দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 26/11/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 26/11/2022
*************************
★ 1. ভারতের প্রথম স্টিকার ভিত্তিক ডেবিট কার্ড FIRSTAP লঞ্চ করলো IDFC First ব্যাংক
★ 2. ইউরোপ, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়াতে 2025-26 সালের মধ্যে বন্দে ভারত ট্রেন এক্সপোর্ট করতে চলেছে ভারতীয় রেলওয়ে
★ 3. 2023-25 সালের জন্য ইন্টারন্যাশনাল ইলেকট্রটেকনিক্যাল কমিশনের ভাইস-প্রেসিডেন্সি জিতলো ভারত
★ 4. প্রথম পুরুষ ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
★ 5. প্রতি বছর 26 শে নভেম্বর ভারতের শ্বেত বিপ্লবের জনক ড. ভার্গিস কুরিয়েনের জন্ম-বার্ষিকী উপলক্ষে জাতীয় দুগ্ধ দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটি ভারতের সংবিধান দিবস হিসেবে পালিত হয়
★ 6. দেশ জুড়ে 39 টি স্কুলকে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2021-22 সম্মানে সম্মানিত করা হলো
★ 7. টপ - 50 টাইমস হায়ার এডুকেশন এমপ্লয়েবিলিটি সূচীতে আইআইটি দিল্লী 28 তম স্থান অধিকার করলো
★ 8. অ্যাক্সিস ব্যাংক এবং ফ্লিপকার্ট 'ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক সুপার ইলাইট' ক্রেডিট কার্ড লঞ্চ করতে চলেছে
★ 9. বিজয় হাজারে ট্রফি তে তামিলনাড়ুর নারায়ন জগদিশান পুরুষ List A ক্রিকেটে 277 রান করে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ভাঙলো
★ 10. Deloitte India এর CEO-designate হিসেবে সিনিয়র কনসালট্যান্ট রোমাল শেট্টি কে মনোনীত করা হলো