্যতম - 21 বছর সর্বোচ্চ - 35 বছর |
নিয়োগ পদ্ধতি | অনলাইন পরীক্ষার মাধ্যমে |
আবেদন পদ্ধতি | অনলাইন, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখো |
আবেদন ফি | জেনারেল/EWS/OBC - 750 /- SC/ST - 0/- |
অনলাইনে আবেদন | এই লিঙ্কে |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | এই লিঙ্কে |
অফিসিয়াল ওয়েবসাইট | এই লিঙ্কে |