দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 05/08/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 05/08/2022
*************************
◑ 1. ডেলিভারি পদ্ধতিকে গতি প্রদান করতে আমাজন ইন্ডিয়া এবং ভারতীয় রেলওয়ে চুক্তি স্বাক্ষর করলো
◑ 2. ইমারজেন্সি পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এবং বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করলো
◑ 3. ফিনটেক প্লাটফর্ম BharatPe নলীন নেগী কে নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) পদে নিযুক্ত করলো
◑ 4. গবেষণায় সহযোগিতার জন্য আইআইটি কানপুর এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) চুক্তি স্বাক্ষর করলো
◑ 5. বিহারের Langet Singh কলেজ এস্ট্রনমি ল্যাব UNESCO হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হলো
◑ 6. প্রাক্তন অস্ট্রেলিয়ান বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন Johnny Famechon প্রয়াত হলেন
◑ 7. কমনওয়েলথ গেমস 2022 এ লং জাম্পে সিলভার মেডেল জিতলেন মুরালি শ্রীশঙ্কর, এছাড়া পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং এ সোনা জিতলেন সুধীর, এছাড়া ভারতের তুলিকা মান জুডো ইভেন্টে সিলভার মেডেল জিতলো
◑ 8. দেশীয় পদ্ধতিতে তৈরি লেজার-গাইডেড অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (ATGM) এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো DRDO এবং ভারতীয় সেনাবাহিনী
◑ 9. ভারতের 15 তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনী প্রকাশিত হতে চলেছে যেটির শিরোনাম 'Madam President: A Biography of Draupadi Murmu', এটি লিখেছেন সাংবাদিক সন্দীপ সাহু
◑ 10. দক্ষিণ কোরিয়া তাদের প্রথম চন্দ্র অভিযান (Korea Pathfinder Lunar Orbiter) লঞ্চ করলো, এই মিশনটি NASA এবং কোরিয়া এরোস্পেস রিসার্চ ইনস্টিটিউট এর যৌথ সাহায্যে তৈরি হয়েছে