দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 26/04/2022, 27/04/2022, 28/04/2022, 29/04/2022 ও 30/04/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 26/04/2022, 27/04/2022, 28/04/2022, 29/04/2022 ও 30/04/2022


****************************


26/04/2022
🎯 1. ব্রডকাস্টিং ক্ষেত্রে পাবলিক ব্রডকাস্টার অফ আর্জেন্টিনা রেডিও টেলিভিশনের সাথে চুক্তি স্বাক্ষর করলো প্রসার ভারতী
🎯 2. মেক্সিকোর Guadalajara কে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ফর দি ইয়ার 2022 ঘোষনা করা হলো 
🎯 3. বিশ্বের বর্তমান সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া সংস্থা ট্যুইটার কে $ 44 বিলিয়ন অর্থে কিনে নিলো 
🎯 4. ওড়িশা মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক দুটি কফি টেবিল বই প্রকাশ করলেন একটির শিরোনাম 'The Magic of Mangalajodi', লিখেছেন অবিনাশ খেমকা এবং অন্যটির শিরোনাম 'Sikh History of Eastern India', লিখেছেন অভিনাশ মহাপাত্র
🎯 5. ইউক্রেনের রাষ্ট্রপতি Volodymyr Zelenskyy কে John F. Kennedy আওয়ার্ড এ সম্মানিত করা হলো 
🎯 6. 4 দিন ব্যাপী অনুষ্ঠিত প্যারিস বুক ফেস্টিভ্যাল 2022 এ ভারত সম্মানীয় অতিথি (Guest of Honour) হিসেবে অংশগ্রহণ করলো
🎯 7. প্রতিবছর 26 শে এপ্রিল দিনটি কে World Intellectual Property দিবস পালন করা হয়, এবছরের থিম - IP and Youth innovating for a Better Future, এছাড়াও এই দিনটি International Chernobyl Disaster Remembrance দিবস হিসেবে পালিত হয় 
🎯 8. ভারতীয় পাওয়ার সেক্টর বিষয়ক গবেষণার জন্য Posoco আইআইটি দিল্লীর সাথে চুক্তি স্বাক্ষর করলো 
🎯 9. ইতালিতে অনুষ্ঠিত Emilia-Romagna গ্রান্ড প্রিক্স 2022 খেতাব জিতলেন নেদারল্যান্ডের রেড বুল চালক Max Verstappen 
🎯 10. Emmanuel Macron কে ফ্রান্সের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত করা হলো


27/04/2022
★ 1. UN Champion of the Earth লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড পেতে চলেছেন স্যার David Attenborough 
★ 2. Vishakha Mulye কে আদিত্য বিড়লা ক্যাপিটালের পরবর্তী CEO পদে নিযুক্ত করা হলো 
★ 3. AP Abdullahkutty কে হজ কমিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন পদে নির্বাচিত করা হলো 
★ 4. Laureus স্পোর্টসম্যান অফ দি ইয়ার 2022 সম্মান পেলেন Max Verstappen 
★ 5. পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত লেখিকা বিনাপানী মোহান্তি প্রয়াত হলেন 
★ 6. সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 'SAANS (Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully)' লঞ্চ করলো কর্ণাটক সরকার
★ 7. নোভাক জোকোভিচ কে হারিয়ে রাশিয়ার Andrey Rublev সার্বিয়া ওপেন খেতাব 2022 জিতলো 
★ 8. আগামী 4 ই জুন থেকে হরিয়ানায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2021 অনুষ্ঠিত হতে চলেছে 
★ 9. হিমাচল প্রদেশে খুব শীঘ্রই 3232 কোটি টাকায় 7 টি রোপওয়ে প্রজেক্ট তৈরি হতে চলেছে
★ 10. ইনোভেটিভ এগ্রিকালচারের উপর নতুন দিল্লিতে ন্যাশনাল লেভেল ওয়ার্কশপের আয়োজন করলো নীতি আয়োগ

28/04/2022
◉ 1. ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক Elvera Britto প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী J D Rymbai 
◉ 2. FD সুবিধা প্রদানের জন্য এয়ারটেল পেমেন্টস ব্যাংক IndusInd ব্যাংকের সাথে জোটবদ্ধ হলো 
◉ 3. প্রতিটি গ্রামে লাইব্রেরির ব্যবস্থা সম্পন্ন দেশের প্রথম জেলার তকমা পেলো ঝাড়খণ্ডের জামতারা 
◉ 4. এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2022 এ ভারত মোট 17 টি মেডেল (সোনা - 1 টি, সিলভার - 5 টি, ব্রোঞ্জ - 11 টি) জিতলো 
◉ 5. SIPRI প্রকাশিত 'Trends in World Military Expenditure রিপোর্ট 2021' অনুযায়ী ভারত তৃতীয় স্থান অধিকার করলো 
◉ 6. প্রতিবছর 28 শে এপ্রিল World Day for Safety and Health at Work দিবস পালন করা হয়, এবছরের থিম - Participation And Social Dialogue In Creating A Positive Safety And Health Culture'
◉ 7. 'women change-makers' এর উপর ভিডিও সিরিজের জন্য নেটফিক্স এবং ভারত সরকার জোটবদ্ধ হলো 
◉ 8. ডিজিটাল ট্রান্সফর্মেশন কে গতি প্রদান করতে SBI Cards, TCS এর সাথে জোটবদ্ধ হলো 
◉ 9. ফ্রেঞ্চ সাংবাদিক Roger Faligot নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Chinese Spies: From Chairman Mao to Xi Jinping', বইটির অনুবাদ করেছেন Natasha Lehrer
◉ 10. ভারতের প্রথম অমৃত সরোবর উত্তর প্রদেশের রামপুরে স্থাপন করা হলো


29/04/2022
◑ 1. বিশ্বের বৃহত্তম সাইবার অনুশীলন 'Locked Shields 2022' এর আয়োজন করলো এস্টোনিয়া NATO কো-অপারেটিভ সাইবার ডিফেন্স সেন্টার অফ এক্সেলেন্স 
◑ 2. Cannes ফিল্ম উৎসবের জুরির অন্যতম সদস্য হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন 
◑ 3. প্রতিবছর 29 শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়
◑ 4. দ্বিতীয় বারের জন্য ন্যাশনাল কমিশন ফর সিডিউলড কাস্টস্ (NCSC) এর চেয়ারপার্সন পদে বিজয় সাম্পলা কে নিযুক্ত করা হলো 
◑ 5. গ্রীন হাইড্রোজেন টেকনোলজি গড়ে তুলতে L&T সংস্থা আইআইটি বোম্বের সাথে চুক্তিবদ্ধ হলো 
◑ 6. দেশের প্রথম শহর হিসেবে উত্তর প্রদেশের আগ্রায় Vacuum-based sewer সিস্টেম চালু হলো
◑ 7. ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের MD ও CEO পদে Bruce de Broize কে নিযুক্ত করা হলো 
◑ 8. Keychain রূপে কন্ট্যাক্টলেস Rupay কার্ড লঞ্চ করলো Pencilton
◑ 9. পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ভারতের প্রাক্তন CAG বিনোদ রাই নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Not Just A Nightwatchman: My Innings in the BCCI'
◑ 10. প্রথম এয়ারলাইন হিসেবে IndiGo দেশীয় নেভিগেশন সিস্টেম GAGAN এর ব্যবহার শুরু করলো

30/04/2022
◆ 1. মাইক্রোপ্রসেসর তৈরির জন্য ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া RISC-V (DIR-V) প্রোগ্রাম লঞ্চ করলো 
◆ 2. জাতীয় স্তরের লজিস্টিক্স সেমিনার 'LOGISEM VAYU – 2022’ এর আয়োজন করলো ভারতীয় এয়ার ফোর্স 
◆ 3. 2022-23 বর্ষের জন্য ন্যাশনাল এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড সার্ভিসেস কোম্পানি (Nasscom) এর চেয়ারপার্সন পদে Krishnan Ramanujam কে নিযুক্ত করা হলো 
◆ 4. স্লোভানিয়ার প্রধানমন্ত্রী পদে Robert Golob কে নির্বাচিত করা হলো 
◆ 5. 'Cosmos Malabaricus' প্রজেক্টের জন্য কেরল সরকার নেদারল্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হলো 
◆ 6. মেঘালয়ের E-proposal সিস্টেম সম্মানীয় UN আওয়ার্ড (WSIS প্রাইজ 2022) জিতলো 
◆ 7. প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার ( এ বছর 30 শে এপ্রিল) দিনটি তে World Veterinary Day পালিত হয়, এবছরের থিম - 'Strengthening Veterinary Resilience', এছাড়াও এই দিনটি International Jazz Day হিসেবেও পালিত হয়, এবছরের থিম - 'A Call for Global Peace and Unity'
◆ 8. Indifi Technologies এর উপদেষ্টা পদের দায়িত্ব নিলেন প্রাক্তন SBI চেয়ারম্যান রাজনিশ কুমার
◆ 9. বয়স্ক গ্রাহকদের জন্য ব্যাংক অফ বরোদা 'bob World Gold' নামক নতুন একটি ফিচার লঞ্চ করলো 
◆ 10. ভারতের মিশন কর্মউদ্যোগী প্রোগ্রামের জন্য বিশ্ব ব্যাংক $47 মিলিয়ন অর্থের অনুমোদন দিলো