পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ 2023 | মাধ্যমিক পাশে আবেদন চলছে
পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগ 2023 | মাধ্যমিক পাশে আবেদন চলছে
হ্যালো বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জেল পুলিশ নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে জেল পুলিশ / ওয়ার্ডার এবং মহিলা ওয়ার্ডার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➟ WBPRB/NOTICE – 2023/ 26 (Warder/Female Warder-23)
পদের নাম ➟ জেল পুলিশ (ওয়ার্ডার & মহিলা ওয়ার্ডার)
মোট শূন্যপদ ➟ ১৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➟ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন ➟ ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য ➟
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ২২০/- টাকা।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ২০/- টাকা।
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➟ লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ লিঙ্ক ::
অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে
অফিসিয়াল ওয়েবসাইট : এই লিঙ্কে