কেন্দ্রীয় সরকারের CAG দপ্তরে গ্ৰুপ-সি কর্মী নিয়োগ | Central Government CAG Group C Recruitment 2023
কেন্দ্রীয় সরকারের CAG দপ্তরে গ্ৰুপ-সি কর্মী নিয়োগ | Central Government CAG Group C Recruitment 2023
হ্যালো বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দপ্তরের অধীনস্থ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (CAG)-এর তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট 1773 শূন্যপদে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ✏ AB-14017/61/2008-Estt.(RR)
পদের নাম ✏ Administrative Assistant (Group- C)
মোট শূন্যপদ ✏ ১,৭৭৩ টি।
শিক্ষাগত যোগ্যতা ✏ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ সহ কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ✏ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন ✏ পে লেভেল ৭ অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ✏ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ✏ একটি মুখবন্ধ খামে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে সঠিক সময়ের মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ✏ Shri Nilesh Patil, Asstt. C &AG (N)-I, C/o the C&AG of India, 9, Deen Dayal Upadhyay Marg, New Delhi- 110124.
গুরুত্বপূর্ণ তারিখ ✏
আবেদন প্রক্রিয়া শুরু => ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ => ১৭ই সেপ্টেম্বর ২০২৩
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ✏
অফিসিয়াল নোটিফিকেশন :: এই লিঙ্কে
অফিসিয়াল ওয়েবসাইট :: এই লিঙ্কে