দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/10/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/10/2022


*************************

☞ 1. ফিনটেক প্লাটফর্ম PhonePe ভারতে তাদের প্রথম গ্রীন ডেটা সেন্টার লঞ্চ করলো

☞ 2. ISRO এর Aditya-L1 মিশনের প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে ড. শংকরসুব্রামনিয়ান কে - কে নিযুক্ত করা হলো

☞ 3. 2023 ফিফা ওমেন'স ওয়ার্ল্ড কাপের ম্যাস্কট হলো ফুটবল-লাভিং পেঙ্গুইন 'Tazuni'

☞ 4. প্রতি বছর 21 শে অক্টোবর জাতীয় পুলিশ স্মৃতিরক্ষা দিবস পালিত হয়, এছাড়া গত 20 ই অক্টোবর International Chef's Day পালিত হলো

☞ 5. পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রী হারদ্বীপ সিং পুরী পাঞ্জাবে এশিয়ার বৃহত্তম কম্প্রেসড বায়ো গ্যাস প্লান্টের উদ্বোধন করলেন

☞ 6. রাজ্যের ডিজিটাল গ্রোথ এবং ডেভেলপমেন্ট কে প্রাধান্য দিতে আসাম সরকার গুগলের সাথে জোটবদ্ধ হলো

☞ 7. পরপর দ্বিতীয় মাসের জন্য Grivance Redressal Index এ শীর্ষস্থান অধিকার করলো UIDAI

☞ 8. 'travel now pay later' সুবিধা লঞ্চ করার জন্য CASHe এবং IRCTC জোটবদ্ধ হলো

☞ 9. ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে প্রদীপ খারোলা কে নিযুক্ত করা হলো

☞ 10. জুন, 2023 এ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO তাদের তৃতীয় চন্দ্র মিশন 'Chandrayaan - 3' লঞ্চ করতে চলেছে