দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 06/08/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 06/08/2022
*************************
➲ 1. কমনওয়েলথ গেমস 2022 এ ভারতের দীপক পুনিয়া 86 কেজি কুস্তি ইভেন্টে সোনা জিতলেন, এছাড়া 65 কেজি কুস্তি ইভেন্টে সোনা জিতলেন বজরং পুনিয়া, এছাড়া মহিলা কুস্তিতে সোনা জিতলেন সাক্ষী মালিক
➲ 2. আগামী 12 ই সেপ্টেম্বর নতুন দিল্লীতে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন ওয়ার্ল্ড ডেয়ারি সামিট অনুষ্ঠিত হতে চলেছে
➲ 3. অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের দায়িত্ব নিতে চলেছেন রঞ্জিত রথ
➲ 4. উদ্যোগকতা মূলক স্কিল গড়ে তুলতে NIESBUD (National Institute for Entrepreneurship and Small Business Development) এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড চুক্তি স্বাক্ষর করলো
➲ 5. স্মার্ট পলিসিং এ জোটবদ্ধ ভাবে কাজ করার জন্য গোয়া পুলিশ এবং ব্লকচেন নেটওয়ার্ক 5ire চুক্তি স্বাক্ষর করলো
➲ 6. বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট মধ্যপ্রদেশের Khandwa তে গড়ে উঠতে চলেছে
➲ 7. প্রতি বছর 6 ই আগস্ট (এ বছর এটি 77 তম) হিরোশিমা দিবস পালিত হয়
➲ 8. সুইডেন এবং ফিনল্যান্ড কে NATO তে যুক্ত হওয়ার মান্যতা দিলো US সেনেট
➲ 9. EWS স্টুডেন্টদের জন্য Cheerag স্কিম লঞ্চ করলো হরিয়ানা সরকার
➲ 10. Prime Minister's Office (PMO) এর ডিরেক্টর পদে আইএফএস অফিসার শ্বেতা সিং কে নিযুক্ত করা হলো