দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 06/03/2022, 07/03/2022, 08/03/2022, 09/03/2022 ও 10/03/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য তারিখ - 06/03/2022, 07/03/2022, 08/03/2022, 09/03/2022 ও 10/03/2022
****************************
06/03/2022
🎯 1. প্রাক্তন ভারতীয় আর্মি চিফ জেনারেল S F Rodrigues সম্প্রতি প্রয়াত হলেন
🎯 2. মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট (MoWCD) এবং NIMHAS মিলিত ভাবে 'Stree Manoraksha Project' লঞ্চ করলো
🎯 3. MSME ফাইন্যান্সিং এর ব্যাপারে Ambit Finvest এর সাথে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI) চুক্তিবদ্ধ হলো
🎯 4. ওয়ার্ল্ড ব্যাংকের ইন্ডিয়া ডিরেক্টর জুনায়েদ কামাল আহমেদ কে ইন্টারন্যাশনাল লেন্ডিং এজেন্সির ভাইস-প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হলো
🎯 5. ভজন সম্রাট অনুপ জালোটা নতুন একটি বই প্রকাশ করলেন যেটির শিরোনাম 'Udaan Ek Majdoor Bachhe Ki', বইটি লিখেছেন মিথিলেশ তিওয়ারি
🎯 6. মিনিস্ট্রি অফ MSME প্লাস্টিক রিসাইক্লিং & ওয়েস্ট ম্যানেজমেন্ট এর উপর সামিটের আয়োজন করলো, এছাড়াও এই মন্ত্রক দুটি বিশেষ ইনিশিয়েটিভ লঞ্চ করলো একটি 'Sambhav' এবং অন্যটি 'Svavlamban'
🎯 7. Navi মিউচুয়াল ফান্ডের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে হরি শ্যামসুন্দর কে নিযুক্ত করা হলো
🎯 8. ভারতীয় রেলওয়ে দেশীয় পদ্ধতিতে তৈরি ট্রেন সংঘর্ষ প্রটেকশন সিস্টেম 'Kavach' এর পরীক্ষণ করলো
🎯 9. অসংরক্ষিত এবং প্লাটফর্ম টিকিটের জন্য IRCTC, ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম Paytm এর সাথে জোটবদ্ধ হলো
🎯 10. ডিজিটাল ট্রান্সফর্মেশন এর জন্য মাহিন্দ্রা গ্রুপ, গুগল ক্লাউডের সাথে জোটবদ্ধ হলো
07/03/2022
✐ 1. মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন প্রকাশিত Per Capita Net State 2022 অনুযায়ী দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলো তেলেঙ্গানা
✐ 2. প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার Rod Marsh সম্প্রতি প্রয়াত হলেন
✐ 3. GSMA আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2022 স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হলো
✐ 4. বাংলাদেশের ঢাকা তে দুইদিন ব্যাপী Study in India (SII) 2022 মিটিং এর উদ্বোধন করা হলো, এটির উদ্বোধন করলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড: দিপু মনি
✐ 5. Future Generali India ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (FGII) 'FG Dog Health Cover' ইন্সুরেন্স লঞ্চ করলো
✐ 6. টাটা আইপিএল 2022 এর অফিসিয়াল পার্টনার হিসেবে RuPay কে ঘোষণা করলো BCCI
✐ 7. 11400 কোটি টাকার বাজেটে তৈরি পুনে মেট্রো রেল প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✐ 8. প্রতিবছর 7 ই মার্চ জন ঔষধি দিবস পালিত হয়, এবছরের থিম - Jan Aushadhi-Jan Upyogi, এছাড়া গত 6 ই মার্চ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) তাদের 53 তম প্রতিষ্ঠা দিবস পালন করলো
✐ 9. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের প্রাক্তন CEO Nitin Chugh কে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো
✐ 10. ভারতীয় পপ সংগীতের রানী ঊষা উত্থুপের জীবনী প্রকাশিত হতে চলেছে যেটির শিরোনাম 'The Queen of Indian Pop: The Authorised Biography of Usha Uthup', এর আগে প্রকাশিত হিন্দি ভার্সনটির নাম 'Ullas Ki Naav', হিন্দি ভার্সন টি লিখেছেন বিকাশ কুমার ঝা
08/03/2022
❂ 1. হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম ডেটা সেন্টার রিজিয়ন গড়ে তুলতে চলেছে মাইক্রোসফট, 2025 সালের মধ্যে এটি চালু হবে
❂ 2. MSME মন্ত্রক সম্প্রতি মহিলাদের জন্য 'SAMARTH' নামক স্পেশ্যাল এন্ত্রাপ্রিনিউরশিপ প্রমোশন ড্রাইভ লঞ্চ করলো
❂ 3. ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) এর প্রেসিডেন্ট পদে টি রাজা কুমার কে নিযুক্ত করা হলো
❂ 4. প্রতিবছর 8 ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয়, এ বছরের থিম - 'Gender equality today for a sustainable tomorrow'
❂ 5. ভারত এবং শ্রীলংকার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন 'SLINEX' এর নবম সংস্করণ বিশাখাপত্তনমে শুরু হলো
❂ 6. ভারতের ডিজিটাল ইকোসিস্টেম কে প্রসারিত করতে Axis ব্যাংক এবং এয়ারটেল জোটবদ্ধ হলো
❂ 7. কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রম যোগী মন-ধন স্কীমের অধীনে 'Donate-a-Pension' নামক ইনিশিয়েটিভ লঞ্চ করলো
❂ 8. মহারাষ্ট্রের পুনেতে 9.5 ফুট উচ্চতার ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
❂ 9. ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) সম্প্রতি পাকিস্তানের পাশাপাশি UAE কে Grey তালিকায় যুক্ত করলো
❂ 10. কেনিয়ার নাইরবি তে ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট এসেম্বলি অনুষ্ঠিত হলো
09/03/2022
▣ 1. রাশিয়া এবং ইউক্রেন দ্বন্দ্বের উপর G7 এগ্রিকালচার মিনিস্টার্স ভার্চুয়াল মিটিং হোস্ট করতে চলেছে জার্মানী
▣ 2. ইন্ডিয়া গ্লোবাল ফোরাম এর বার্ষিক সম্মেলন কর্ণাটকের বেঙ্গালুরু তে অনুষ্ঠিত হলো
▣ 3. ভারতের 23 তম মহিলা গ্রান্ডমাস্টার হলেন অন্ধ্রপ্রদেশের প্রিয়াঙ্কা নুটাককি
▣ 4. মুম্বাই তে দেশের বৃহত্তম বিজনেস এবং কালচারাল হাব জিও ওয়ার্ল্ড সেন্টার গড়ে তুলতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
▣ 5. ইস্পাত রাজভাষা আওয়ার্ড 2018-19 ও 2020-21 এবং ইস্পাত রাজভাষা প্রেরণা আওয়ার্ড 2019-20 এর প্রথম পুরস্কার পেলো ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NMDC)
▣ 6. ধীরুভাই নানাভাই প্যাটেল কে Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT) এর চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হলো
▣ 7. সাংবাদিক অমিতাভ কুমার নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'The Blue Book: A Writer's Journal'
▣ 8. ইরানের ইসলামিক রিভলিউশনারী গার্ড কর্পস (IRGC) সম্প্রতি দ্বিতীয় মিলিটারি স্যাটেলাইট 'Noor-2' এর সফল উৎক্ষেপণ সম্পন্ন করলো
▣ 9. ডিজিটাল পেমেন্টস এর জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) 'UPI123pay' এবং 'DigiSaathi' নামক দুটো ইনিশিয়েটিভ লঞ্চ করলো
▣ 10. আইআইটি রুরকি তে 'PARAM Ganga' নামক সুপার কম্পিউটার স্থাপন করলো সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ এডভান্সড কম্পিউটিং (C-DAC)
10/03/2022
➲ 1. আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (IPC) বেজিং শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণ করা থেকে রাশিয়া এবং বেলারুশ এর এথলিটদের নিষিদ্ধ করলো
➲ 2. বাংলাদেশের রিজওয়ানা হাসান ইন্টারন্যাশনাল Women of Courage আওয়ার্ড 2022 পেতে চলেছেন
➲ 3. ভারতের এস এল নারায়ণ ইতালিতে অনুষ্ঠিত Grandiscacchi Cattolica আন্তর্জাতিক ওপেন চেস ট্যুর্নামেন্ট জিতলো
➲ 4. বোধগয়া তে ভারতের বৃহত্তম শায়িত ভগবান বুদ্ধের স্ট্যাচু নির্মিত হতে চলেছে, এই মূর্তিটি 100 ফুট দীর্ঘ এবং 30 ফুট উচ্চতার হতে চলেছে
➲ 5. প্রতিবছরের দ্বিতীয় বুধবার ( এ বছর 9 ই মার্চ ) No Smoking Day পালিত হয়
➲ 6. প্রাইভেট লেন্ডার Axis ব্যাংক সম্প্রতি নতুন একটি ইনিশিয়েটিভ 'HouseWorkisWork' লঞ্চ করলো
➲ 7. Lupin Limited এর 'Shakti' ইনিশিয়েটিভের জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার মেরি কম কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো
➲ 8. 32 টি দেশের ইলেকশন ম্যানেজমেন্ট বডি এবং ভারতের ইলেকশন কমিশন এর মধ্যে ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রাম 2022 অনুষ্ঠিত হলো
➲ 9. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দেশের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট এর উদ্বোধন করলেন, এটি বছরে 42 মিলিয়ন ইউনিট তড়িৎ উৎপাদন করতে সক্ষম
➲ 10. ভারতীয় দ্রুত বোলার এস শ্রীসন্থ সব ধরণের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন