দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 10/08/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 10/08/2022


*************************


☞ 1. টেনিস জগৎ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন টেনিস লিজেন্ড সেরেনা উইলিয়ামস 

☞ 2. গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেট আম্পিয়ার Rudi Koertzen 

☞ 3. প্রতিবছর 10 ই আগস্ট বিশ্ব সিংহ দিবস পালিত হলো, এছাড়াও এই দিনটিতে ওয়ার্ল্ড বায়োফুয়েল দিবস পালিত হলো 

☞ 4. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর জুলাই 2022 হলেন শ্রীলংকার Prabath Jayasuriya (পুরুষ) এবং ইংল্যান্ডের Emma Lamb (মহিলা)

☞ 5. ভারতীয় সেনাবাহিনী এবং ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া (DFI) মিলিতভাবে 'Him Drone-a-thon' প্রোগ্রাম লঞ্চ করলো
 
☞ 6. Defence Expo এর 12 তম সংস্করণ গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করলো মিনিস্ট্রি অফ ডিফেন্স, এই সংস্করণের থিম - 'Path to Pride' 

☞ 7. মরণোত্তর কর্ণাটক রত্ন সম্মান পেলেন কানাড়া অভিনেতা পুনিত রাজকুমার 

☞ 8. ভারতের 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুগল 'India Ki Udaan' প্রজেক্ট লঞ্চ করলো

☞ 9. উচ্চ শিক্ষার ক্ষেত্রে 100% ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP) বাস্তবায়িত করার কথা ঘোষণা করলেন গোয়া মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

☞ 10. 2026 চেস অলিম্পিয়াড উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে