4451টি শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ 2023 | IBPS Recruitment 2023

 4451টি শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ 2023 | IBPS Recruitment 2023

হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি চাকরির তথ্য নিয়ে হাজির হয়েছি । 4451 টি শূন্যপদে বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে, রাজ্য সহ সারাদেশ জুড়ে এই নিয়োগ হবে । এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিম্নে দেওয়া হল - 

যেসমস্ত ব্যাংকে কর্মী নিয়োগ করানো হবে

  • Bank of Baroda (BOB)
  • Canara Bank (CNB)
  • Indian Overseas Bank (IOB)
  • UCO Bank (UCO)
  • Bank of India (BOI)
  • Central Bank of India (CBI)
  • Punjab National Bank (PNB)
  • Union Bank of India (UBI)
  • Bank of Maharashtra (BOM)
  • Indian Bank (INB)
  • Punjab and Sind Bank (PSB)

মোট শূন্যপদ ↬ Probationary Officers, Management Trainees - ৩,০৪৯ টি।

  • UR : ১২২৪ টি।
  • SC : ৪৬২ টি।
  • ST : ২৩৪ টি।
  • OBC : ৮২৯ টি।
  • EWS : ৩০০ টি।

Specialist Officer ↬ ১৪০২ টি।

  • UR : ৫৭৭ টি।
  • SC : ২০৮ টি।
  • ST : ১০১ টি।
  • OBC : ৩৭৭ টি।
  • EWS : ১৩৯ টি।

শিক্ষাগত যোগ্যতা ↬ ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগের বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ↬ ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি ↬ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি বা মূল্য

General, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা।

SC, ST এবং PwD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু : ১লা আগস্ট ২০২৩

আবেদন প্রক্রিয়া শেষ : ২১শে আগস্ট ২০২৩

✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।


গুরুত্বপূর্ণ লিংক


অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে  | এই লিঙ্কে

অনলাইনে আবেদন : এই লিঙ্কে

অফিসিয়াল ওয়েবসাইট : এই লিঙ্কে