রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে Group D পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | Darjeeling Group-D Clerk Recruitment 2022

 রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে Group D পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | Darjeeling Group-D Clerk Recruitment 2022


প্রিয় বন্ধুরা,
দার্জিলিং জেলার ডিএম অফিসের পক্ষ থেকে Darjeeling DM Office Recruitment 2022 Notification প্রকাশ করা হয়েছে। দার্জিলিং জেলার শিশু সুরক্ষা দপ্তরে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অডারর্লি পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য সম্পর্কে জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম :

■ Bench Clerk
■ Lower Division Clerk 
■ Orderly

মোট শূন্যপদ :

■ Bench Clerk - ০১ টি।
■ Lower Division Clerk - ০২ টি।
■ Orderly - ০৭ টি।

শিক্ষাগত যোগ্যতা :

■ Bench Clerk - পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
■ Lower Division Clerk - পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
■ Orderly - পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
■ আরও বিস্তারিত তথ্য জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।

মাসিক বেতন :

■ Bench Clerk - ১৩,৫০০/- টাকা।
■ Lower Division Clerk - ১৩,৫০০/- টাকা।
■ Orderly - ১২,০০০/- টাকা।

আবেদনকারীদের বয়সসীমা :

১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

নিয়োগ পদ্ধতি :

■ লিখিত পরীক্ষা।
■ কম্পিউটার টেস্ট।

আবেদন পদ্ধতি :

■ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
■ নীচের লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
■ নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
■ নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করতে হবে।
■ সঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় আবদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

The District Child Protection Officer, District Child Protection Unit, Office of the District Magistrate, Darjeeling, Kutchery Complex, Lebong Cart Road, Darjeeling-734101

আবেদন ফি বা মূল্য :

এই পদে আবেদনের জন্য কোনোরকম আবেদন মূল্য লাগবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস :

■ সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
■ বয়সের প্রমাণপত্র।
■ জাতিগত শংসাপত্র।
■ স্থায়ী বাসিন্দার শংসাপত্র।
■ কম্পিউটার সার্টিফিকেট।
■ পাসপোর্ট সাইজ ছবি।
■ অন্যান্য নথিপত্র।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু২১শে সেপ্টেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ২১শে অক্টোবর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক সমূহ :

অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন