পশ্চিমবঙ্গে কৃষি ভবনে কৃষি সেচ প্রকল্পে নিয়োগ 2022 শুরু | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

 নমস্কার বন্ধুরা নতুন একটি চাকরির খবরে তোমাদের অনেক অনেক স্বাগত | বিভিন্ন ধরনের চাকরির আপডেট সবার আগে আপানদের কাছে পৌঁছে দিতে আমরা তত্পর | আজ তাই আরো একটি চাকরির নিয়োগের তথ্য় নিয়ে আমরা হাজির হয়েছি - পশ্চিমবঙ্গে কৃষি ভবনে কৃষি সেচ প্রকল্পে নিয়োগ 2022 শুরু (West Bengal Govt Jobs Recruitment 2022) | এই নিয়োগের সবথেকে ভালো দিক হলো একাধিক পদের জন্য এই নিয়োগ করা হবে  | এখনকার দিনে নিয়োগ খুবই কম হয় তাও আবার সরকারী তাই এই সুবর্ণ সুযোগ টি পেতে আর দেরী না করে  এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য ভালো করে দেখে নাও - 



নিয়োগকারী সংস্থা : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কৃষি ভবনে কৃষি সেচ প্রকল্পে নিয়োগ 2022 করা হবে | বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে |

পদের নাম : পশ্চিমবঙ্গে কৃষি ভবনে কৃষি সেচ প্রকল্পে নিয়োগ 2022 (WB Govt Jobs 2022) বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে | এই পদ গুলি হলো হিসাবরক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর এবং বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ | 

শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গে কৃষি ভবনে কৃষি সেচ প্রকল্পে নিয়োগ 2022 (WB Govt Jobs 2022) এর ক্ষেত্রে বিভিন্ন পদের জন্য যোগ্যতা ভিন্ন হতে হবে | ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে গ্রাজুয়েট পাশ হতে হবে এবং সঙ্গে কম্পিউটার এপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে |

হিসাবরক্ষক পদের ক্ষেত্রে কমার্স বিভাগে গ্রাজুয়েট পাশ হতে হবে এবং সাথে অ্যাকাউট্যান্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে |

বিষয়ভিত্তিক স্পেশ্যালিস্ট পদের ক্ষেত্রে কৃষি / উদ্যানবিদ্যা / পশুপালন / বনপালন বিদ্যায় গ্রাজুয়েশন ডিগ্রী পাশ হতে হবে 

আবেদনকারীর বয়সসীমা : এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর নূন্যতম বয়সের কোনো সীমা বেঁধে দেওয়া নেই | সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত  যোগ্য আবেদন কারীরা এই পদের জন্য আবেদন করতে পারবে |

আবেদন পদ্ধতি : এই নিয়োগের জন্য আবেদন করতে হলে মূলত অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে | এ ক্ষেত্রে পদ্ধতি গুলি ধাপে ধাপে নিচে দেওয়া হলো -

১) নিচে দেওয়া লিংক থেকে সবার প্রথমে নিয়োগের আবেদন ফর্ম (Application Form) টি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে | অবশ্যই সেটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে 

২) এরপর নিজের সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে ভরে ফেলতে হবে এই আবেদন ফর্ম টি 

৩) যে তথ্য গুলি হাতের কাছে রাখতে হবে সেগুলি হলো - নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, নিজের ঠিকানা, কাস্ট স্ট্যাটাস প্রভৃতি |

৪) এর সাথে লাগবে আধার কার্ড ও ভোটার কার্ড নম্বর | এছাড়া অবশ্যই যেটি লাগবে সেটি হলো একটি বৈধ সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের বৈধ ইমেইল আইডি 

৫) আবেদন ফর্মের সাথে নিজের যাবতীয় তথ্য় জেরক্স করে স্ব-প্রত্যয়িত করার পর যুক্ত করে দিতে হবে | 

৬) সবশেষে আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় নথি একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নিচে উল্লেখিত ঠিকানায় পৌঁছে দিতে হবে |


প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট : রাজ্যের এই সরকারী চাকরি নিয়োগ (West Bengal Govt Job Recruitment 2022) এ আবেদন করতে হলে নিচের প্রয়োজনীয় নথি গুলি অবশ্যই থাকতে হবে :

১) জন্মের প্রমানপত্র অর্থাত জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যার সাহায্যে বয়স নির্ণয় করা যায় |

২) স্থায়ী বাসিন্দার প্রমানপত্র বা নথিপত্র 

৩) ভোটার কার্ড 

৪) আধার কার্ড 

৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান হিসেবে মার্কশিট ও এডমিট সাথে রাখতে হবে 


নিয়োগ পদ্ধতি : পশ্চিমবঙ্গে কৃষি ভবনে কৃষি সেচ প্রকল্পে নিয়োগ 2022 (WB Govt Jobs 2022) এর কর্মী নিয়োগ করা হবে নিম্নে উল্লেখিত ধাপের মাধ্যমে :

১) প্রথমে আবেদন জমা যা পড়বে তার উপর প্রাথীদের একটি সাধারণ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে | 

২) এই ধাপে সফল ভাবে উত্তীর্ণ হওয়ার পর কম্পিউটার টেস্টের জন্য ডেকে নেওয়া হবে |

৩) এরপর পার্সোনালিটি টেস্ট ও সক্ষমতার টেস্ট সহ অল্প কিছু প্রশ্নের মাধ্যমে প্রার্থীদের যাচাই করে নেওয়া হবে |

৪) সবশেষে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা অনুযায়ী নিয়োগ করা হবে | 


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ : উপরিউক্ত আবেদনের শেষ  তারিখ হলো 18/08/2022 উক্ত তারিখের মধ্যেই আবেদনকারীকে আবেদন পাঠাতে হবে | বিশদ জানতে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে | বিজ্ঞপ্তিতে কোন ঠিকানায় আবেদনপত্র টি পাঠাতে হবে তার উল্লেখ করা হয়েছে যেটি বিশেষ ভাবে নোট করে রাখতে হবে | 

মাসিক বেতন বিস্তারিত : পশ্চিমবঙ্গে কৃষি ভবনে কৃষি সেচ প্রকল্পে নিয়োগ 2022 এর বেতন বিভিন্ন পদের জন্য বিভিন্ন | হিসাবরক্ষক পদের ক্ষেত্রে বেতন 10,000 /-, ডাটা এন্ট্রি ,অপারেটর পদের ক্ষেত্রে বেতন 7,500 /- এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ পদের ক্ষেত্রে গড় বেতন 25,000 /- | পরে ধাপে ধাপে এই বেতন বৃদ্ধি পাবে | 

আবেদন পাঠানোর ঠিকানা : 

The Project Manager, WCDC, Paschim Bardhaman & Deputy Director of Agriculture, Soil & Water Management, Burdwan, Krishi Bhavan, 4th Floor, DSF Campus, Kalna Road, Purba Bardhaman, WB, PIN - 713101 |  একটি খামের উপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা বড় হাতে লিখে খামে সব কিছু ভরে পোস্টের মাধ্যমে আবেদন পাঠাতে হবে | 

আবেদন ফর্ম সহ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো - 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম   এই লিঙ্কে 
অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কে