রাজ্যে LIC-তে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | LIC ADO Recruitment Notification 2023
১,০৪৯টি শূন্যপদে LIC অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | অনলাইনে আবেদন শুরু
হ্যালো বন্ধুরা,
ভারতীয় জীবন বীমা নিগমের তরফে LIC ADO Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ১০৪৯টি শূন্যপদে এপ্রেন্টিস ডেভেলাপমেন্ট অফিসার্স পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম : Apprentice Development Officer (এপ্রেন্টিস ডেভেলাপমেন্ট অফিসার্স)।
মোট শূন্যপদ : ১০৪৯ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা : প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
আবেদন ফি বা মূল্য : আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৮৫ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের লিখিত পরীক্ষা (Preliminary & Main Exam)-এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
পরিক্ষার তারিখ : ১২ই মার্চ ২০২৩ তারিখে Preliminary Exam এবং ৮ই এপ্রিল ২০২৩ তারিখে Mains Exam অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ তারিখ : এই পদের জন্য আবেদন শুরু 21/01/2023 এবং আবেদন শেষ 10/02/2023
অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে
আবেদন করো : এই লিঙ্কে