দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/04/2022, 22/04/2022, 23/04/2022, 24/04/2022 ও 25/04/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 21/04/2022, 22/04/2022, 23/04/2022, 24/04/2022 ও 25/04/2022
****************************
21/04/2022
❐ 1. সরকারী অফিসারদের জন্য ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স এক্সসারসাইজের (NCX India) আয়োজন করতে চলেছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট
❐ 2. নতুন দিল্লীতে আয়োজিত খারিফ ক্যাম্পেইন 2022-23 এর জন্য ন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচার লঞ্চ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার
❐ 3. USA ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ডিফেন্স অ্যাডভাইজার পদে শান্তি শেঠী কে নিযুক্ত করা হলো
❐ 4. Jasleen Kohli কে Digit Insurance এর MD এবং CEO পদে নিযুক্ত করা হলো
❐ 5. রাজ্যের নাগরিকদের অভিযোগ নথিভুক্ত করতে জম্মু-কাশ্মীর সরকার 'Jan Nigrani' নামক অ্যাপ লঞ্চ করলো
❐ 6. মাজাগাঁও ডক লিমিটেডে স্করপিন-ক্লাস সাবমেরিন 'VAGSHEER' এর উদ্বোধন করা হলো
❐ 7. ন্যাশনাল ইন্সুরেন্স অ্যাকাডেমী (NIA) এবং ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটি (IFSCA) চুক্তি স্বাক্ষর করলো
❐ 8. ভারতের প্রথম 99.999% শুদ্ধ গ্রীন হাইড্রোজেন পাইলট প্লান্ট অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) দ্বারা আসামে বসানো হলো
❐ 9. প্রতিবছর 21 শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস (National Civil Services) দিবস পালন করা হয়, এছাড়াও এই দিনটি ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন দিবস পালন করা হয়, এবছরের থিম - Collaboration
❐ 10. Hurun গ্লোবাল হেল্থকেয়ার Rich List 2022 এ প্রথম স্থান অধিকার করলো সিরাম ইনস্টিটিউট CMD Dr Cyrus S. Poonawalla
22/04/2022
➠ 1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট এবং ইনোভেশন সামিট 2022 এর উদ্বোধন করলেন
➠ 2. তিনদিন ব্যাপী আয়োজিত'স্মার্ট সিটিজ, স্মার্ট আরবানাইজেশন' কনফারেন্স হোস্ট করলো সুরাট
➠ 3. ভারতের প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রুজ কনফারেন্স 2022 হোস্ট করতে চলেছে মুম্বাই
➠ 4. Patrick Achi কে আইভরি কোস্টের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত করা হলো
➠ 5. লেভারেজিং এন্ড টেকনোলজি সলিউশনের উপর সাত সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করলো SEBI, এই কমিটির প্রধান হলেন সুনীল বাজপাই
➠ 6. ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার ক্রিকেটার কায়রন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন
➠ 7. গুজরাটে 22,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদী
➠ 8. কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার পদে অজয় কুমার সুদ কে নিযুক্ত করা হলো
➠ 9. গুজরাটে WHO Global Centre ফর ট্রাডিশনাল মেডিসিন এর শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
➠ 10. লিউটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাতিয়ার কে মিলিটারি অপারেশনের পরবর্তী ডিরেক্টর-জেনারেল পদে নিযুক্ত করা হলো
23/04/2022
✿ 1. বিশ্বের বৃহত্তম 3-চাকার ইলেকট্রিক গাড়ি তৈরির কেন্দ্র তেলেঙ্গানায় স্থাপিত হতে চলেছে, এটি বছরে 18000 গাড়ি তৈরি করবে
✿ 2. নীতি আয়োগ এবং UNICEF ইন্ডিয়া যৌথভাবে ভারতের প্রথম ভারতের শিশুদের অবস্থার উপর রিপোর্ট প্রকাশ করতে চলেছে
✿ 3. আইএএস নরেশ কুমার কে দিল্লির চিফ সেক্রেটারি পদে নিযুক্ত করা হলো
✿ 4. গত 22 শে এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস (World Earth Day) পালিত হলো, এবছরের থিম - Invest in our planet
✿ 5. Fintech Startups এর সাথে সংযুক্ত হতে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB) 'Fincluvation' নামক ইনিশিয়েটিভ লঞ্চ করলো
✿ 6. Procter & Gamble India এর CEO পদে LV Vaidyanathan কে নিযুক্ত করা হলো
✿ 7. দিল্লী-দেরদুন করিডর প্রজেক্টের জন্য ভারতীয় সুপ্রিমকোর্ট 12 সদস্যের বিশেষজ্ঞ কমিটি পুনরায় গঠন করলো, এটির প্রধান হলেন সুখবীর সিং সান্ধু
✿ 8. রাজ্যে আন্তর্জাতিক ডেটা সেন্টার স্থাপনের জন্য NIXI-CSC ডেটা সার্ভিসেস সেন্টার এবং ত্রিপুরা সরকার চুক্তি স্বাক্ষর করলো
✿ 9. Global Peace আম্বাসাডর 2022 এর জন্য ববিতা সিং কে নির্বাচিত করা হলো
✿ 10. ইন্দো-আমেরিকান ডিফেন্স এক্সপার্ট বিবেক লাল কে ষষ্ঠ Entrepreneur Leadership আওয়ার্ড 2022 এর জন্য নির্বাচিত করা হলো
24/04/2022
❂ 1. Wisden Almanack এর 'Five Cricketers of the Year' 2022 তালিকায় ভারতের রোহিত শর্মা ও জস্প্রীত বুমরাহ স্থান পেলো
❂ 2. প্রতিবছর 24 শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস পালন করা হয়, এছাড়া গত 23 শে এপ্রিল World Book and Copyright Day পালিত হলো
❂ 3. জ্বালানি কেনার জন্য ভারত শ্রীলংকা কে অতিরিক্ত $ 500 মিলিয়ন অর্থ সাহায্য করতে চলেছে
❂ 4. পৃথিবীর সবথেকে শক্তিশালী নিউক্লিয়-সক্ষম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল 'RS-28 SARMAT' এর সফল পরীক্ষণ করলো রাশিয়া
❂ 5. কর সংগ্রহের জন্য ধনলক্ষ্মী ব্যাংক সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ও সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডায়রেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস (CBIC) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো
❂ 6. এস্টোনিয়া তে সাইবার ডিফেন্স অনুশীলন 'Locked Shields' সম্পন্ন করলো NATO
❂ 7. Ravi-Beas Water Tribunal এর চেয়ারম্যান পদে বিচারক ভিনিত সরন কে নিযুক্ত করা হলো
❂ 8. ভারতের প্রথম 'Tap In, Tap Out' নামক ডিজিটাল টিকিটিং সুবিধা সহ বাস পরিষেবার উদ্বোধন করলেন মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে
❂ 9. প্রতি বছর 24 থেকে 30 এপ্রিল পর্যন্ত World Immunization Week পালিত হয়, এবছরের থিম - Long Life for All
❂ 10. নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন সুমন বেরি, এর আগে এই পদে ছিলেন রাজীব কুমার
25/04/2022
■ 1. প্রতিবছর 25 শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়, এবছরের থিম - 'Harness innovation to reduce the malaria disease burden and save lives'
■ 2. UNICEF YuWaah বোর্ডের সহ-সভাপতি পদের দায়িত্ব নিলেন Capgemini India CEO অশ্বিন ইয়ার্দি
■ 3. স্লোভেনিয়ার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Robert Golob
■ 4. নতুন দিল্লিতে অনুষ্ঠিত সপ্তম Raisina ডায়ালগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই ইভেন্টের থিম - Terranova, impassioned, impatient, imperilled
■ 5. এডুকেশনাল সাইকোলজির উপর প্র্যাকটিসের জন্য ভারতীয় নৌসেনার নাভাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল এন্ড ট্রেনিং টেকনোলজি (NIETT) আইআইম-কোঝিকড়ে এর সাথে চুক্তিবদ্ধ হলো
■ 6. পাবলিক রিলেশনস্ সোসাইটি অফ ইন্ডিয়া (PRSI) ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NMDC) কে পাবলিক রিলেশনস্ আওয়ার্ড 2022 দ্বারা সম্মানিত করলো
■ 7. কেনিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি Mwai Kibaki সম্প্রতি প্রয়াত হলেন
■ 8. এবার থেকে প্রতি বছরের 18 ই ডিসেম্বর দিনটি কে Minorities Rights Day পালন করতে চলেছে তামিলনাড়ু সরকার
■ 9. 118 বছরে এই প্রথমবার 21 তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউট্যান্টস্ (WCOA) হোস্ট করতে চলেছে ভারত, এই ইভেন্টের থিম - 'Building Trust Enabling Sustainability'
■ 10. কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট আওয়ার্ড এর জন্য বাংলাদেশের কিশোর দাস কে নির্বাচিত করা হলো