রাজ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ | WB State Bank of India faculty Recruitment 2023
রাজ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ | WB State Bank of India faculty Recruitment 2023
হ্যালো বন্ধুরা,
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (CBI)-র তরফে WB State Bank of India faculty Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে ক্রেডিট ফিনান্সিয়াল এনালাইসিস পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➟ Credit Financial Analysis (ক্রেডিট ফিনান্সিয়াল এনালাইসিস)।
মোট শূন্যপদ ➟ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ➟ ভারত সরকার কতৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), মাস্টার্স অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (MBA),ফাইন্যান্স অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (PGDM) ডিগ্রী থাকতে হবে। আবেদনকারীদের কর্পোরেট ফিনান্স/ কর্পোরেট ক্রেডিট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ⋑ প্রার্থীর বয়স নূন্যতম ২৭ থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➟ ৬৩,৪৮০/- টাকা।
পদের নাম ➟ Faculty (Executive Education)
মোট শূন্যপদ ➟ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ➟ ভারত সরকার কতৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। এক্সিকিউটিভ এডুকেশন ডোমেনে শিক্ষাদানের অভিজ্ঞতা সহ এমবিএ এবং পিএইচডি ডিগ্রী প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীর বয়সসীমা ➟ প্রার্থীর বয়স নূন্যতম ২৮ থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➟ বার্ষিক ২৫ থেকে ৪০ লক্ষ টাকা।
আবেদন ফি বা মূল্য ➟
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০/- টাকা।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ১২৫/- টাকা।
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➟
আবেদন প্রক্রিয়া শুরু => ৮ই আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ => ২৯শে আগষ্ট ২০২৩
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➟
ক্রেডিট ফিনান্সিয়াল সার্ভিস : ডাউনলোড | আবেদন
ফ্যাকাল্টি এক্সিকিউটিভ এডুকেশন : ডাউনলোড | আবেদন