দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য (মে, 2024) (03/05/2024, 04/05/2024 এবং 05/05/2024)

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য (মে, 2024) (03/05/2024, 04/05/2024 এবং 05/05/2024)


*************

05/05/2024

■ 1. গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল (GSTAT) এর প্রেসিডেন্ট হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি Sanjaya Kumar Mishra কে নিযুক্ত করা হলো
■ 2. ক্রিটিক্যাল খনিজের উপর তথ্য আদান-প্রদান করতে মিনিস্ট্রি অফ মাইন্স এবং শক্তি সাস্টিনেবল এনার্জি ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর করলো
■ 3. 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধি বাড়িয়ে 6.6% নির্ধারন করলো OECD 
■ 4. চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে ফিরিয়ে আনার জন্য বিশ্বের প্রথম মিশন 'Chang'e-6' সফলভাবে লঞ্চ করলো চীন
■ 5. ডিজাইনার Bhavi Mehta 'The Book Beautiful' এর জন্য অক্সফোর্ড বুকস্টোর বুক কভার প্রাইজ 2024 জিতলেন
■ 6. ওড়িশা থেকে লং-রেঞ্জ SMART (Supersonic Missile-Assisted Release of Torpedo) সিস্টেমের সফল পরীক্ষণ করলো DRDO
■ 7. ভারতীয় দাবাড়ু Vaishali Rameshbabu কে গ্র্যান্ডমাস্টার খেতাব দিলো FIDE
■ 8. প্রাক্তন RBI গভর্নর D Subbarao নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Just A Mercenary?: Notes from My Life and Career'
■ 9. বিশ্ব জুড়ে KAVACH বাস্তবায়ন করতে RailTel এবং Quadrant Future Tek চুক্তি স্বাক্ষর করলো
■ 10. ভারতে ভাসমান সোলার এনার্জি টেকনোলজির বাস্তবায়ন ঘটাতে NHPC এবং নরওয়ের Ocean Sun চুক্তি স্বাক্ষর করলো


04/05/2024

★ 1. অডিটিং এ সহযোগিতা বাড়াতে ভারতের CAG এবং নেপালের অডিটর জেনারেল চুক্তি স্বাক্ষর করলো
★ 2. প্রতি বছর 4 ই মে International Day of Mine Awareness and Assistance in Mine Action পালিত হয়
3. 2024-25 বছরের জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.6% নির্ধারণ করলো OECD
★ 4. Pi এবং Phi ক্রেডিট কার্ড লঞ্চ করতে YES ব্যাংক এবং ANQ জোটবদ্ধ হলো
★ 5. ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট Purnima Devi Barman সম্প্রতি 'Green Oscar' হোয়াইটলি গোল্ড আওয়ার্ড 2024 পেলেন
★ 6. গুরুগ্রামে 1 মিলিয়ন বর্গফুটের ক্যাম্পাস উদ্বোধনের ঘোষণা করলো আমেরিকান এক্সপ্রেস
★ 7. HDFC লাইফ সম্প্রতি 'No Jhanjhat Life Insurance Fatafat' ক্যাম্পেইন লঞ্চ করলো
★ 8. ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি হিসেবে শশী ভূষণ সিংকে নিযুক্ত করা হলো
★ 9. HDFC ব্যাংকের পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে অতনু চক্রবর্তীকে পুনরায় নিযুক্ত করার মান্যতা দিলো RBI
★ 10. ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে 2024 এ ভারত 180 টি দেশের মধ্যে 159 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে নরওয়ে


03/05/2024

❖ 1. সোলার প্রজেক্টের জন্য $400 মিলিয়ন ফাইন্যান্স নিশ্চিত করলো আদানি গ্রীন এনার্জি
❖ 2. UPI এর মত ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম তৈরির জন্য ব্যাংক অফ নামিবিয়া এর সাথে জোটবদ্ধ হলো NPCI
❖ 3. BharatPe এর প্রাক্তন COO Dhruv Dhanraj Bahl সম্প্রতি Eternal Capital VC ফান্ড লঞ্চ করলেন
❖ 4. টি-20 বিশ্বকাপ 2024 এ USA এবং দক্ষিণ আফ্রিকার লীড স্পনসর হলো Amul
❖ 5. প্রতিবছর 3 রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালন করা হয়, এবছরের থিম - 'A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis'
❖ 6. অ্যান্টি-করাপশন নীতি লঙ্ঘনের জন্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার Devon Thomas কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করলো ICC
❖ 7. গুয়াহাটিতে 2025 BWF ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে ভারত
❖ 8. বিশিষ্ট রাজনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী V. Srinivas 76 বছর বয়সে প্রয়াত হলেন
❖ 9. Jeremiah Manele কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলো Solomon Islands
❖ 10. ডিপার্টমেন্ট অফ পার্সোনেল এন্ড ট্রেনিং (DPIIT) এর ডিরেক্টর হিসেবে প্রতিমা সিংকে নিযুক্ত করা হলো