মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

  নমস্কার বন্ধুরা নতুন একটি চাকরির খবরে তোমাদের অনেক অনেক স্বাগত | বিভিন্ন ধরনের চাকরির আপডেট সবার আগে আপানদের কাছে পৌঁছে দিতে আমরা তত্পর | আজ তাই আরো একটি চাকরির নিয়োগের তথ্য় নিয়ে আমরা হাজির হয়েছি - রাজ্যের হোক বা কেন্দ্রের ( Jobs Recruitment 2022 )  যেকোনো ছোটো বা বড় নিয়োগের বিস্তারিত তথ্য সবার আগে আমরা তুলে ধরি | এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ নথি সমস্ত কিছুর উল্লেখ করে দেওয়া হলো | আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যেকোনো নিয়োগের বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে তারপর আবেদন করতে, এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে দেখে নাও :    


*******************


কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ 2022 

তথ্য বিস্তারিত
পদের নাম
আইআইটি ট্রেড এপ্রেন্টিস ও টেকনিশিয়ান এপ্রেন্টিস    
কর্মস্থল কোচিন শিপইয়ার্ড 
গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শুরু : 12/10/2022
আবেদনের শেষ : 26/10/2022
আবেদন ফি  আবেদন ফি - ---
আবেদনের বয়স সীমা  কমপক্ষে 18 বছর বয়স হতে হবে  
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে এবং আইটিআই পাশ হতে হবে    
আবেদন পদ্ধতি অনলাইন, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখো
অফিসিয়াল নোটিফিকেশন  এই লিঙ্কে
অনলাইনে আবেদন এই লিঙ্কে
অফিসিয়াল সাইট  এই লিঙ্কে


মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত  



মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত | বয়স সীমা 

  • কমপক্ষে 18 বছর বয়স হতে হবে   

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত | নিয়োগের আবেদন মূল্য 

  • আবেদন মূল্য : ---

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত | নিয়োগের আবেদন গুরুত্বপূর্ণ তারিখ 

  • আবেদনের শুরু : 12/10/2022
  • আবেদন শেষ : 26/10/2022

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত | আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট

  • ❏ জন্মের প্রমানপত্র অর্থাত জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যার সাহায্যে বয়স নির্ণয় করা যায় |
  • ❏ স্থায়ী বাসিন্দার প্রমানপত্র বা নথিপত্র 
  • ❏ ভোটার কার্ড 
  • ❏ আধার কার্ড 
  • ❏ শিক্ষাগত যোগ্যতার প্রমান হিসেবে মার্কশিট ও এডমিট সাথে রাখতে হবে 
  • ❏ এছাড়া রাখতে হবে বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর  

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত | কিভাবে আবেদন করবে ?

এই নিয়োগের জন্য আবেদন করতে হলে মূলত অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে | এ ক্ষেত্রে পদ্ধতি গুলি ধাপে ধাপে নিচে দেওয়া হলো -

  • ❏ নিচে দেওয়া লিংক থেকে সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে নিতে হবে 
  • ❏ তারপর অনলাইনে আবেদনের সাইটে ভিজিট করতে হবে   
  • ❏ যে তথ্য গুলি হাতের কাছে রাখতে হবে সেগুলি হলো - নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, নিজের ঠিকানা, কাস্ট স্ট্যাটাস প্রভৃতি |
  • ❏ এর সাথে লাগবে আধার কার্ড ও ভোটার কার্ড নম্বর | এছাড়া অবশ্যই যেটি লাগবে সেটি হলো একটি বৈধ সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের বৈধ ইমেইল আইডি 
  • ❏ আবেদন ফর্ম টি অনলাইনে সাবমিট করার পর আবেদন ফর্ম টি প্রিন্ট করে রাখতে হবে 
  • ❏ বিশদ জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখো, আবেদনের শেষ তারিখ : 26/10/2022