প্রতিক্ষার অবসান, রেলওয়ে গ্রুপ D পরীক্ষার তারিখ প্রকাশিত হলো
হ্যালো বন্ধুরা, তোমাদের সবাই কে Job News App এ অনেক অনেক স্বাগত | তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ D নিয়োগের নতুন একটি তথ্য় নিয়ে আজ আমরা হাজির হয়েছি | তোমরা যারা রেলওয়ে গ্রুপ D পরীক্ষার জন্য বিগত কয়েক বছর ধরে অপেক্ষা করছ তাদের জন্য রয়েছে একটি সুখবর | রেলওয়ে বোর্ড সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে যার মধ্যে উল্লেখ রয়েছে যে কবে থেকে গ্রুপ D এক্সাম হতে পারে | এব্যাপারে অফিসিয়াল নোটিশ টি এখুনি দেখে নাও :-
আগামী 17 ই আগস্ট থেকে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষিত রেলওয়ে গ্রুপ D পরীক্ষা | এ ব্যাপারে বিশদ তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট টি ফলো করো : এই লিঙ্কে