দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/05/2022, 22/05/2022, 23/05/2022, 24/05/2022 ও 25/05/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/05/2022, 22/05/2022, 23/05/2022, 24/05/2022 ও 25/05/2022


****************************


21/05/2022
➥ 1. প্রতিবছর 21 শে মে আন্তর্জাতিক চা দিবস পালিত হয়, এছাড়া এই দিনটি সন্ত্রাস বিরোধী দিবস (Anti-Terrorism Day) হিসেবেও পালিত হয়, এছাড়া গত 20 ই মে World Metrology Day পালিত হলো, এবছরের থিম - Metrology in the Digital Era
➥ 2. 2022 অর্থবর্ষে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমান $ 83 57 bn অর্থের রেকর্ড মাত্রা ছাড়ালো 
➥ 3. রাজস্থানের সুভাষ ওলা আমাজন সম্ভব এন্ত্রাপ্রিনিউরশিপ চ্যালেঞ্জ এর প্রথম পুরস্কার জিতলো এবং তার এন্টারপ্রাইজ Genius Energy 'স্টার্ট আপ অফ দি ইয়ার আওয়ার্ড' জিতলো
➥ 4. ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি (NatGeo) মাউন্ট এভারেস্টে বিশ্বের উচ্চতম ওয়েদার স্টেশন ইনস্টল করলো 
➥ 5. 2022 বর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% নির্ধারণ করলো সম্মিলিত জাতীপুঞ্জ (UN)
➥ 6. UPI পেমেন্টের জন্য RBL ব্যাংক এবং আমাজন পে চুক্তি স্বাক্ষর করলো 
➥ 7. ভারতের GIFT (Gujarat International Finance Tec-City) শহরে প্রথম রিজিওনাল অফিস খুললো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
➥ 8. Plumbex ইন্ডিয়া এক্সহিবিশনে Bharat Tap প্রজেক্টের ঘোষণা করলেন হাউসিং-আরবান অ্যাফেয়ার্স মন্ত্রী হারদ্বীপ সিং পুরী 
➥ 9. Piramal Group চেয়ারম্যান অজয় পিরামল 'কমান্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার' সম্মান পেলেন 
➥ 10. 2021 Summer Deaflympics এ ভারত 17 টি মেডেল (সোনা - 8, সিলভার - 1, ব্রোঞ্জ - 8) জিতে ট্যুরনামেন্টে নবম স্থান অধিকার করলো, এই ইভেন্টের মোটো ছিল - 'Sports comes from the our hearts'

22/05/2022
🎯 1. ওয়েলথ ম্যানেজমেন্ট প্লাটফর্ম Wealthdesk কে $75 মিলিয়ন অর্থে কিনে নিতে চলেছে PhonePe
🎯 2. S&P গ্লোবাল রেটিংস 2022-23 বর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি কমিয়ে 7.3% নির্ধারণ করলো 
🎯 3. ব্যাটারি চালিত ডুয়াল মোড লোকোমোটিভ 'Navdoot' তৈরি করলো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে 
🎯 4. Apple কে সরিয়ে বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানি হিসেবে জায়গা করে নিলো Saudi Aramco
🎯 5. স্বাধীন ইউক্রেনের প্রথম রাষ্ট্রপতি Leonid Kravchuk সম্প্রতি প্রয়াত হলেন 
🎯 6. উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু নতুন একটি বই প্রকাশ করলেন যেটির শিরোনাম 'Modi@20 Dreams Meet Delivery'
🎯 7. কৃষিক্ষেত্রে ইনোভেশন প্রমোট করার জন্য সেন্টার ফর সেলুলার এন্ড মলিকিউলার প্লাটফর্মস (C-CAMP) এবং সেন্টার ফর ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (CFTRI) চুক্তিস্বাক্ষর করলো 
🎯 8. বিজয় শেখর শর্মা কে আরো 5 বছরের জন্য MD ও CEO পদে বহাল রাখলো Paytm 
🎯 9. যক্ষা শনাক্তকরণের জন্য 'made in India' নামক স্কিন টেস্ট লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডভিয়া
🎯 10. মহিলা চালিত এন্টারপ্রাইজ কে উৎসাহ দিতে গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GEM) এবং Self-Employed Women's Association (SEWA) চুক্তি স্বাক্ষর করলো

23/05/2022
✦ 1. বায়োটেক গবেষনাকারীদের জন্য 'BioRRAP' পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং 
✦ 2. নর্থ ইস্ট রিসার্চ কনক্লেভ 2022 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 
✦ 3. ভারতীয় গ্রান্ড মাস্টার 16 বছর বয়সী R Praggnanandhaa দ্বিতীয় বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন কে পরাজিত করলো 
✦ 4. রেডবুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন স্প্যানিশ গ্রান্ড প্রিক্স 2022 খেতাব জিতলেন 
✦ 5. পেটিএম জেনারেল ইন্সুরেন্স লিমিটেড নামক জয়েন্ট ভেঞ্চার জেনারেল ইন্সুরেন্স কোম্পানির ঘোষণা করলো Paytm
✦ 6. CII EXCON কমিটেড লিডার আওয়ার্ড জিতলেন অঞ্জলি পান্ডে 
✦ 7. ফাইনালে কর্ণাটক কে হারিয়ে 12 তম হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন'স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলো ওড়িশা
✦ 8. সুইজারল্যান্ডের ডাভসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক মিটিং এ ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রীয় কমার্স এবং ইন্ডাস্ট্রি মন্ত্রী পীযুষ গোয়েল 
✦ 9. অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Anthony Albanese
✦ 10. ইনফোসিস এর ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে সলিল পারেখ কে পুনরায় নিযুক্ত করা হলো


24/05/2022
☞ 1. UEFA Europa ফুটবল লীগ খেতাব জিতলো জার্মান ক্লাব Eintracht Frankfurt
☞ 2. আইফিএস অফিসার বিবেক কুমার কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত করা হলো 
☞ 3. ভারত-বাংলাদেশের নেভি কো-অর্ডিনেটেড প্যাট্রোল (CORPAT) এর চতুর্থ সংস্করণ উত্তর বঙ্গোপসাগরে সম্পন্ন হলো
☞ 4. East Timor এর নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Jose Ramos-Horta 
☞ 5. দেশীয় পদ্ধতিতে ভারতের প্রথম হাইপারলুপ সিস্টেম তৈরির জন্য ভারতীয় রেলওয়ে এবং আইআইটি মাদ্রাস জোটবদ্ধ হলো 
☞ 6. Aston Villa কে হারিয়ে 2021-22 প্রিমিয়ার লীগ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতলো ম্যাঞ্চেস্টার সিটি 
☞ 7. বিনয় কুমার সাক্সেনা কে দিল্লির নতুন লিউটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত করা হলো 
☞ 8. ভারতের ASHA (Accredited Social Health Activists) কর্মীদের কে WHO DG's গ্লোবাল হেল্থ লিডার্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো
☞ 9. ফার্টিলাইজার সেক্টরে পরস্পরের সহযোগীতা বৃদ্ধির জন্য ভারত ও জর্ডন চুক্তি স্বাক্ষর করলো 
☞ 10. নতুন দিল্লিতে ওয়ারগেম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলার জন্য আর্মি ট্রেনিং কম্যান্ড এবং রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি চুক্তি স্বাক্ষর করলো

25/05/2022
❂ 1. Rolls-Royce ইন্ডিয়া প্রেসিডেন্ট কিশোর জয়রামন অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার সম্মান পেলেন 
❂ 2. 7 ম BRICS কালচার মিনিস্টার্স মিটিং এ ভারতের কালচার এক্সটার্নাল আফফায়ার্স প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি অংশগ্রহন করলেন 
❂ 3. নবীকরণযোগ্য এনার্জি প্রোডাক্টের জন্য উত্তরাখন্ড সরকার এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) চুক্তি স্বাক্ষর করলো 
❂ 4. বর্ষীয়ান কমিউনিস্ট নেতা শিবাজী পট্টনায়েক প্রয়াত হলেন 
❂ 5. প্রতিবছর 25 ই মে বিশ্ব থাইরয়েড সচেতনতা দিবস পালন করা হয়, এছাড়া মে মাসের 22 থেকে 28 তারিখ পর্যন্ত থাইরয়েড সচেতনতা সপ্তাহ পালন করা হয়,যেটির থিম - 'It's not you. It's your thyroid'
❂ 6. ওয়ার্ল্ড এয়ার পাওয়ার ইনডেক্স 2022 অনুযায়ী ভারতীয় বায়ু সেনা তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র
❂ 7. Yono প্লাটফর্মে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট এর ঘোষণা করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)
❂ 8. এনার্জি সম্পর্কিত পাবলিক গ্রিভান্সেস মেটাতে উত্তরপ্রদেশ সরকার 'Sambhav' পোর্টাল লঞ্চ করলো 
❂ 9. ঝাড়খন্ড কে হারিয়ে হরিয়ানা হকি ইন্ডিয়া সাব-জুনিয়র ওমেন'স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতলো
❂ 10. ভারত সম্প্রতি ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি (IPEF) এ যোগদান করলো