দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 03/08/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 03/08/2022
*************************
◉ 1. কমনওয়েলথ গেমস 2022 এ Lawn Bowl ইভেন্টে ভারতীয় দল গোল্ড মেডেল জিতলো, এছাড়া টেবিল টেনিসে ভারতীয় দল সোনা জিতলেন
◉ 2. কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি দিল্লীতে হার ঘর ত্রিরঙ্গা বাইক র্যালির আয়োজন করলেন
◉ 3. Stephen Barker নতুন একটি বই লিখলেন 'Lion of the Skies: Hardit Singh Malik, the Royal Air Force and the First World War'
◉ 4. নতুন দিল্লিতে চতুর্থ ONGC প্যারা গেমস 2022 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরী
◉ 5. MSME দের লোন বৃদ্ধির জন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) SVC ব্যাঙ্কের সাথে চুক্তি স্বাক্ষর করলো
◉ 6. ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) এর ডিরেক্টর জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন ড: সুজয় লাল থাওসেন
◉ 7. হাওয়াই তে জয়েন্ট ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স অনুশীলনে অংশগ্রহণ করতে চলেছে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া
◉ 8. বিশ্ব ব্যাঙ্ক Auguste Tano Kouamé কে ভারতের Country Director হিসেবে নিযুক্ত করলো
◉ 9. প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB) এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন সত্যেন্দ্র প্রকাশ
◉ 10. সাইবার সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার সহ অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মালদ্বীপের মধ্যে মোট 6 টি চুক্তি স্বাক্ষরিত হলো