মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি | Railway Recruitment 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

 তোমাদের সবাই কে Job News - চাকরির খবর App এ অনেক অনেক স্বাগত, তোমাদের জন্য প্রতিনিয়ত ছোটো-বড় সব রকমের চাকরির তথ্য আমরা এই App এর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই , আজ তাই আরো একটি চাকরির তথ্য আমরা হাজির হয়েছি। বিভিন্ন যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত এবং সুবর্ণ সুযোগ এটি। তবে আর দেরি কিসের? আপনি যদি একজন চাকরি প্রার্থী এখানে থাকেন তবে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।


রাজ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে South Eastern Railway Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে অ্যাক্ট এপ্রেন্টিসশীপ পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।


নোটিশ নং ☛ SER/ P-HQ/RRC/PERS/ ACT APPRENTICES/2022-23


পদের নাম ☛ Act Apprentice (অ্যাক্ট এপ্রেন্টিসশীপ)।


মোট শূন্যপদ ☛ ১৭৮৫ টি।


যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে

  • Fitter
  • Turner
  • Welder
  • Electrician
  • Mechanic
  • Machinist
  • Painter
  • Carpenter
  • Wireman
  • Winder
  • Lineman

শিক্ষাগত যোগ্যতা ☛ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।


আবেদনকারীর বয়সসীমা ☛ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।


আবেদন ফি বা মূল্য ☛ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।


আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদন কীভাবে করবেন ☛ প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালোভাবে দেখে নিন।


নিয়োগ পদ্ধতি ☛ মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থীদের ট্রেড টেস্ট ও মেডিকেল ফিটনেস্ট টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।


নিয়োগ স্থান ☛ খড়গপুর, সাঁতরাগাছি, চক্রধরপুর, রাঁচি, টাটা সহ বিভিন্ন জায়গায়।


গুরুত্বপূর্ণ তারিখ ☛ আবেদন প্রক্রিয়া শুরু 27/12/2022 এবং আবেদন প্রক্রিয়া শেষ 02/02/23


অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে 

অনলাইনে আবেদন : এই লিঙ্কে 

অফিসিয়াল ওয়েবসাইট : এই লিঙ্কে