দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 16/05/2022, 17/05/2022, 18/05/2022, 19/05/2022 ও 20/05/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 16/05/2022, 17/05/2022, 18/05/2022, 19/05/2022 ও 20/05/2022


****************************


16/05/2022
✿ 1. 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া কে হারিয়ে থমাস কাপ 2022 জিতলো ভারত 
✿ 2. গগনযান মিশন 2023 এর জন্য S2000 হিউম্যান-রেটেড রকেট বুস্টারের সফল পরীক্ষণ করলো ISRO 
✿ 3. প্রতিবছর 16 ই মে International Day of Light পালিত হয়, এছাড়াও এই দিনটি কে International Day of Living Together in Peace, এছাড়া গত 15 ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হলো, এবছরের থিম - 'Families and Urbanization'
✿ 4. প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার Andrew Symonds সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন 
✿ 5. ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন Centralised Right of Way এর জন্য 'GatiShakti Sanchar' পোর্টাল লঞ্চ করলো 
✿ 6. ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মানিক সাহা, এর আগে এই পদে ছিলেন বিপ্লব কুমার দেব 
✿ 7. কেনিয়ান নার্স Anna Qabale Duba কে বিশ্বের শ্রেষ্ঠ নার্স সম্মানে সম্মানিত করা হলো 
✿ 8. Dineout নামক রেস্টুরেন্টে রিজার্ভেশন প্লাটফর্ম কে কিনে নিলো Swiggy 
✿ 9. Combating Desertification এর উপর UN কনভেনশনের COP15 সেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব 
✿ 10. 'Images of Covid toll' এর জন্য এই দিয়ে দ্বিতীয়বার পুলিতজার সম্মান পেলেন চিত্র সাংবাদিক Danish Siddiqui (মরণোত্তর)

17/05/2022
⛋ 1. চীন কে হারিয়ে উবের কাপ 2022 জিতলো দক্ষিণ কোরিয়া 
⛋ 2. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রাজীব রঞ্জন ও শ্রীকান্ত পট্টনায়েক কে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো 
⛋ 3. হায়দ্রাবাদে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি প্রাঙ্গনে ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবরেটরি (NCFL) লঞ্চ করলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 
⛋ 4. প্রতিবছর 17 ই মে বিশ্ব হাইপারটেনশন দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি দিবস হিসেবে পালিত হয় 
⛋ 5. Forbes প্রকাশিত গ্লোবাল পাবলিক কোম্পানি 2022 তালিকায় শীর্ষস্থান পেলো Berkshire Hathaway, ভারতীয় কোম্পানি গুলির মধ্যে ONGC 228 তম স্থান পেয়েছে
⛋ 6. আইএএস অফিসার Vivek Kumar Dewangen কে REC Ltd এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো 
⛋ 7. 30 বছরের ইতিহাসে ফ্রান্সের প্রথমবার মহিলা রাষ্ট্রপতি হলেন Elisabeth Borne 
⛋ 8. Top Artist ক্যাটাগরি তে Billboard মিউজিক আওয়ার্ড 2022 জিতলেন Drake
⛋ 9. জার্মানি তে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ মহিলাদের 50 মিটার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন Sift Kaur Samra
⛋ 10. সোমালিয়ার নতুন রাষ্ট্রপতি পদে হাসান শেখ কে নির্বাচিত করা হলো

18/05/2022
✍ 1. প্রতিবছর 18 ই মে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়, এবছরের থিম - 'The Power of Museums' 
✍ 2. 220 কোটি টাকা বাজেটে তৈরি দেশের প্রথম 5G testbed এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
✍ 3. জার্মানি কে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম ভেহিকেল মার্কেট এর স্থান পেলো ভারত
✍ 4. অম্বুজা সিমেন্ট এবং ACC কে $ 10.5 bn অর্থের বিনিময়ে কিনে নিতে চলেছে আদানি গ্রুপ 
✍ 5. ক্যামেরুনের সক্রিয় কর্মী Cecile Ndjabet 2022 Wangari Maathai ফরেস্ট চ্যাম্পিয়ন্স আওয়ার্ড জিতলেন 
✍ 6. US এর ন্যাশনাল একাডেমী অফ সায়েন্সেস এ ড: কমল বাওয়া কে নির্বাচিত করা হলো 
✍ 7. চেক প্রজতন্ত্রে অবস্থিত বিশ্বের বৃহত্তম সাসপেনশন ব্রিজ Sky Bridge 721 ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হলো 
✍ 8. গ্রাম উন্নতি বোর্ডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা কে নিযুক্ত করা হলো 
✍ 9. রয়াল এনফিল্ডের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে বি গোবিন্দরাজন কে নিযুক্ত করলো Eicher Motors
✍ 10. Larsen & Toubro এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে এস এন সুব্রাহ্মনিয়ান কে নিযুক্ত করা হলো

19/05/2022
■ 1. ন্যাশনাল স্টার্টআপ অ্যাডভাইজারি কাউন্সিলের চতুর্থ মিটিংয়ের সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় কমার্স-ইন্ডাস্ট্রি মন্ত্রী পীযুষ গোয়েল 
■ 2. দিল্লীর লিউটেন্যান্ট গভর্নর অনিল বাইজল রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন 
■ 3. বিখ্যাত লেখক প্রীতি শেনয় তার নতুন উপন্যাস প্রকাশ করতে চলেছেন যেটির শিরোনাম 'A Place Called Home' 
■ 4. ভারতী এয়ারটেল গোপাল ভিত্তল কে আরো 5 বছরের জন্য সংস্থার MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত করলো
■ 5. BSE লিমিটেড RBI এর প্রাক্তন ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রা কে বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান পদে নিযুক্ত করলো 
■ 6. লাদাখের লে তে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি সেন্টারের (NIELIT) উদ্বোধন করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
■ 7. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশীয় ভাবে তৈরী যুদ্ধ জাহাজ INS সূরাট, INS উদয়গিরি লঞ্চ করলেন 
■ 8. রাজস্থানের রামগড় ভিষধারী কে ভারতের 52 তম ব্যাঘ্র সংরক্ষণের তকমা দেওয়া হলো 
■ 9. প্রথম বিদেশী হিসেবে ব্রিটিশ পর্বতারোহী Kenton Cool ষোলো বার এভারেস্ট জয় করলেন 
■ 10. পুরুষ একক বিভাগে ইতালিয়ান ওপেন 2022 খেতাব জিতলেন সার্বিয়ার নোভাক জোকোভিচ (সার্বিয়া), মহিলা একক বিভাগে এই খেতাব জিতলেন Iga Swiatek (পোল্যান্ড)

20/05/2022
✪ 1. জনগণের বিভিন্ন অভিযোগ মেটাতে পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মান 'Lok Milni' নামক স্কিম লঞ্চ করলেন 
✪ 2. ইস্তানবুলে অনুষ্ঠিত ওমেন'স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ গোল্ড মেডেল জিতলেন Nikhat Zareen
✪ 3. বোর্ড অফ গভর্নরস অফ NDB এর সপ্তম বার্ষিক মিটিংয়ের সভাপতিত্ব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবছরের থিম - 'NDB: Optimising Development Impact'
✪ 4. গুজরাটের SRESTHA-G (Systems Reform Endeavors for Transformed Health Achievement in Gujarat) প্রজেক্টের জন্য $ 350 মিলিয়ন অর্থের অনুমোদন দিলো বিশ্ব ব্যাংক
✪ 5. রাজ্যের নিজস্ব OTT প্লাটফর্ম লঞ্চ করতে চলেছে কেরল সরকার, এটির নাম - CSPACE
✪ 6. IndiGo এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Pieter Elbers কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন রনজয় দত্ত
✪ 7. দেশের প্রথম ডেন্টাল হেল্থ ইন্সুরেন্স প্লান লঞ্চ করলো PNB MetLife
✪ 8. বিখ্যাত লেখক Wesley Morgan তাঁর লেখা বই 'The Hardest Place' এর জন্য William E. Colby আওয়ার্ড 2022 জিতলেন 
✪ 9. প্রতিবছর 20 ই মে World Bee Day পালিত হয়, এবছরের থিম - 'Bee Engaged: Celebrating the diversity of bees and beekeeping systems', এছাড়াও এই তারিখটি তে National Endangered Species Day পালিত হয়, এবছরের থিম - 'Recovering key species for ecosystem restoration'
✪ 10. কেন্দ্রীয় সরকার কটন কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরির ঘোষণা করলো, এটির সভাপতি হবেন সুরেশ ভাই কোটাক