দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 11/05/2022, 12/05/2022, 13/05/2022, 14/05/2022 ও 15/05/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 11/05/2022, 12/05/2022, 13/05/2022, 14/05/2022 ও 15/05/2022
****************************
11/05/2022
★ 1. পদ্মবিভূষণ সম্মান প্রাপ্ত সন্তুর বাদক পন্ডিত শিবকুমার শর্মা প্রয়াত হলেন
★ 2. 24 তম Deaflympics এ অভিনব দেশওয়াল পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে গোল্ড মেডেল জিতলেন
★ 3. দিল্লী সরকার 'Mukhyamantri Muft Sewer Connection Yojana' চালু করতে চলেছে
★ 4. পাবলিক সার্ভিস ক্যাটাগরি তে The Washington Post পুলিতজার প্রাইজ 2022 জিতলো
★ 5. ভারতীয় গ্রান্ড মাস্টার ডি গুকেশ Sunway Formentera ওপেন চেস ট্যুরনামেন্টে 2022 জিতলো
★ 6. রাজ্য বাসীদের শনাক্তকরণের জন্য কেরালা সরকার 'Shaili App' লঞ্চ করতে চলেছে
★ 7. কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের জন্য 'Dhakad' নামক ম্যাস্কট, অফিসিয়াল লোগো ও জার্সি লঞ্চ করলেন
★ 8. মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান Ladli Laxmi Scheme 2.0 লঞ্চ করলেন
★ 9. প্রতিবছর 11 ই মে জাতীয় টেকনোলজি দিবস পালিত হয়,এবছরের থিম - 'Integrated Approach in Science and technology for sustainable future'
★ 10. হংকং এর পরবর্তী চিফ এক্সিকিউটিভ পদে John Lee Ka-Chiu কে নির্বাচিত করা হলো, এর আগে এই পদে ছিলেন Carrie Lam
12/05/2022
❏ 1. প্রাক্তন আইপিএস অফিসার প্রকাশ সিং নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'The Struggle for Police Reforms in India'
❏ 2. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) Environmental, Social and Governance (ESG) এর উপর বিশেষ একটি উপদেষ্টা কমিটি গঠন করলো, এটির সভাপতিত্ব করবেন Navneet Munot
❏ 3. বিশ্বের দীর্ঘতম কাঁচের তলা বিশিষ্ট ব্রিজ ভিয়েতনামে স্থাপন করা হলো, এটির নাম Bach Long pedestrian ব্রিজ
❏ 4. আরাবিয়ান ট্রাভেল মার্কেট 'Dubai 2022' এ ভারতীয় পর্যটন মন্ত্রক অংশগ্রহণ করলো
❏ 5. মিনিস্ট্রি অফ MSME দেশের প্রথম খাদি সেন্টার অফ এক্সেলেন্স দিল্লিতে লঞ্চ করলো
❏ 6. লোকসভা স্পিকার ওম বিড়লা একধরণের লিটারারি ইনিশিয়েটিভ 'Kalam Website' লঞ্চ করলেন
❏ 7. ক্ষুদ্র ও ভাগচাষীদের সাহায্যার্থে ইনোভেটিভ টেকনোলজির উপর গুরুত্ব আরোপ করতে নীতি আয়োগ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জোটবদ্ধ হলো
❏ 8. গ্রীন স্যাটেলাইট প্রপালশন এর সফল পরীক্ষণ করলো বেঙ্গালুরুর Bellatrix Aerospace
❏ 9. প্রতিবছর 12 ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়, এবছরের থিম - 'Nurses: A Voice to Lead - Invest in Nursing and respect rights to secure global health', এছাড়াও এই দিনটি International Day of Plant Health হিসেবেও পালিত হয়
❏ 10. মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাঁর নিরলস সাহিত্য চর্চার জন্য বিশেষ বাংলা অ্যাকাডেমী আওয়ার্ড এ সম্মানিত করা হলো, তাঁর লেখা বইটির নাম 'কবিতা বিতান'
13/05/2022
⧨ 1. দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol
⧨ 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন অথরিটিজ 2022 - 24 এর সভাপতি পদে ভারত কে নির্বাচিত করা হলো
⧨ 3. বিশ্বের প্রবীণতম দাবা গ্রান্ডমাস্টার Yuri Averbakh প্রয়াত হলেন, এছাড়াও প্রয়াত হলেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন্ডিত সুখ রাম
⧨ 4. প্রথম এশিয়ান দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া NATO সাইবার ডিফেন্স গ্রুপে যুক্ত হলো
⧨ 5. বায়োগ্যাস চালিত দেশের প্রথম ইলেকট্রিক ভেহিকেল (EV) চার্জিং স্টেশন মুম্বাই তে লঞ্চ করা হলো
⧨ 6. 12 তম IBA ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ তুর্কির ইস্তানবুলে শুরু হলো
⧨ 7. ভারতীয় স্থাপত্য শিল্পী বি ভি দোশী কে রয়াল গোল্ড মেডেল 2022 সম্মানে সম্মানিত করা হলো
⧨ 8. পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমার কে নিযুক্ত করা হলো
⧨ 9. এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) ও ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে Campbell Wilson কে নিযুক্ত করা হলো
⧨ 10. প্রথম ভারতীয় হিসেবে Louis Vuitton এর ব্র্যান্ড আম্বাসাডর হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন
14/05/2022
☯ 1. জাব উৎপাদনকারী চাষিদের জন্য হরিয়ানা সরকার 'Chaara-Bijaee Yojana' লঞ্চ করলো
☯ 2. ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Bhagwant Khuba জার্মানি তে অনুষ্ঠিত হতে চলা Intersolar Europe 2022 এ অংশগ্রহণ করতে চলেছেন
☯ 3. ফিলিপিন্স এর রাষ্ট্রপতি নির্বাচন 2022 জিতলেন Marcos Junior
☯ 4. গুজরাটের ভারুচে অনুষ্ঠিত 'উৎকর্ষ সমারোহ' তে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
☯ 5. ক্রেডিট স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য UNDP এবং কৃষি মন্ত্রক চুক্তি স্বাক্ষর করলো
☯ 6. Dr. Frank Wilczek কে 2022 Templeton প্রাইজে সম্মানিত করা হলো
☯ 7. 2023 অর্থবর্ষের জন্য Morgan Stanley পূর্বের নির্ধারিত জিডিপি থেকে কমিয়ে ভারতের জিডিপি 7.6% নির্ধারণ করলো
☯ 8. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত হিন্দি ও সংস্কৃত পণ্ডিত ড: রমা কান্ত শুকলা প্রয়াত হলেন
☯ 9. কেন্দ্রীয় হোম অ্যাফেয়ার্স প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র Repco Subiksham নামক নতুন একটি Repco ব্যাংক ইনিশিয়েটিভ লঞ্চ করলেন
☯ 10. UN হিউম্যান রাইটস কাউন্সিলে রাশিয়ার জায়গায় চেক প্রজাতন্ত্র কে বসানো হলো
15/05/2022
✐ 1. Juventus কে ফাইনালে হারিয়ে ইতালিয়ান কাপ 2022 জিতলো Inter Milan
✐ 2. মধ্য প্রদেশ স্টার্টআপ পলিসির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✐ 3. গরীব ছাত্র-ছাত্রীদের জন্য মনিপুরে কোচিং সেন্টার খুলতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
✐ 4. ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপের মিক্সড টিম পিস্তল ইভেন্টে ইশা সিং ও সৌরভ চৌধুরী গোল্ড মেডেল জিতলেন
✐ 5. Forbes প্রকাশিত Highest-paid Athletes তালিকা 2022 অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো লিওনেল মেসি
✐ 6. সংযুক্ত আরব আমিরশাহি (UAE) এর রাষ্ট্রপতি শেখ খালিফা বিন জায়েদ আল নাহয়ান সম্প্রতি প্রয়াত হলেন
✐ 7. গত 14 ই মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হল, এবছরের থিম - light pollution
✐ 8. ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI) সম্প্রতি 'Trade nxt' নামক একটি অনলাইন প্লাটফর্ম লঞ্চ করলো
✐ 9. নবরত্ন কোম্পানি REC Limited এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে রাভিন্দর সিং ধিলন কে নিযুক্ত করা হলো
✐ 10. কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) এর প্রেসিডেন্ট পদে বাজাজ ফিনসার্ভ লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব বাজাজ কে নিযুক্ত করা হলো