দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 26/05/2022, 27/05/2022, 28/05/2022, 29/05/2022 ও 30/05/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 26/05/2022, 27/05/2022, 28/05/2022, 29/05/2022 ও 30/05/2022


****************************


26/05/2022
🌈 1. জেনেভা তে অনুষ্ঠিত 75 তম ওয়ার্ল্ড হেল্থ এসেম্বলি এর সম্ভাষণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডভিয়া 
🌈 2. মহিলা T20 চ্যালেঞ্জের অফিসিয়াল পার্টনারের জন্য ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI এবং NFT চুক্তি স্বাক্ষর করলো 
🌈 3. TIME প্রকাশিত 100 most influential people 2022 এর TITANS ক্যাটাগরি তে জায়গা পেলো ভারতের গৌতম আদানি 
🌈 4. কাস্টমার সার্ভিস স্ট্যান্ডার্ড পরীক্ষণের জন্য RBI ছয় সদস্যের গ্রুপ গঠন করলো, এটির পরিচালনা করবেন প্রাক্তন RBI ডেপুটি গভর্নর বি পি কানুনগো 
🌈 5. রাজ্যের গ্রামাঞ্চলে হেল্থ কেয়ার পৌঁছে দিতে ড্রোন পরিষেবা চালু করতে চলেছে উত্তরাখন্ড 
🌈 6. JSW One Platforms এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে গৌরব সাচদেব কে নিযুক্ত করা হলো 
🌈 7. রাজ্য স্তরে Shirui Lily উৎসব 2022 এর চতুর্থ সংস্করণ মনিপুরে শুরু হলো 
🌈 8. বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল পদে Dr Tedros Ghebreyesus কে পুনরায় নিযুক্ত করা হলো 
🌈 9. 75 তম ওয়ার্ল্ড হেল্থ এসেম্বলি তে Committee B এর চেয়ারপার্সন পদে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ কে নিযুক্ত করা হলো 
🌈 10. VASVIK ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আওয়ার্ড 2020 জিতলো A Gopalakrishnan

27/05/2022
❖ 1. সম্প্রতি ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে আয়োজিত 'Bongosagar' নামক দ্বিপাক্ষিক অনুশীলন সম্পন্ন হলো 
❖ 2. প্রথমবার আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অফ ফিমেল লেজিসলেটর এর উদ্বোধন করতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 
❖ 3. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ট্রাভেল এন্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইনডেক্স 2021 এ ভারত 54 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে জাপান 
❖ 4. ডিজিটাল ইন্ডিয়া BHASHINI ব্রেনস্টর্মিং সিজন হোস্ট করলো MeitY, এই সিজনে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর
❖ 5. রাস্কিন বন্ড নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Listen to Your Heart: The London Adventure'
❖ 6. ভারতের প্রথম অলিম্পিক ভ্যালুস এডুকেশন (Olympic Values Education) ওড়িশা তে লঞ্চ করা হলো
❖ 7. প্রথম মেট্রো শহর হিসেবে কলকাতা বায়োডাইভার্সিটি রেজিস্টার পেতে চলেছে
❖ 8. NIT তিরুচিরাপল্লী তে Param Porul নামক সুপার কম্পিউটার এর উদ্বোধন করা হলো 
❖ 9. ডিজিটাল পেমেন্টস এর উপর গুরুত্বারোপ করতে ফিনটেক স্টার্টআপ Mahagram এবং IndusInd ব্যাংক জোটবদ্ধ হলো 
❖ 10. 40 তম PRAGATI Interaction এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

28/05/2022
⬕ 1. HDFC সিকিউরিটিজ রোবো-অ্যাডভাইজারি প্লাটফর্ম 'HDFC Money' লঞ্চ করলো 
⬕ 2. জার্মানি তে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2022 এ ভারত 33 টি মেডেল (সোনা - 13, সিলভার - 15 ও ব্রোঞ্জ - 5 টি) জিতলো
⬕ 3. তৃতীয় গ্লোবাল অর্গানিক এক্সপো 2022 নতুন দিল্লী তে শুরু হতে চলেছে, এটির থিম - Profitability for Humanity
⬕ 4. জম্মুর ভাদেরওয়া তে দেশের প্রথম 'ল্যাভেন্ডার উৎসব' এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং 
⬕ 5. টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত Lovlina Borgohain কে IBA's Athletes' Committee এর সভাপতি পদে নির্বাচিত করা হলো 
⬕ 6. গুরুগ্রামের ICD Garhi Harsaru তে প্রজেক্ট 'NIGAH' লঞ্চ করলো দিল্লী কাস্টমস 
⬕ 7. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কমিটি (Technical Barriers on Trade) -র সভাপতি পদে ভারতীয় অফিসার আনোয়ার হুসেন শেখ কে নিযুক্ত করা হলো 
⬕ 8. ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের (IOA) প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন নারিন্দর বাত্রা
⬕ 9. 2 দিন ব্যাপী আয়োজিত ভারতের বৃহত্তম ড্রোন উৎসব 'ভারত ড্রোন মহোৎসব 2022' এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
⬕ 10. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্টার-স্টেট কাউন্সিল পুনঃস্থাপিত করা হলো, এটির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

29/05/2022
✒ 1. SBI রিপোর্ট অনুযায়ী 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি 8.2 - 8.5% হতে চলেছে 
✒ 2. সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অন আর্কিওলজি (CABA) কে পুনরায় স্থাপন করতে চলেছে ভারত সরকার 
✒ 3. সিনেমায় অসামান্য অবদানের জন্য ফ্রেঞ্চ রিভিয়েরা ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ আওয়ার্ড জিতলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী 
✒ 4. পোস্টাল ডিপার্টমেন্ট এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB) হিমাচল প্রদেশের সিমলায় 'AAROHAN 4.0' শুরু করলো 
✒ 5. তুর্কির ইস্তানবুলে অনুষ্ঠিত 2022 IBA ওমেন'স বক্সিং চ্যাম্পিয়নশিপ 7 টি মেডেল সহ তুর্কি প্রথম স্থান অধিকার করলো, 3 টি (সোনা - 1 ও ব্রোঞ্জ - 2) মেডেল সহ চতুর্থ স্থানে ভারত
✒ 6. ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর হলেন 26 বছর বয়সী অভিলাশা বরাক
✒ 7. ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রী এবং আমেরিকান অনুবাদন Daisy Rockwell 'Tomb of Sand' বইটির জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজ জিতলো 
✒ 8. 75 তম Cannes ফিল্ম ফেস্টিভ্যালে 'Triangle of Sadness' Palme d'Or সম্মান জিতলো
✒ 9. চীন কে সরিয়ে 2021-22 বর্ষে ভারতের বৃহত্তম ট্রেডিং পার্টনার হলো মার্কিন যুক্তরাষ্ট্র 
✒ 10. প্রতিবছর 29 শে মে International Day of UN Peacekeepers দিবস পালিত হয়, এবছরের থিম - People Peace Progress: The Power of Partnerships


30/05/2022
◒ 1. ফাইনালে রাজস্থান রয়্যালস কে হারিয়ে IPL 2022 (15 তম সংস্করণ) ট্রফি জিতলো গুজরাট টাইটান্স, পার্পেল ক্যাপ বিজেতা - ইজুভেন্দ্রা চাহেল, অরেঞ্জ কাপ বিজেতা - জস বাটলার 
◒ 2. ফাইনালে Velocity কে হারিয়ে মহিলাদের টি-20 চ্যালেঞ্জ 2022 ট্রফি জিতলো Supernovas
◒ 3. মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 17 তম সংস্করণ মুম্বাইয়ের নেহরু সেন্টারে শুরু হলো 
◒ 4. জম্মু-কাশ্মীরের কাঠুয়া তে উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করলেন জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 
◒ 5. Cannes ফিল্ম ফেস্টিভ্যালে শৌনক সেনের ডকুমেন্টরি 'All That Breathes' L'OEil d'Or আওয়ার্ড জিতলো 
◒ 6. বিচারক প্রদীপ কুমার মোহান্তি কে লোকপাল চেয়ারপার্সন এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো, এর আগে এই পদে ছিলেন পিনাকী চন্দ্র ঘোষ
◒ 7. Fortune প্রকাশিত উচ্চ-বেতনের CEO 500 লিস্টে সবথেকে ধনী CEO হিসেবে প্রথম স্থান পেলেন SpaceX CEO ইলন মাস্ক
◒ 8. বিখ্যাত পাঞ্জাবি গায়ক Sidhu Moose আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হলেন 
◒ 9. BOB ফিনান্সিয়াল এবং HPCL মিলিত ভাবে কো-ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস RuPay ক্রেডিট কার্ড শুরু করলো 
◒ 10. ফাইনালে লিভারপুল কে হারিয়ে UEFA চ্যাম্পিয়ন্স লীগ 2022 খেতাব জিতলো রিয়াল মাদ্রিদ, এটি তাদের 14 তম খেতাব

31/05/2022
❑ 1. ভারতের BSF এবং বাংলাদেশের BGB এর মধ্যে বাংলাদেশে বর্ডার কো-অর্ডিনেশন কনফারেন্স সম্পন্ন হলো 
❑ 2. দক্ষিণ কাশ্মীরের রেডিও জকি উমার নিসার কে Immunisation চ্যাম্পিয়ন আওয়ার্ড এবং '01 Best Content Award' প্রদান করলো UNICEF
❑ 3. প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কে আরো পাঁচ বছর অর্থাৎ 2026 অর্থবর্ষ পর্যন্ত বাড়ানো হলো
❑ 4. Forbes প্রকাশিত Forbes 30 Under 30 এশিয়া লিস্টে ভারত থেকে 61 জন (সবচেয়ে বেশি) ব্যক্তিত্ব স্থান পেলেন 
❑ 5. প্রতিবছর 31 শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস (World No Tobacco Day) পালিত হয়, এবছরের থিম - Threat to our environment
❑ 6. ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা শ্রী সঞ্জিত নারওয়েকার কে Dr V. Shantaram Lifetime এচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো 
❑ 7. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে সম্প্রতি বিহারে ভারতের বৃহত্তম স্বর্ণ খনির সন্ধান পাওয়া গেল, যার মধ্যে সোনা মজুত আছে প্রায় 222.88 মিলিয়ন টন 
❑ 8. খুব শীঘ্রই বিভিন্ন ধরণের স্কিম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্লাটফর্ম 'Jan Samarth' নামক ক্রেডিট-লিঙ্কড পোর্টাল লঞ্চ করতে চলেছে ভারত সরকার 
❑ 9. আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের জন্য অনলাইন পাবলিক ড্যাশবোর্ড লঞ্চ করলো ন্যাশনাল হেল্থ অর্থরিটি (NHA)
❑ 10. ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশনের ফেজ II এর অধীনে আইআইটি গান্ধীনগরে Param Ananta নামক সুপার কম্পিউটারটি বসানো হলো