দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 11/03/2022, 12/03/2022, 13/03/2022, 14/03/2022 ও 15/03/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 11/03/2022, 12/03/2022, 13/03/2022, 14/03/2022 ও 15/03/2022


****************************


11/03/2022
➥ 1. হাঙ্গেরির প্রথম নব নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি হলেন Katalin Novak 
➥ 2. বিশ্ব বিখ্যাত গল্ফ খেলোয়াড় টাইগার উডস কে ওয়ার্ল্ড গল্ফ হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা হলো 
➥ 3. ভারতীয় যুব সমাজের মধ্যে Augmented Reality স্কিল ডেভেলপমেন্ট প্রমোট করতে নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন Snap Inc. এর সাথে জোটবদ্ধ হলো 
➥ 4. ভারতের প্রথম সম্পূর্ণভাবে মহিলা অধিকৃত ইন্ডাস্ট্রিয়াল পার্ক হায়দ্রাবাদে খোলা হলো 
➥ 5. স্কচ স্টেট অফ গভারন্যান্স সূচী 2021 অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ 
➥ 6. দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে Yoon Suk-yeol কে নির্বাচিত করা হলো 
➥ 7. আন্তর্জাতিক মনেটারি ফান্ড ইউক্রেনের জন্য $ 1.4 বিলিয়ন ইমারজেন্সি ফিনান্সিয়াল সাপোর্টের ঘোষনা করলো 
➥ 8. কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর কে সিং ভার্চুয়াল স্মার্ট গ্রিড নলেজ সেন্টার (SGKC) এবং ইনোভেশন পার্ক লঞ্চ করলেন 
➥ 9. লোকসভা সেক্রেটারিয়েট এবং মিনিস্ট্রি অফ ইয়ুথ আফফায়ার্স যৌথ ভাবে নতুন দিল্লীর সেন্ট্রাল হল অফ পার্লামেন্ট এ তৃতীয় যুব পার্লামেন্ট উৎসব এর আয়োজন করলো 
➥ 10. কর্ণাটক সরকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সম্প্রতি 'Women@Work' প্রোগ্রাম লঞ্চ করলো

12/03/2022
✪ 1. হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার রাজ্য বাজেটে মহিলাদের জন্য 'সুষমা স্বরাজ আওয়ার্ড' এর ঘোষণা করলেন 
✪ 2. কায়রো তে অনুষ্ঠিত ISSF ওয়ার্ল্ড কাপ 2022 এ ভারত সাতটি মেডেল (সোনা - 4, সিলভার - 2, ব্রোঞ্জ - 1) জিতে মেডেল তালিকায় শীর্ষস্থান অধিকার করলো
✪ 3. ন্যাশনাল ল্যান্ড মনেটাইজেশন কর্পোরেশন (NLMC) গড়ে তোলার অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
✪ 4. 2022-23 বর্ষের জন্য ডোমেস্টিক রেটিং এজেন্সি CRISIL ভারতের জিডিপি গ্রোথ 7.8% নির্ধারণ করলো 
✪ 5. শরদ পাওয়ার রত্নাকর শেট্টির আত্মজীবনী প্রকাশ করলেন যেটির শিরোনাম 'On Board: My Years in BCCI'
✪ 6. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর পূর্ণ সময়ের সদস্য পদে SBI ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী ভাটিয়া কে নিযুক্ত করা হলো 
✪ 7. পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি রফিক তারার সম্প্রতি প্রয়াত হলেন 
✪ 8. ইন্ডিয়ান এয়ার ফোর্স একাডেমির (IAFA) নতুন কমান্ড্যান্ট পদে এয়ার মার্শাল বি সি শেখর কে নিযুক্ত করা হলো 
✪ 9. ছত্তিশগড় রাজ্য সরকার সম্প্রতি 'Kaushalya Matritva Yojana' নামক স্কিম লঞ্চ করলো 
✪ 10. রাজ্যের ছাত্রীদের জন্য 'বাহিনী স্কিম' এবং অকর্মজীবী মায়েদের জন্য 'আমা যোজনা' লঞ্চ করতে চলেছে সিকিম সরকার

13/03/2022
■ 1. গুজরাটের জামনগরে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিন (WHOGCTM) গড়ে তোলার অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
■ 2. প্রতিবছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার ( এ বছর 10 ই মার্চ ) ওয়ার্ল্ড কিডনি দিবস পালিত হয়, এ বছরের থিম - 'Kidney Health for All'
■ 3. NSDL পেমেন্টস এবং NPCI এর সাথে মিলিত হয়ে ToneTag 'VoiceSe UPI পেমেন্টস সার্ভিস' লঞ্চ করলো 
■ 4. মহিলা উদ্যোক্তাদের সাহায্যার্থে হরিয়ানা সরকার 'Matrushakti Udaymita স্কিম' লঞ্চ করলো 
■ 5. 2041 ক্লাইমেট ফোর্স আন্টার্কটিকা এক্সপিডিশন এ ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন দিল্লীর আরুশি ভার্মা
■ 6. HDFC মিউচুয়াল ফান্ড সম্প্রতি মহিলা কেন্দ্রীক ফিনান্সিয়াল ইনিশিয়েটিভ 'LaxmiForLaxmi' লঞ্চ করলো 
■ 7. মিনিস্ট্রি অফ কালচার এবং মিনিস্ট্রি অফ টেক্সটাইল 'Jharokha' নামক সারা ভারত ব্যাপী প্রোগ্রামের আয়োজন করলো 
■ 8. গুগল ক্লাউড এবং ফ্লিপকার্ট আগামী বছর গুলির জন্য পরস্পরের সাথে স্ট্র্যাটেজিক চুক্তি স্বাক্ষর করলো 
■ 9. MSME কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে MSME ইনোভেটিভ স্কিম এবং MSME IDEA হ্যাকাথন 2022 এর ঘোষণা করলেন
■ 10. প্রভা নরসিমহান কে Colgate-Palmolive লিমিটেডের MD এবং CEO পদে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন রাম রাঘবন

14/03/2022
❖ 1. শ্রমমন্ত্রী ভুপেন্দর যাদব নতুন একটি বই প্রকাশ করলেন যেটির শিরোনাম 'Role of Labour in India's Development' 
❖ 2. ত্রিপুরা সরকার সম্প্রতি চা-শ্রমিকদের জন্য 'মুখ্যমন্ত্রী চা শ্রমিকল্যাণ প্রকল্প' নামক স্কিম লঞ্চ করলো 
❖ 3. আইআইটি রুরকি তে 'BIS Standardization Chair Professor' স্থাপনের জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) এবং আইআইটি রুরকি চুক্তিস্বাক্ষর করলো 
❖ 4. V-Dem প্রকাশিত ডেমোক্রেসি রিপোর্ট 2022 অনুযায়ী ভারত 93 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে সুইডেন 
❖ 5. অস্ট্রেলিয়ান আর্মি রিসার্চ সেন্টার (AARC) এবং ভারতের সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ (CLAWS) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো 
❖ 6. প্রতিবছর 14 ই মার্চ International Day of Mathematics বা Pi Day পালিত হয়, এবছরের থিম - 'Mathematics Unites!'
❖ 7. অজয় ভূষণ পান্ডে কে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অর্থরিটি (NFRA) এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো 
❖ 8. রেটিং এজেন্সি Morgan Stanley 2022-23 সালের জন্য ভারতের জিডিপি গ্রোথ 7.9% নির্ধারণ করলো 
❖ 9. 2021-22 বর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সুদের হার 8.5% থেকে কমিয়ে 8.1% করলো 
❖ 10. জম্মু-কাশ্মীর সরকার GI ট্যাগ প্রাপ্ত কাশ্মীরি কার্পেটের জন্য QR কোড লঞ্চ করলো এবং এর সাথে সাথে জার্মানিতে এটির রপ্তানি শুরু হলো


15/03/2022
★ 1. চিলির 36 তম রাষ্ট্রপতি পদে Gabriel Boric Font কে নিযুক্ত করা হলো, উনি দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি 
★ 2. তামিলনাড়ুর পেট্রোপ্রোডাক্ট বিশ্বের প্রথম LAB ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটি BIS সার্টিফিকেশন পেলো
★ 3. গীতাঞ্জলি শ্রী এর অনুবাদিত হিন্দি উপন্যাস 'Tomb of Sand' কে আন্তর্জাতিক বুকার প্রাইজের জন্য মনোনীত করা হলো 
★ 4. ভারতের প্রথম মেডিক্যাল শহর 'Indrayani Medicity' মহারাষ্ট্রের পুনেতে গড়ে উঠতে চলেছে 
★ 5. AMRUT 2.0, MoHUA এবং পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরী 'India Water Pitch-Pilot-Scale Start-up Challenge' লঞ্চ করলো 
★ 6. SHG Bank Linkage 2022 এর জন্য জম্মু-কাশ্মীর ব্যাংক 2020-21 অর্থবর্ষে 'ন্যাশনাল আওয়ার্ড' জিতলো 
★ 7. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) স্কুল শিশুদের জন্য ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম বা Yuva Vlgyani Karyakram (YUVIKA) এর আয়োজন করলো 
★ 8. ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশনের অধীনে এক বিরল প্রকৃতির ডিজিটাল স্কুল হেল্থ প্লাটফর্ম পুদুচেরী তে লঞ্চ করা হলো 
★ 9. আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলা মহাকুম্ভ এর 11 তম সংস্করণ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
★ 10. হরিয়ানার মানেশ্বরে ভার্চুয়াল স্মার্ট গ্রিড নলেজ সেন্টার (Virtual SGKC) এবং ইনোভেশন পার্ক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর কে সিং