রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত | আবেদন সহ বিস্তারিত |
তোমাদের সবাই কে Job News - চাকরির খবর App এ অনেক অনেক স্বাগত, তোমাদের জন্য প্রতিনিয়ত ছোটো-বড় সব রকমের চাকরির তথ্য আমরা এই App এর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই , আজ তাই আরো একটি চাকরির তথ্য আমরা হাজির হয়েছি। বিভিন্ন যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত এবং সুবর্ণ সুযোগ এটি। তবে আর দেরি কিসের? আপনি যদি একজন চাকরি প্রার্থী এখানে থাকেন তবে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
নোটিশ নং : SHFWS/2022/271
পদের নাম : Community Health Officer (কমিউনিটি হেলথ অফিসার)।
মোট শূন্যপদ : ১১০০ টি। (Gen-৫৭২, SC-২৩১, ST-৬৬, OBC A-১১০, OBC B-৭৭, Others-৪৪)।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM/ B.Sc Nursing/ Post Basic B.Sc Nursing Course সহ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধন শংসাপত্র থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
আবেদনকারীর বয়সসীমা : প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : প্রতিমাসে ২০,০০০ টাকা + ৫,০০০ টাকা (incentive) দেওয়া হবে।
আবেদন ফি বা মূল্য : আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালোভাবে দেখে নিন।
নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের লিখিত পরীক্ষা (৮৫ নং) ও ইন্টারভিউ (১৫ নং) -এর ভিত্তিতে নিয়োগ করানো হবে।
নিয়োগ স্থান : রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে।
অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে
আবেদন করুন : এই লিঙ্কে
অফিসিয়াল ওয়েবসাইট : এই লিঙ্কে