দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 16/04/2022, 17/04/2022, 18/04/2022, 19/04/2022 ও 20/04/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 16/04/2022, 17/04/2022, 18/04/2022, 19/04/2022 ও 20/04/2022
****************************
16/04/2022
■ 1. প্রতিবছর 16 ই এপ্রিল ওয়ার্ল্ড ভয়েস দিবস পালন করা হয়, এবছরের থিম - Lift your voice, এছাড়া এই দিনটি Save the Elephant দিবস পালন করা হয়
■ 2. Kotak FYN নামক ডিজিটাল প্লাটফর্ম লঞ্চ করলো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
■ 3. 2022-23 অর্থবর্ষের জন্য বিশ্ব ব্যাংক ভারতের জিডিপি বৃদ্ধি 8% নির্ধারণ করলো
■ 4. ওয়েপন সিস্টেমের সলিউশন ডেভেলপমেন্ট এর জন্য ভারতীয় এয়ার ফোর্স, আইআইটি মাদ্রাজের সাথে চুক্তি স্বাক্ষর করলো
■ 5. Reykjavik ওপেন চেস ট্যুরনামেন্টে জিতলেন 16 বছর বয়সী দাবাড়ু R Praggnanandhaa
■ 6. প্রাক্তন আইপিএস অফিসার ইকবাল সিং লালপুরা কে ন্যাশনাল কমিশন ফর মাইনোরিটিজ এর চেয়ারপার্সন পদে পুনরায় নিযুক্ত করা হলো
■ 7. 'Iron Beam' নামক লেজার ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষণ করলো ইজরায়েল
■ 8. পুদুচেরির প্রথম সমুদ্রতট উৎসব I Sea PONDY - 2022 এর উদ্বোধন করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী
■ 9. Malcolm Adiseshiah আওয়ার্ড 2022 সম্মান পেতে চলেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ প্রভাত পটনায়েক
■ 10. ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে 2023 FIH পুরুষ হকি ওয়ার্ল্ড কাপের লোগোর উদ্বোধন করলেন ওড়িশা মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক
17/04/2022
❖ 1. CO2 সংগ্রহের জন্য বিভিন্ন এনার্জি এফিসিয়েন্ট টেক তৈরির জন্য আইআইটি গুয়াহাটি এবং NTPC জোটবদ্ধ হলো
❖ 2. পাঞ্জাব কে হারিয়ে তামিলনাড়ু 71 তম সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জিতলো
❖ 3. এক্সিডেন্ট কম্পেনসেশন ক্লেমের দ্রুত নিষ্পত্তি করতে মিনিস্ট্রি অফ রোড, ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে 'e-DAR' নামক পোর্টাল লঞ্চ করলো
❖ 4. UDAN স্কিম কে পাবলিক এডমিনিষ্ট্রেশন 2020 এর PM's আওয়ার্ড ফর এক্সেলেন্স এর জন্য নির্বাচিত করা হলো
❖ 5. গুজরাটের মর্বি তে 108 ফুট উঁচু স্ট্যাচুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
❖ 6. আগমী মে মাসেই নীতি আয়োগ ন্যাশনাল ডেটা এন্ড অ্যানালেটিক্স প্লাটফর্ম লঞ্চ করতে চলেছে
❖ 7. প্রখ্যাত টেলিভিশন প্রোডিউসার মঞ্জু সিং সম্প্রতি প্রয়াত হলেন
❖ 8. এবছর থেকে প্রতিবছর 14 ই এপ্রিলের বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী দিবস কে 'Equality Day' হিসেবে পালন করবে বলে ঠিক করলো তামিলনাড়ু সরকার
❖ 9. Andrew McDonald কে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হলো
❖ 10. এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে বিক্রম দেব দত্ত কে নিযুক্ত করা হলো
18/04/2022
➥ 1. ডেনমার্কে অনুষ্ঠিত ড্যানিশ ওপেন সুইমিং সামিটে পুরুষদের 200 মিটার বিভাগে ভারতীয় সাঁতারু সজন প্রকাশ গোল্ড মেডেল জিতলো
➥ 2. দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নাগপুরে ভারতের প্রথম ইন্টারনেট রেডিও 'Radio Aksh' লঞ্চ করা হলো
➥ 3. INA কমপ্লেক্সে উচ্চতম ভারতীয় পতাকা (165 ফুট উচ্চতা) উত্তোলন করতে চলেছে মনিপুর
➥ 4. প্রধানমন্ত্রী সংগ্রহালয় এর অফিসিয়াল ডিজিটাল পেমেন্টস পার্টনার হলো Paytm
➥ 5. নিউজিল্যান্ডের পেস বোলার Hamish Bennett সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন
➥ 6. ইউনাইটেড নেশন্স ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের (ECOSOC) এর 4 টি প্রধান সংস্থায় ভারতকে নির্বাচিত করা হলো
➥ 7. প্রতিবছর 18 ই এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয়, এবছরের থিম - Heritage and Climate, এছাড়া গত 17 ই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হলো, এবছরের থিম ছিল - 'Access for All: Partnership. Policy. Progress. Engaging your government, integrating inherited bleeding disorders into national policy'
➥ 8. মন্টে-কার্লো মাস্টার্স 2022 খেতাব জিতলেন গ্রিক টেনিস খেলোয়াড় Stefanos Tsitsipas
➥ 9. এটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান পদে কে এন ব্যাস - এর সময়সীমা আরো 1 বছর বাড়ানো হলো
➥ 10. ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এক্ট (FEMA) এর পরিবর্তন করে LIC তে 20% পর্যন্ত বিদেশি বিনিয়োগের (FDI) সীমা বাড়ানো হলো
19/04/2022
⧉ 1. ইন্ডিয়া পালসেস এন্ড গ্রেইন্স এসোসিয়েশন (IPGA) বিমল কোঠারি কে চেয়ারম্যান পদে নিযুক্ত করলো
⧉ 2. হিমাচল প্রদেশ ও লাদাখ সংযুক্তকারী বিশ্বের উচ্চতম টানেল (16580 ফুট উচ্চতায়) টি তৈরি করতে চলেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)
⧉ 3. Ethosh Digital তাদের প্রথম আইটি ট্রেনিং এন্ড সার্ভিসেস সেন্টার লেহ তে শুরু করলো
⧉ 4. ট্রপিক্যাল ঝড় Megi সম্প্রতি ফিলিপিন্সে আছড়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি করলো
⧉ 5. ভারতীয় সেনাবাহিনীর Trishakti Corps পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে EX KRIPAN SHAKTI অনুশীলন সম্পন্ন করলো
⧉ 6. বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নতুন একটি শিশুদের বই প্রকাশ করা হলো যেটির শিরোনাম 'The Boy Who Wrote a Constitution: A play for Children on Human Rights', বইটি লিখেছেন রাজেশ তলোয়ার
⧉ 7. তামিলনাড়ু কে হারিয়ে হরিয়ানা 12 তম সিনিয়র মেন'স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ জিতলো
⧉ 8. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত ওড়িয়া গায়ক এবং মিউজিসিয়ান প্রফুল্ল কর প্রয়াত হলেন
⧉ 9. কর্ণাটক ব্রেইন হেলথ ইনিশিয়েটিভ এর ব্র্যান্ড আম্বাসাডর পদে ক্রিকেটার রবিন উথাপ্পা কে নিযুক্ত করা হলো
⧉ 10. প্রতি বছর 19 শে এপ্রিল বিশ্ব লিভার দিবস পালন করা হয়
20/04/2022
⬕ 1. ওয়ার্ল্ড ব্যাংক 2022 বর্ষের জন্য গ্লোবাল অর্থনীতি বৃদ্ধির হার পূর্বে নির্ধারিত 4.1% থেকে কমিয়ে 3.2% নির্ধারণ করলো
⬕ 2. ভারতীয় কোস্ট গার্ডের দুদিন ব্যাপী ন্যাশনাল লেভেল পলিউশান রেসপন্স অনুশীলন 'NATPOLREX - VIII' গোয়া তে শুরু হলো
⬕ 3. IndusInd ব্যাংক এন্টারপ্রাইজ পেমেন্টস হাব ইনিশিয়েটিভ এর জন্য 'Celent Model Bank' নামক গ্লোবাল আওয়ার্ড জিতলো
⬕ 4. Satya Easwaran কে আইটি মেজর Wipro ইন্ডিয়ার প্রধান পদে নিযুক্ত করা হলো
⬕ 5. নতুন দিল্লীতে আর্মি কমান্ডারস কনফারেন্স শুরু হলো, এটি 5 দিন ব্যাপী চলবে
⬕ 6. আর্মি স্টাফের পরবর্তী প্রধান পদে লিউটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে কে নিযুক্ত করা হলো
⬕ 7. মুম্বাই তে আয়োজিত 'Hunar Haat' এর 40 তম সংস্করণের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর
⬕ 8. ডিরেক্টর Shoojit Sircar কে 'ডিরেক্টর অফ দি ইয়ার' সম্মানে সম্মানিত করলো AIMA
⬕ 9. 2023 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কমিয়ে 8.2% নির্ধারণ করলো IMF
⬕ 10. স্পেনে আয়োজিত 48 তম La Roda International Open চেস ট্যুরনামেন্টে খেতাব জিতলো ভারতীয় গ্রান্ডমাস্টার Dommaraju Gukesh