দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 11/12/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 11/12/2022


*************************


➥ 1. হাউসিং প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য ভারত সরকার SWAMIH ফান্ডে 5000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে

➥ 2. Ashok Leyland শেনু আগারওয়াল কে ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো

➥ 3. ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (COO) পদে সুস্মিতা শুক্লা কে নিযুক্ত করা হলো

➥ 4. মীনেশ সি শাহ কে ন্যাশনাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ডের (NDDB) এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো

➥ 5. টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া (TTFI) এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে মেঘনা এহলাবাত কে নির্বাচিত করা হলো

➥ 6. স্পেস-টেক ইনোভেশন প্লাটফর্ম স্থাপনের জন্য ISRO এবং Social Alpha চুক্তি স্বাক্ষর করলো

➥ 7. দ্রুত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এশিয়ার প্রথম ড্রোন ডেলিভারি হাব লঞ্চ করলো মেঘালয় সরকার 

➥ 8. ফিনান্সিয়াল সিকিউরিটির উপরে ব্যাংক অফ বরোদা EAG Laureate আওয়ার্ড জিতলো

➥ 9. ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) এর চেয়ারম্যান হতে চলেছেন কে ভি শাজী

➥ 10. হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু, এর আগে এই পদে ছিলেন জয় রাম ঠাকুর